কবিতাঃপ্রিয় বন্ধু ||১০% লাজুক খ্যাকের জন্য||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -১০ বৈশাখ| ১৪২৯ বঙ্গাব্দ |শনিবার| গ্রীষ্মকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আজ আপনাদের মাঝে আমার ডায়েরির পাতা থেকে আরো একটা কবিতা শেয়ার করতে যাচ্ছি।কবিতার নাম প্রিয় বন্ধু।আশাকরি আমার কবিতাটি আপনাদের ভালো লাগবে।


people-4050698__480.webp

Source


কবিতা

প্রিয় বন্ধু


বন্ধুই ছিলে তুমি মনের নীড়ে
জোৎস্নার মহীনি আলোর শেষে
লাল সূর্যের সুন্দর সোনালীর সেই ।
ফুটন্ত ক্ষনে , অতি আপনার
ভেবে , মিশে যাই আমি অন্তগভীরে ।
বন্ধু যদি হতে চাও মোর
চলো হাতে রেখে হাত
হাঁট সমান তালে ।
তবে সাবধান , কখন চেওনা ফিরে
চাঁদকে ভালবাসে সবাই কিন্তু
তাকে পাবার আশা কর না ।
তাহলে ব্যর্থতাই হবে তার জয় ।
বন্ধু বান্ধবের ভালবাসা
সেত এক সুন্দর বৃক্ষের শাখা
যদি একেই বল প্রেম
তবে করছ ভূল
বন্ধুর সাথে বন্ধুত্বেই হবে
তার প্রকৃত পরিচয় ।।


people-821624__480.webp
source


বন্ধু মানে শুধু মজা করা বা আড্ডা করা নয় বন্ধু মানে একে অপরের খুশিতে খুশি হওয়া, একে অপরের দুঃখে পাশে দাঁড়ানো, আবার একে অপরের স্বপ্ন পূরণের রাস্তায় সঙ্গী হয়ে ওঠা। বন্ধুদের স্থান জীবনে পরিবারের ঠিক পরেই আসে। আমাদের জীবনে বন্ধুদের গুরুত্ব ঠিক কতটা তা বলে বোঝানো সম্ভব নয়।আমাদের জীবনে এমন মানুষ রয়েছে যারা সবসময় আমাদের সঙ্গে মজা করবে, খারাপ সময়ে দুঃখ না পেয়ে হাসানোর চেষ্টা করবে, আমাদের যত ভাবনাকে নিজের ভাবনা বানিয়ে নেবে, এই মানুষ গুলোকেই প্রকৃতি বন্ধু বলে।


ধন্যবাদ সবাইকে



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 3 years ago 

সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আশা করি এভাবে সব সময় দোয়া রইল আপনার জন্য।।

 3 years ago 

খুবই চমৎকার ভাবে বন্ধু কবিতাটি আপনি লিখেছেন ভাই আমি তো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা লাইনে এত গাম্ভীর্যপূর্ণ শব্দ ব্যবহার করেছেন সত্যি ভাই অসাধারন হয়েছে। আর বন্ধু নিয়ে আপনি যা লিখেছেন আসলে বর্তমান জামানায় এরকম বন্ধু পাওয়া এই দূরহ ব্যাপার তবে ঠিকই প্রকৃত বন্ধু সেই যে সব সময় সুখে দুঃখে পাশে থেকে বন্ধুকে ভবিষ্যৎ পথ চলায় সহযোগিতা করে যাবে নিঃস্বার্থে।

 3 years ago 

আমার লেখা কবিতাটি পড়ে আপনি মুগ্ধ হলেন জেনে অনেক ভালো লাগলো ভাইয়া।। আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল।।

 3 years ago 

বন্ধুর সাথে বন্ধুত্বেই হবে
তার প্রকৃত পরিচয় ।।
ঠিকই বলেছেন ভাইয়া বন্ধুর সাথে বন্ধুত্ব হবে তার প্রকৃত পরিচয়। বন্ধু নিয়ে খুব সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা রইল ।আশা করি সব সময় মত সুন্দর সুন্দর কবিতা আপনি আমাদের মাঝে উপহার দিবেন।

 3 years ago 

দোয়া করবেন আমার জন্য আমি যেন সুন্দর সুন্দর কবিতা লিখে আপনাদের মাঝে উপহার দিতে পারি।।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।।

 3 years ago 

বন্ধুকে নিয়ে লেখা কবিতা শুনে বেশ ভালো লাগলো। আসলে আপনি একটা কথা ঠিক বলেছেন বন্ধুর সাথে বন্ধুত্বেই হবে তার প্রকৃত পরিচয়। কিন্তু এটা এখন কয়জন বোঝে কিংবা কয়জন জানে। আপনার কবিতাটা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর বন্ধুত্বের পরিচয় নিয়ে লিখেছেন।

 3 years ago 

আপনার উৎসাহমূলক মন্তব্যে পেয়ে অনেক ভালো লাগলো আপু।। এভাবে সবসময় সাপোর্ট করবেন আশাকরি ।।মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।।

 3 years ago 

দারুন একটি কবিতা লিখেছেন আপনি। আসলেই বন্ধু মানে শুধু মজা করা বা আড্ডা করা নয় বন্ধু মানে একে অপরের খুশিতে খুশি হওয়া। এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

জি ভাইয়া আপনার কথার সাথে আমি একমত ।।আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।।
ভাল থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আপনার জন্য।।

 3 years ago 

বন্ধু যেন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। একটা ভালো বন্ধু একজন ভাগ‍্যবান মানুষের কপালে থাকে। ঠিক বলেছেন ভাই চাঁদকে ভালোবাসে তা সবাই বাসে কিন্তু তাকে পাওয়ার আশা করোনা তাহলে পরাজয় হবে তোমার সঙ্গী। অসাধারণ ছিল ভাই কবিতা টা।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।। আশা করি এভাবেই সব সময় উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকবেন।।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93333.46
ETH 3336.69
USDT 1.00
SBD 3.26