আদিবাসীদের জীবন যাত্রা||২৬শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ, ||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।


আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি বাংলাদেশের আদিবাসীদের জীবন কাহিনী।বাংলাদেশের আদিবাসীরা কিভাবে জীবন যাপন করে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো।তারা কিভাবে জীবন ধারন করে আপনারা সেটা জানতে পারবেন।আশা করি আপনাদের ভালো লাগবে।



বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ছোট কিন্তু জনবহুল রাষ্ট্র। বাংলাদেশের ভূখণ্ডের অধিকাংশ আদিবাসীই বাঙালি।অনেকগুলো নৃগোষ্ঠী রয়েছে যারা আদিবাসী বলে উল্লেখ করে থাকে।বাংলাদেশের প্রায় ১৫ লক্ষ ৮০ হাজার আদিবাসী আছে।বাংলাদেশের বেশিরভাগ আদিবাসী পার্বত্য চট্টগ্রামে বসবাস করে।এছাড়াও সিলেট,ময়মনসিংহ, রাজশাহীতে, বসবাস করে থাকে।বাংলাদের সর্বোচ্চ ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা।এছাড়াও সাঁওতাল, গারো,ত্রিপুরা ইত্যাদি আদিবাসী রয়েছে।



1627922140446-01.jpeg

1627922170055-01.jpeg

আদিবাসীদের বাড়ি
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/item.sentence.joking


উপরের ছবিতে দেখছেন আদিবাসীদের বাড়ি।তাদের বাড়ি সাধারনত পাহাড়ের উপর অবস্থিত।উঁচু উঁচু পাহাড়ের গায়ে তারা বাড়ি বানিয়ে থাকে।আদিবাসীরা পাহাড়ের জুম চাষ করে তাদের জীবিকা নির্বাহ করেন।



1627922111368-01.jpeg

1627813721855-01.jpeg

আদিবাসীদের খাবার
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/twisted.irritated.guesses


আদিবাসীরা সাধারনত শুটকি,ব্যাঙ,শামুক,কুচে ইত্যাদি খাবার খেয়ে থাকেন।তারা এইসব খাবার খুবই পছন্দ করে থাকেন।তারা এইসব জিনিস লেক থেকে সংগ্রহ করেন।



1627813779907-01.jpeg

আদিবাসীদের বাজার
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/twistedirritated.guesses.


আদিবাসীরা মাতৃতান্ত্রিক হওয়ায়। মেয়েরাই সংসারের যাবতীয় কাজ করে থাকেন।আদিবাসীদের বাজারে সাধারণত মেয়েরাই বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে থাকেন।সংসারের যাবতীয় পন্যসামগ্রি মহিলারাই ক্রয় করে থাকেন।



IMG-20210810-WA0000.jpg

device:redmi note 10
What's 3 Word Location:https://w3w.co/promised.incompetence.crusted


আদিবাসীরা পাহাড়ে প্রচুর আনারস উৎপাদন করে থাকেন।এই আনারস তারা রাস্তার পাশে বসে বিক্রি করেন।তারা তামাক খেতে খুব পছন্দ করেন।তারা একটু সময় পেলে তামাক খাওয়া শুরু করেন।



1627922005355-01.jpeg

1627922249447-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/resting.buttered.construing


আদিবাসীরা লেকের মধ্যে ছোট নৌকা দিয়ে বিভিন্ন ধরনের মাছ ধরে থাকেন।তারা সারাদিন নৌকায় করে লেক থেকে শামুক সংগ্রহ করে বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেন।



received_189323909858497.jpeg

আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/daily.spurt.wagging


আদিবাসীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে ভালোবাসে।তারা দলবেঁধে নাচতে ভালোবাসে।তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আদিবাসী গোষ্ঠী পাহাড়ি এলাকায় খুবই কষ্টে জীবন যাপন করে। অনেক সুন্দর একটি পোস্ট।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।।মন্তব্য করার জন্য।

 3 years ago 

আদিবাসীদের জীবন যাত্রা সম্পর্কে জানতে পারলাম।ধন্যবাদ

 3 years ago 

আপনাকেউ ধন্যবাদ

খুব ভালো একটা পোস্ট করেছেন,আদীবাসিদের জীবন সত্যিই খুব কষ্টের।

 3 years ago 

ঠিক বলেছেন।

 3 years ago 

অসাধারণ লিখেছেন। এবং আপনার ছবিগুলোর কোনো তুলনা হয় না। খুব ভালো লাগল পড়ে।

 3 years ago 

ভালো মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60071.31
ETH 2409.83
USDT 1.00
SBD 2.43