ফটোগ্রাফি পোস্ট-৪ |[benificiary ১০% @shy-fox]|

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ১৭আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ |শনিবার| শরৎকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি

নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।



1633104045480-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/reachable.surprises.sills


বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পথে। ক্লান্ত সূর্যটা ডুবে পড়েছে পশ্চিমা দিগন্তে। সূর্যের মায়াবী রশ্মি যেন নদীর জলে মিলেমিশে একাকার। জলে চোখ ফেরালে যেন আরেকটা সূর্য বিদায়ের দৃশ্য চোখে পড়বে।নদীর ওপাড়ের মানুষের নৌকায় করে ঘরে ফেরার দৃশ্য।আসলেই অনেক সুন্দর দেখাচ্ছে।



1633104087538-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/entrust.snout.stuntman


মেঘের আড়ালে সূর্য উঁকি দিচ্ছে।এখন শরৎকাল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়।কখনো সূর্যকে ঢেকে দেয় কখনো বা হালকা বৃষ্টির পশলা নিয়ে আসে।



1632635415279-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/deceiving.rebates.shrewdest


বাংলার রূপ দেখে মুগ্ধ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বাংলার যে দিকে তাকানো সেই দিকেই কিছু না কিছু লুকিয়ে আছে।তেমনি এমনই মাঠ ভরা ধানের দৃশ্য দেখলে আপনার মন ভরে যাবে।



1633177481237-01.jpeg

1633177506306-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/prune.stag.catalyst


দিনের শেষ অংশ টা হয়তো খুব দ্রুতই ফুরিয়ে যায় !
পড়ন্ত বিকেল হয়তো একেই বলে। আর দিনের শেষ ভাগের এই রংটাই বুঝি গোধুলী ছাদে বসে গাঢ়ো কমলা রঙ এর অস্তায়মান সূর্য টা দেখছিলাম ।মনে হচ্ছে সূর্য্যি মামা বুড়িয়ে গেছে তাকিয়ে আছি অবলিলায় ।কিছুক্ষন তাকিয়ে থেকে তার সৌন্দর্য অবলোকন করলাম।



IMG-20211002-WA0001.jpg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/schoolteacher.skinheads.transcriber


শরৎকালের প্রখর রৌদ্রের মধ্যে তারা কাজ করে চলেছে।রৌদ বৃষ্টি উপেক্ষা করে তারা দিনের পর দিন কাজ করে থাকেন।কিন্তু আমরা তাদের সঠিক মূল্যায়ন করি না।তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা কতো শান্তিতে বসবাস করে থাকি।আসলেই আমাদের উচিৎ মনমানসিকতা পরিবর্তন করা।

Sort:  
 3 years ago 

চিত্র গুলোর প্রশংসা করা দায়।এতো ভালো ফটোগ্রাফি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার এর জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনার প্রশংসা করতে হয় ফটোগ্রাফি গুলো অনেক নিখুঁত হয়েছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য শুভকামনা রইল

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

অসাধারণ ছবি তুলেছেন ভাইয়া। আকাশের ছবিগুলো অনেক অনেক ভালো লাগে আমার। আপনার কাব্যিক বর্ণনাও ভালো হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59588.19
ETH 2572.25
USDT 1.00
SBD 2.50