গল্প :অভিশপ্ত ভালোবাসা(পর্ব ০১) ||১০% লাজুক খ্যাকের জন্য||

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২৫শে, জৈষ্ঠ্য,|১৪২৯ বঙ্গাব্দ||বুধবার||গ্রীষ্মকাল||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


breakup-908714__480.webp.jpg


পূর্বাকাশে শীতের কুয়াশা কাফনের প্রাচীর পেরিয়ে সূর্য্যি মামা যখন রক্তাক্ত অভা নিয়ে উকি দিচ্ছে তার পূর্ব হতেই আকাশ জানালার পাশে দাড়িয়ে দেখছিল প্রকৃতির এই অপরূপ লুকুচুরির দৃশ্য । এলোমেলো উচ্ক চিন্তা ভাবনা গুলো বিব্রত করে তুলছিল তাকে ।


love-4814488__480.webp


মা প্রাতকালীন প্রার্থনা সেরে নাস্তার টেবিল সাজাতে ব্যাস্ত । হঠাৎ কলিং বেল , ক্রিং ক্রিং ক্রিং দরজা খুলতেই সুমন । আরে আয় ভেতরে আয় । না ভেতরে যাবনা এখনো অনেক জায়গা ঘুরতে হবে । একখানা হলুদ রং এর কার্ড এগিয়ে দিয়ে বলল যাস কিন্তু । সুমন আকাশের বাল্য বেলার বন্ধু । না না করেও অবশেষে হাজির হল সুমনের মেজদার বৌ ভাতে । শরীরটা ভাললাগছিল না আকাশের কেমন যেন একটা পান থেকে চুন খসে পড়ার মত অবস্থা ।


broken-heart-6968647__480.jpg


এদিক ওদিক চেয়ে দেখতেই চোখে পড়ল একটি মেয়ে , বয়স বড়ো জোর সতের , উজ্জ্বল গায়ের রং , গোলাপী কালারের স্কার্ট , বুকের উপর ছড়ানো গাঢ় বেগুনী রং এর ওড়না , কপালে কালো টিপ , হাওয়ায় ওড়া শ্যাম্পু করা কালো চুল চকচকে দেহের গড়ন হালকাপাতলা সব মিলিয়ে অসাধারন । প্রথম দেখাতেই ভূত দেখার মত চমকে উঠল আকাশ । বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল এলোমেলো ভাবে । কখন যে সুমন এসে পাশে দাড়িয়েছে খেয়াল নেই । হঠাৎ সুমন আকাশের কাধে হাত রেখে বলল “ কি রে একেবারে মজে গেছিস মনে হচ্ছে ” ।


broken-heart-6968646__480.jpg


দুর শালা তোর যা কথা । তবে মেয়েটাকে চিনিস । হ্যাঁ ; বড় বৌদির বান্ধবীর ছোট বোন একটু আগেই পরিচয় হয়েছে । আমায় একটু পরিচয় করিয়ে দিবি ? একটু কেন রে শালা ? পুরটাই দেব , চল । হ্যালো লুবনা , হায় , - এ হল আমার বন্ধু আকাশ , রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের বি , এ পরীক্ষার্থী । আর আকাশ এ হল লুবনা , রাজশাহী নিউ ডিগ্রী কলেজের ইন্টারের ব্রিলিয়ান্ট ছাত্রী , গানের গলাও চমৎকার । রবীন্দ্র একাডেমীতে গান শেখে । ভাল হচ্ছেনা বলে দিচ্ছি সুমন ভাইয়া , আমি কিন্তু রেগে যাচ্ছি । আকাশ না - না করেও অনুরোধ করল একটা গেয়ে শেনাবার । লুবনা দু'চোখ কপালে তুলে বলল গান , এখন , এই পরিবেশে । লজ্জায় চুপসে গেল আকাশ ।


breakup-3502866__480.webp

যেন সে খুব বড় অন্যায় করে ফেলেছে । অবশেষে লুবনা মৃদু হেসে - আজ নয় অন্য একদিন শোনাব । বলেই চলে গেল । এতক্ষন আকশের বুকের ভেতরটা শুধুই মোচড় দিয়ে উঠছিল । আর এখন শুধু মোচড় দিয়েই নয় , হারিয়ে যায় কল্পনার জগতে , হৃদয়ের ভেতরে সৃষ্টি হয় নৈবদ্যের সুর । হঠাৎ মনে হলো লুবনার ঠিকনা , টেলিফোন নম্বর কোনটাই নেয়নী সে আর হয়তো কোনদিন তার সাথে দেখাও হবে না ।



ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 years ago 

বিন্দু বিন্দু জল থেকে গড়ে ওঠে সমুদ্র। আশা করি সামনের দিনে এভাবে আপনি আমাদের সাপোর্ট দিয়ে যাবেন।

 2 years ago 

বড় বৌদির বান্ধবীর ছোট বোন একটু আগেই পরিচয় হয়েছে

কোথায় গিয়ে ঠেকেছে। আপনি তো ভালই লেখেন ভাই। সাবলীল ভাষায়। সুমন বড় বৌদির কাছে বলবে। বড় বৌদি তার বান্ধবীর মাধ্যমে সেই কাঙ্খিত ঠিকানা ও ফোন নাম্বার নেবে ব্যাস হয়ে গেল । হি হি। ভাল থাকবেন ভাই । ২য় পর্ব অপেক্ষায় রইলাম।

 2 years ago 

কোথায় গিয়ে ঠেকেছে তা দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরব। আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63706.48
ETH 2637.61
USDT 1.00
SBD 2.83