কবিতাঃ"মা"||১০% লাজুক খ্যাকের জন্য||

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -৩০ শে,আশ্বিন| ১৪২৯ বঙ্গাব্দ |শনিবার| শরৎকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আজ আপনাদের মাঝে আমার ডায়েরি থেকে আরো একটা কবিতা শেয়ার করতে যাচ্ছি।কবিতার নাম "মা"।আশাকরি আমার কবিতাটি আপনাদের ভালো লাগবে।



mother-429158__480.jpg



"মা"


বুকের সব সুখ-দুঃখ গুলো
বের করে লিখেছি বাংলাদেশ।
আমি ভালবাসি তোমাকে ।
যখন ঝাপ দিয়েছিলাম অথৈ সমুদ্রে

বেয়েছি দাঁড় শুধু অন্ধকারের দিকে
ভেবেছি শুধু কখন পাবো
আলোর দেখা
তখন মুখ ফুটে চিৎকার করে বলবো

ভালবাসি আমি তোমাকে ।
যখন দেখেছি স্বপ্ন দু'চোখ ভরে,
সত্যি করেছি সংগ্রাম করে ।
যখন করতে হয়েছে পিশাচদের দমন,

বেরিয়ে এসেছি মায়ের আঁচোল থেকে ।
পরেছি তখন কপালে রাজটিকা।
ধরেছি তখন আলোর ছটা।
তখন বলবো কি আর নিরবে,
মা আমি ভালবাসি তোমাকে ।


adult-1807500__480.jpg


  • মা কথাটা ছোট হলেও এর বিশালতা অনেক বড়।মা হলো পৃথিবীর সবচেয়ে আপনজন । মা এর চেয়ে আপনজন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না । আমাদের সকলের উচিৎ মাকে নিয়ে ভাবা । মায়ের ভালো লাগা মন্দ লাগা নিয়ে কিছু করা ।



ধন্যবাদ সবাইকে

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 years ago 

আপনার ক্ষুদ্রতম সাপোর্ট আমাদের জন্য অনেক কিছু।। এভাবেই সব সময় পাশে থেকে সাপোর্ট দিয়ে যাবেন আশা করি।। ধন্যবাদ আপনার জন্য।।

 2 years ago (edited)
পৃথিবীতে একটামাত্র মানুষ আছে যে নিঃস্বার্থভাবে শুধু ভালোবাসে সে হল মা। তার মত আপনজন পৃথিবীতে আর কিছু নেই। মায়ের মন এমন একটা জিনিস,সন্তানের কিছু হওয়ার আগেই মা বুঝতে পারে। পৃথিবী মা ছাড়া কারও ক্ষমতা নেই সেটা বোঝার। আপনি ঠিকই বলেছেন বাবা-মাকে নিয়ে ভাবা উচিত। বাবা-মা পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত। অনেক ভালো লাগলো আপনার মা কবিতাটি পড়ে । আপনাকে অনেক ধন্যবাদ।
 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া পৃথিবীতে একমাত্র একজন মানুষই আছে সে নিঃস্বার্থভাবে ভালোবাসে। মায়ের মত আপন আর কেউ নেই। মায়ের মমতা ভালবাসা যারা পেয়েছে তারা জীবনে ধন্য।।

 2 years ago 

মাকে নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আসলে মায়ের চেয়ে আপন আর কেউ নেই এই দুনিয়াতে। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। সত্যিই অসাধারণ কবিতা লিখেছেন, ভালো লাগলো আপনার কবিতাটি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য এভাবে সুন্দর মতামতের মাধ্যমে সবসময় পাশে থাকবেন আশা করি। ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আপনার জন্য।

 2 years ago 

মা হচ্ছে আমাদের সবার উৎসাহ,উদ্দীপনা,প্রেরণার জায়গা।ঘোর বিপদেও মায়ের কথা ভাবলে সব বিপদ মোকাবিলা করার শক্তি চলে আসে।মা কে নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন।তবে ছোট হয়ে গেছে।আরো একটু বড় হলে আরো ভাল লাগত।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া মা হচ্ছে আমাদের সবার উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণা।। মায়ের কথা মনে পড়লে গা শিউরে ওঠে।। মায়ের ভালোবাসা কখনো ভুলবার নয়।।

 2 years ago 

তখন বলবো কি আর নিরবে,
মা আমি ভালবাসি তোমাকে ।

মাকে অনেক ভালোবাসি। কিন্তু সত্যি বলতে এই কথাটা কখনো বলাই হয় না। কবিতা টা দারুণ লিখেছেন ভাই। মায়ের সঙ্গে আর কারো তুলনা হয় না।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত প্রকাশের জন্য। মায়ের ভালোবাসা যারা পেয়েছে তারাই জানে মা কত আপন।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া, মা কথাটা ছোট হলেও এর বিশালতা অনেক। পৃথিবীতে একমাত্র মা নিঃস্বার্থ ভাবে ভালবাসে। আপনার কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। আপনি মা কে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

মাকে নিয়ে যতই লিখতে যায় কোনদিনও লেখা শেষ হবে না। কারন মা কথাটা ছোট হলেও এর বিশালতা ব্যাপক ।।ধন্যবাদ আপু সুন্দর মতামতের মাধ্যমে পাশে থাকার জন্য।

 2 years ago 

মাকে নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন আপনি। মা আসলে আমাদের জীবনের রাজটিকার মত। মা কথাটি খুবই ছোট কিন্তু এর মর্ম বিশাল। আপনার এই কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

মায়ের ভালোবাসা কখনো ভুলবার নয় ।মাকে নিয়ে যতই লিখতে যাই ততই মনে হবে কম হয়ে যাবে।। মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যি পৃথিবীতে মায়ের সবচেয়ে আপন জন। মাকে নিয়ে আর আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার মাঝে মায়ের ভালোবাসা অত্যন্ত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। মায়ের ভালোবাসায় আন্তরিকতা কোন কুঁদ নেই। সত্যি সময় মাকে ভালোবাসা এবং সম্মান দেখানো উচিত। এত অসাধারণ ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে মায়ের ভালোবাসা কখনো তুলনা হয়না। আপনার উৎস মূলক মতামত পেয়ে অনেক খুশি হলাম।। এভাবে সবসময় পাশে থেকে উৎসাহ প্রদান করবেন।।

 2 years ago 

মাকে নিয়ে লিখে বলে শেষ করার মতো না ৷ মা ছোট্ট শব্দ কিন্তু আমার কাছে মা পুরো পৃথিবী৷ অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷
অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া। মাকে নিয়ে লিখে শেষ করা যাবে না। মা। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64373.04
ETH 2775.53
USDT 1.00
SBD 2.66