সমুদ্রতীরের ক্ষুদ্র ব্যবসা|[benificiary ১০% @shy-fox]|

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ২২ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার| শরৎকাল|



আমি মো: রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে শুরু করা যাক


আজ আপনাদের মাঝে উপস্থাপনা করবো সমুদ্র পাড়ের অসহায় মানুষের স্বল্প পুজির ব্যবসা নিয়ে।প্রতিকূল পরিবেশে তারা কিভাবে জীবিকা নির্বাহ করে থাকেন তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো।তারাও কিন্তু কাজ করে থাকে।কিন্তু আমরা তাদের সঠিক মূল্যায়ন করি না।সমুদ্র পাড়ে তাদের এই ছোট ব্যবসার মাধ্যমে আমরা অনেক উপকৃত হই।আশাকরি আপনাদের ভালো লাগবে।



1630899716787-01.jpeg

1630899756671-01.jpeg

device:canon 600d
What's 3 Word Location:
https://w3w.co/incomes.locked.envoy


আপাতদৃষ্টিতে ব্যবসা সাধারণ ব্যবসা হলেও ব্যবহৃত পন্যগুলো সংবেদনশীল । সৈকত নন্দিনী কক্সবাজার জেলা বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা।এখানে দূরদূরান্ত থেকে পর্যটক আসেন।কার কোন পন্য প্রয়োজন তা বলা মুসকিল।তারা বাচ্চাদের বিভিন্নরকম খেলনা নিয়ে সমুদ্রের তীরে ঘোরাঘুরি করে।যাদেরকে এই ধরনের পন্য সামগ্রি প্রয়োজন তারা এই ছোট ব্যবসায়ীকের কাছ থেকে সংগ্রহ করে থাকেন।এই পন্য সামগ্রী বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে থাকেন।



1630899631463-01.jpeg

device:canon 600d
What's 3 Word Location:
https://w3w.co/full.tidying.dressings


পান খাওয়ার প্রতি সবারই একটু হলেও ইচ্ছা থাকে।এমন মানুষ আছে যাদের খাবারের পর পান না হল চলেই না।কেউ পান বিক্রি করে সংসার চালায় আর কেউ পান মজা করে খায়।অনেক মানুষ এদের দেখলে মুখ লুকায়।আবার কেউ তাদের ডেকে পান ক্রয় করে।আমরা যদি একটা পান ক্রয় এর মাধ্যমে তাদের মুখে দু মুঠো ভাত হয়।তাহলে একটা খেলে তেমন ব্যয় হবে না।



1630899816252-01.jpeg

device:canon 600d
What's 3 Word Location:
https://w3w.co/noble.petulant.occur


তারা দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে।একটু শান্তির জন্য সারাদিন রোদ্রে পুড়ে মানুষের দারে দারে ঘুরে।দুইটাকা লাভের জন্য কতো বার বলে ভাইয়া ঝালমুড়ি খাবেন ঝালমুড়ি খাবেন।আর আমরা কেউ সেটা নিই।আবার কেউ বলে এককথা কতবার বলেন।আমরা যখন তাদের উপর রাগ করি তখন তাদের কেমন লাগে একটু ভেবেছেন কখনো।তাদের কষ্ট করে জীবন ধারন করতে হয়।



1630906851600-01.jpeg

1630899906676-01.jpeg

device:canon 600d
What's 3 Word Location:
https://w3w.co/unusable.ticking.lied


সামুদ্রিক শামুক দ্বারা তৈরি বিভিন্ন ধরনের পন্যসামগ্রি।যা পর্যটকদের খুবই প্রিয়।সামুদ্র থেকে শামুক সংগ্রহ করে সেই শামুক বিভিন্ন ধরনের রুপে রুপান্তর করে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেন।যারা সমুদ্র সৈকতে ঘুরতে যায় তারা বাড়ি ফেরার পথে ছোট ভাই-বোনদের জন্য এই পন্য ক্রয় করে থাকেন।



1630899678478-01.jpeg

device:canon 600d
What's 3 Word Location:
https://w3w.co/combines.tadpoles.toenail


আপনি সমুদ্র সৈকতে গেলেন আর ঘোড়া নিয়ে সমুদ্রের তীর দিয়ে ঘুরলেন না তাহলে আপনি ভালোভাবে সমুদ্র সৈকতের মজাটাই টের পেলেন না।আপনি সমুদ্র সৈকতে গেলে দেখবেন অনেক মানুষ ঘোড়া নিয়ে হেঁটে বেড়াচ্ছেন। তারাই আপনাকে বলবে ভাইয়া ঘোড়ায় উঠবেন।আপনি ঘোড়ায় উঠে কিছু সময় ঘুরে দুই-একশো টাকা দিলেই তারা
অনেক খুশি হবে।তারা এইভাবে সারাদিন সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করে যা উপার্জন হয়।তা দিয়ে ঘোড়ার খাবার ও নিজেদের সংসার চালাতে হয়।



1630906900213-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/skirting.slanting.upwards


আপনি যদি কখনো কক্সবাজার যান তাহলে সন্ধ্যার পরে সমুদ্র সৈকতে ঢোকার আগে দেখতে পারবেন বিভিন্ন ধরনের মাছের দোকান।তারা এই মাছ পর্যটকদের খাবারের জন্য দোকান দিয়েছেন।পর্যটকরা এই মাছ ক্রয় করেন এবং এই দোকানদাররা তা ফ্রাই করে পরিবেশন করে থাকে।এখানে বিভিন্ন ধরনের মাছ,কাঁকড়া,অক্টোপাস ফ্রাই করে খেয়ে আসতে পারবেন।এই খাবার খেতে খুবই টেস্ট।



1630906936034-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/anode.feels.cyber


এইসব ছোট ছোট দোকানে পুঁতির তৈরি বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয়।এই দোকান গুলো সাধারণত বিকেলের সময় সমুদ্রের তীরে বসে থাকে।এই পন্যগুলো পর্যটকদের ভালো লেগে থাকে।কারন তারা নিপূন কারুকাজ করে এই জিনিস তৈরি করেন।


ক্ষুদ্র ব্যবসা হচ্ছে এমন এক ধরণের ব্যবসা, যেখানে অল্প পুঁজি ও শ্রমিক নিয়ে ব্যবসা গঠন ও পরিচালনা করা হয়।ক্রেতাই হচ্ছেন একটি ব্যবসার মূল। ক্রেতা না থাকলে ব্যবসার কোনো অস্তিত্ব থাকা সম্ভব নয়।

ধন্যবাদ

Sort:  

এক কথায় অসাধারণ হয়েছে আপনার পোস্টে সকল ফটোগ্রাফি গুলো।সামুদ্রিক শামুক দিয়ে তৈরি করা অলংকার গুলো খুব সুন্দর হয়ে থাকে।এটা প্রায় সকল পর্যটক রা বাড়িতে আসার সময় কিছু না কিছু কিনে নিয়েই আসে।

আমরা যদি একটা পান ক্রয় এর মাধ্যমে তাদের মুখে দু মুঠো ভাত হয়।

বিষয়টা মানবিক তবে জর্দা খাওয়া উচিত না।তারা জর্দা সহ পান বিক্রি করে থাকে।আর এজন্য আমি পান বিক্রেতাদের খুব একটা পছন্দ করি না।কারণ তারা ক্ষতিকর জিনিস বিক্রি করে যেটা খেলে আমাদের দেহের ক্ষতি হয়।

image.png

খুব সুন্দর একটি মোমেন্ট এ এই ছবিটি তুলেছেন।

অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।বেশ উপভোগ করলাম আপনার পোস্টটি।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ

অসাধারন ফটোগ্রাফি আর ছবি গুলো দেখেই বুঝা যাচ্ছে আপনি খুব ভালো একজন ফটোগ্রাফার।
ক্ষুদ্র ব‍্যবসা সত্যিই আমাদের অনেক হেল্পফুল।ছোটখাটো জিনিস কিনার জন‍্য এ ধরনের ব‍্যবসায়ীদের তুলনা অপরিসিম।
ধন‍্যবাদ আপনাকে ক্ষুদ্র ব‍্যবসায়ীদের আমাদের মধ্যে শেয়ার করার জন‍্য।
আর একটা কথা "এদেরকে অবহেলা নয়"
"স‍্যালুট" জানাই তাদেরকে যারা জীবন সংগ্রামে টিকে আছে।

 3 years ago 

আপনার বর্ননা ও ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।

এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা সম্পর্কে বর্ণনা করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর লিখেছেন ভাই। আমরা বিভিন্ন পর্যটক কেন্দ্রে গেলেই এই রকম ক্ষুদে পেশাজীবী লোক দেখতে পায়। এদের আয় সামান্য। এরা মূলত জীবনযুদ্ধে টিকে থাকার জন‍্যই এইরকম পেশা বেছে নিয়েছে। ছবিগুলি খুব সুন্দর সময়ে তুলেছেন।

ধম্যবাদ

সম্পূর্ণ পোস্ট ঠিক আছে। শেষে এসে এইরকম একটা অনাকাঙ্খিত বানান ভূল কাম‍্য নয়। পরবর্তীতে একটু খেয়াল রাইখেন।।

 3 years ago 

আসলে ভাই টাইপিং এ মিসটেক হয়েছে।ন আর ম পাশাপাশি তে সেই জন্য হয়তো ভূল হয়েছে।

 3 years ago 

হ‍্যা ভাই আমি বুঝেছি🙂🙂🙂

 3 years ago 

@md-razu চমৎকার ছিল পোস্টটি ♨️।
আমি আপনাকে সাধুবাদ জানাই চমৎকার একটি বিষয় নিয়ে লিখার জন্য। আমরা আসলে এতটাই সভ্যজগতে বসবাস করি আমাদের চোখ উপরে উঠে গেছে। আমরা একটু সস্তা কোন কিছু দেখলে কিনতে চাইনা। অবজ্ঞা সুরে তাকাই। আরে ভাই পৃথিবীর যত ব্যাবসা শুরু হয়েছে সবই এই ছোট্ট থেকে।

তাই সবার উদ্দেশ্যে বলবো চোখ আকাশে তুলবেন না, প্রয়োজন অনুযায়ী কিনুন ঠকবেন না।



ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60629.29
ETH 2636.33
USDT 1.00
SBD 2.51