কবিতাঃবাংলার রুপ||১০% লাজুক খ্যাকের জন্য||

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২৫ শে,আশ্বিন| ১৪২৯ বঙ্গাব্দ |সোমবার| শরৎকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আজ আপনাদের মাঝে আমার ডায়েরি থেকে আরো একটা কবিতা শেয়ার করতে যাচ্ছি।কবিতার নাম "বাংলার রুপ"।আশাকরি আমার কবিতাটি আপনাদের ভালো লাগবে।



1665373105561-01.jpeg



hill view
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/portraying.gushing.thaw



বাংলার রুপ


সবুজ শ্যামল শস্যে ভরা
আমার দেশটি
পাখিদের কলরব লাগে কত মিষ্টি ।
বুকে তার জড়িয়ে আছে

নদী লতার মত
বুক চিড়ে বয়ে যায় নদী শতশত ।
ছয় ঋতুতে দেশটি মোর গড়া
রয়েছে তার নানা বৈচিত্রে ভরা ।

সাগরের জলরাশি ধুয়ে দেয় তার পা
বনের বাঘ তাকে দেয় পাহারা।
দোয়েল, শ্যামা, ঘুঘু ডাকে
মিষ্টি মধুর সুরে

শাপলা ফোটা ঝিলের জলে
ঢেউয়ে খেলা করে।
সবুজ শ্যামল গাঁয়ের মাঝে
সুখের নেইতো শেষ

সে যে আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশ।


আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। পৃথিবীতে যা কিছু সুন্দর তা যেন ঈশ্বর প্রকৃতিতে ঢেলে দিয়ে একে সম্পূর্ণ ও অনন্য করে তুলেছেন। মনে হচ্ছে এই বিজাতীয় প্রকৃতি আমাদেরকে এর সৌন্দর্যে যোগ দিতে ইশারা করছে। আমরা কি সত্যিই প্রকৃতির অদম্য টান উপেক্ষা করতে পারি? প্রকৃতির প্রেমের টানে ছুটে যায় দিশাহীন জলের দিকে... অনন্তের দিকে।



ধন্যবাদ সবাইকে

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 years ago 

আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য যেমন কোন তুলনা হয় না। তেমনি হাজার লিখে শেষ করা যাবে না তার সৌন্দর্য। বাংলার রূপ কবিতাটি অনেক সুন্দর লিখেছেন। সেইসাথে সুন্দর ছন্দ মিলিয়েছেন। অনেক ভালো লাগলো আপনার কবিতাটি। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু বাংলার প্রকৃতির কোন তুলনা হয় না। দিনের পর দিন শেষ হয়ে যাবে তাও বাংলার রূপ নিয়ে লেখা শেষ হবে না। সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এভাবে আশা করি সব সময় পাশে থেকে সাপোর্ট দিয়ে যাবেন ক্ষুদ্র ক্ষুদ্র শিশির বিন্দু থেকে গড়ে ওঠে মহাসমুদ্রতল।। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago (edited)

ঠিক বলছেন পৃথিবীতে যা কিছু সুন্দর সবই ঈশ্বরের কৃপায় ৷ এতো সুন্দর একটি পৃথিবীর বুকে আমরা বাস করছি ৷ আর তাই তো এতো সুন্দর প্রকৃতি দেখে বাংলার কবিগন এতো সুন্দর সুন্দর কবিতা গান লিখেছেন ৷ চারদিকে সবুজ শস্য শ্যামলা কি অপূর্ব এই প্রকৃতি ৷
আপনার বাংলার রুপ নিয়ে লেখা কবিতাটি অনেক সুন্দর করে লিখেছেন ৷

 2 years ago 

বাংলার রূপ দেখে মুগ্ধ হবে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

ছোট্ট একটি কবিতার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি সৌন্দর্য আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতার প্রতিটি লাইনের মধ্যে একটি মাধুর্য আছে। খুব চমৎকারভাবে আপনি কবিতার প্রতিটি লাইন উপস্থাপন করেছেন। খুব ভালো লেগেছে আমার কাছে আপনার কবিতাটি।

 2 years ago 

বাংলার রূপ নিয়ে যতই লিখতে চাই সারা জীবন ধরে লিখলেও শেষ করা যাবে না। বাংলার রূপব বৈচিত্র্য সব সময় আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ আপু সুন্দর মতামতের মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য।

 2 years ago 

খুব ভালো লিখেছেন। বাংলার রূপ বৈচিত্র্য একেবারে সামনে ফুটে উঠছিল।

 2 years ago 

আপনাদের অনুপ্রেরণামূলক ও মন্তব্য পেলে অনেক খুশি লাগে চেষ্টা করব আরো সুন্দরভাবে কোন কিছু উপস্থাপন করার জন্য।

 2 years ago 

বাংলাদেশের রুপ বৈচিত্র্যের পারফেক্ট একটা বর্ণনা দিয়েছেন কবিতাটার মাধ্যমে। দারুণ লিখেছেন কবিতা টা ভাই। বাংলার এই রুপের প্রেমে পড়েছেন যে কত কবি সাহিত্যিক তার হিসাব নেই। যাইহোক দারুণ ছিল কবিতা টা ভাই। ছন্দে অর্থে একেবারে একাকার।।

 2 years ago 

কবি সাহিত্যিকগণের দিকে আমিও এগিয়ে যাচ্ছি ।আমিও বাংলার রূপের প্রেমে পড়ে গেছি ।এজন্যই তো ট্রাভেলিং করে এর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি।

 2 years ago 

বাংলার রূপ দেখতে হলে প্রথমে আমাদের গ্রাম ভ্রমণ করতে হবে। কারণ গ্রামে আমাদের বাঙ্গালীদের বিভিন্ন ধরনের রূপ দেখা যায় যেখানে নিজের মন নিমিষে ভালো হয়ে যায়।
আর বাংলার রূপ সম্পর্কে আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া গ্রামের কোন তুলনা হয়না। মন-মানসিকতা ঠিক করতে হলে গ্রামের মেঠো পথ ধরে প্রকৃতির মাঝ দিয়ে হেঁটে গেলে তার মন-মানসিকতা ঠিক হয়ে যাবে আশা করি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64373.04
ETH 2775.53
USDT 1.00
SBD 2.66