ঘুরে এলাম তাল গাছের রাজ্য থেকে||১০% লাজুক খ্যাকের জন্য||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -০৬ ফাল্গুন| ১৪২৮ বঙ্গাব্দ |শনিবার| বসন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি

ভ্রমণ আপনার হৃদয়কে উদার করে তুলবে। আপনার বোধগম্যতা প্রসারিত করবে এবং আপনি যে গল্পগুলি বলতে পারেন তার মাধ্যমে আপনার জীবন পূর্ণ করবে। আপনি যখন ভ্রমণ করেন, মনে রাখবেন যে কোনও জায়গা আপনাকে স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য ডিজাইন করা হয়নি। এটি এর লোকদের স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য ডিজাইন করা হয়েছে


1645172960808-01.jpeg



তাল গাছের রাজ্য
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/promised.falters.skewered


ঘোরাঘুরি কে না পছন্দ করে আমরা সবাই ঘুরতে পছন্দ করি। কিন্তু ব্যস্তজীবনে বড় ধরনের ছুটি কিংবা খন্ডকালীন ছুটি পাওয়া যেন সোনার হরিণ দেখা পাওয়ার সমান। এই ব্যস্ত জীবনে নানা কাজের ভিড়ে আপনি যখন ক্লান্ত হয়ে উঠেন তখন এক কাপ চা কিংবা কপি আপনাকে যা কিছু দিতে পারে না, তা থেকেই আমরা অনেক বেশি আনন্দ পাই ছুটিকাটা তা থেকে।


IMG-20220218-WA0002.jpg
location:


অনেকদিন যাবত বাড়ি থেকে কোথাও যাওয়া হয়না। একটু ঘুরাঘুরির উদ্দেশ্যে বন্ধুদের সাথে মটর সাইকেল নিয়ে বের হলাম। যেখানে দুচোখ যায় একটু ঘুরাঘুরি করব ।উদ্দেশ্য ছাড়া আসলে ঘুরাঘুরি মজাই আলাদা। যেখানেই যাই অচেনা জায়গার সাথে পরিচিত হতে খুবই ভালো লাগে সব কিছুই মনে হয় সুন্দর ।অনেকদূর গিয়েছিলাম মোটরসাইকেল নিয়ে যেখানে আগে কখনও যাওয়া হয়নি।


GridArt_20220218_145325787.jpg


location:


কয়েকজন বন্ধু মিলে দুটো মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম ।আমাদের এলাকা থেকে ৩৫ থেকে ৪০ কিলোমিটার দূরের পথে গিয়েছিলাম সেখানে রাস্তাগুলোর পরিবেশটা অসাধারণ ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে রাস্তার দু'পাশে প্রাকৃতিক দৃশ্যের পটভূমি ।জায়গাটি অচেনা হলেও অনেক সুন্দর ছিল ।যেটা সবাই মিলে উপভোগ করেছি।


GridArt_20220218_145958903.jpg


অনেক দূর যাওয়ার পর রাস্তার দু'পাশে তাল গাছের সারি দেখে মুগ্ধ হয়ে যাই। এই তাল গাছের সারি রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করেছে। স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি এই সুন্দর পরিবেশ টা দেখার জন্য অনেক দূর থেকে লোকজন এখানে এসে বিকালের সুন্দর মুহূর্ত উপভোগ করে। আমরা সেখানে কিছু সময় সেই পরিবেশ উপভোগ করতে থাকি। আমার কাছে জায়গাটি অনেক ভালো লেগেছে ।আজকের দিনটি অনেক সুন্দর ভাবে কাটালাম ।আশা করি আমার কাটানো দিনগুলো আপনাদের কাছে ভালো লাগে।
GridArt_20220218_145912794.jpg

ভিডিও



ধন্যবাদ সবাইকে



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

আল্লাহ হাফেজ

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 years ago 

আপনাদের এই গ্রুপটা আমার দারুণ লাগে। প্রায়ই সবাই একসঙ্গে ঘুরতে চলে যান। এর আগে সুমন ভাইয়ের পোস্টে এই জায়গা টা দেখেছিলাম। আজকে আপনার পোস্টে দেখলাম। অনেক সুন্দর ছিল জায়গা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিও টা দারুণ ছিল।

 2 years ago 

ঘোরাঘুরি আমাদের নেশায় পরিণত হয়ে গেছে ।আমরা সময় পেলেই ঘুরতে বের হয়ে যাই ।ঘোরাঘুরি করলে অজানাকে জানা যায় ।পৃথিবীটা যে কত সুন্দর তা উপলব্ধি করা যায় ।সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দেখেই বোঝা যাচ্ছে সবাই মিলে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলেন তালগাছ দেখতে গিয়ে। বন্ধুদের সঙ্গে এরকম মাঝে মাঝেই ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন যেটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে এরকম একটি দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া আমরা সবাই মিলে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলাম। আপনিও একদিন যেয়ে ঘুরে আসবেন মন ভালো হয়ে যাবে আশা করি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই জায়গাটা সমন্ধে আমি একদিন ইউটিউব এ দেখেছিলাম। জায়গা দেখে খুব ভালো লেগেছিলো। রাস্তার দুই পাশ দিয়ে বড় বড় তাল গাছ দেখতে খুবই মনোরম লাগছে। ফটোগ্রাফী গুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি সুন্দর মন্তব্যের জন্য ।আসলে জায়গাটা অনেক সুন্দর। মনমুগ্ধকর একটি জায়গা। শুভকামনা থাকলো আপনার জন্য।

 2 years ago 

এক সময় আমাদের এলাকাতেও অনেক তালগাছ দেখা যেত। কিন্তু কালের বিবর্তনে এখন সেগুলো বিলুপ্তপ্রায়। হাতেগোনা দু'চারটে তাল গাছ দেখা যায় এদিকে। আপনার রাস্তার দু'ধারে তালগাছের ছবিগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। শুনেছি এই তালগাছ থাকার অনেক বড় প্রাকৃতিক একটি সুবিধা আছে। সেটি হচ্ছে এগুলো বজ্রপাত থেকে মানুষকে বাঁচায়। আপনার ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শুনেছি এই তালগাছ থাকার অনেক বড় প্রাকৃতিক একটি সুবিধা আছে। সেটি হচ্ছে এগুলো বজ্রপাত থেকে মানুষকে বাঁচায়।

এই কথাগুলো আমিও শুনেছি তালগাছ কিংবা নারিকেল গাছ বজ্রপাত থেকে মানুষকে অনেক ক্ষেত্রে বাঁচি থাকে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টাইটেলটা অনেক সুন্দর ছিল তালগাছের রাজ্য। আর তাল গাছের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। রাস্তার দুই পাশে এত সুন্দর লাগতেছে তাল গাছ গুলো দেখতে কি বলবো। বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে নিশ্চয়ই অনেক মজা করলেন। আমাদের মাঝে মুহূর্তটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে আমাদের এলাকাতে এরকম তাল গাছ নেই। আর আমরা যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেইখানে তালগাছ অনেক ।সেজন্য তালগাছের রাজ্য টাইটেল দিয়েছি।

 2 years ago 

আপনার টাই টেলের সাথে ফটোগ্রাফি সাথে খুব একটা মিল রয়েছে, বিশেষ করে আপনার ফটোগ্রাফির মধ্যে সবচাইতে ভালো লেগেছে তালগাছের শারিগুলো। রাস্তার দু'পাশে তালগাছের শারি দেখতেই অনেক বেশি ভালো লাগছে। আর এরকম জায়গায় মোটরসাইকেল ড্রাইভ করতে তো অনেক মজাই লাগে,আর সেটা আমরাও মাঝেমধ্যে ড্রাইভ করি।অনেক ধন্যবাদ আপনাকে, এবং সব সময় ভালো কিছু শেয়ার করবেন আমাদের উদ্দেশ্যে এই আশা রাখি। ভাল থাকুন সুস্থ থাকুন সব সময় এই কামনাই থাকবে আপনার জন্য।

 2 years ago 

জ্বী ভাইয়া রাস্তার দুই ধারে তালগাছের শাড়ি। ড্রাইভ করতে সেই মজা লেগেছিল ।সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

তাল গাছের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লেগেছে। তাল গাছ এক সাথে কতো গুলো থাকলে দেখতে চমৎকার দেখায়।আমাদের গ্রাম অঞ্চলের এরকম তাল গাছের দৃশ্য অনেক আছে আসলেই এরকম দৃশ্য দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জায়গাটা আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার। জায়গাটা দেখতে অসাধারণ লেগেছিল ।মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

দারুন একটি কথা বলেছেন তো, আসলেই ভ্রমণ মানুষের মনকে উদার করে তোলে। আর আপনার ঘুরাঘুরির অভিজ্ঞতাও ফটোগ্রাফি গুলো দারুন ছিল। এখনকার সময়ে এত বড় বড় তালগাছ খুব একটা দেখা যায়না। যাইহোক এত সুন্দর একটি উপস্থাপনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঘুরাঘুরি আমার খুবই ভালো লাগে। আমি সময় পেলেই ঘুরতে বের হয়ে যায় বন্ধুদের সাথে ।বলতে পারেন ঘোরাঘুরি আমাদের নেশা হয়ে গেছে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে খুবই মুগ্ধ হয়ে গেলাম ভাই দারুন ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করেছেন। আর দারুন একটি লোকেশন উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য ভাই এগিয়ে যান।

 2 years ago 

আপনার সুগঠিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছে একদম অসাধারণ লেগেছে তালগাছের ছবিগুলো। এভাবেই সারি সারি তালগাছ এখন আর দেখা যায় না। একসময় খুব বেশি দেখা যেত তালগাছ। আপনার ছবিটা দেখে ইচ্ছে করতেছে যেন তাল গাছ গুলো গিয়ে নিজ চোখে দেখে আসি। তারপরও ভার্চুয়াল জগতে দেখে খুব ভালো লেগেছে। অসম্ভব ভালো লেগেছে আমার

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না ।তবে আমরা যে জায়গাটায় গিয়েছিলাম সেই জায়গাটা অনেক সুন্দর। রাস্তার দু'ধারে তালগাছের শাড়ি। যা দেখে মুগ্ধ হয়ে গেছি। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60811.28
ETH 3369.34
USDT 1.00
SBD 2.48