ভালোবাসা

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)

নিষ্পাপ ভালবাসা
পর্বত থেকে নেমে এসে দাঁড়ালে, পর্বতের পাশে

মেঘ লেগে সারা গায়ে, পোশাকে।

কানেতে বেগুনি ফুল আর কিছু নীল রঙে প্রেক্ষাপটে চিঠি আছে হিমালয় আকাশ।

এসব তোমার পাশে বড় দৈনন্দিন, বড় সহজাত মনে হল

যেমন শীতের দিনে সবজির বাজারে দোল খেলা, ঝুড়িতে ঝুরিতে

বা রেলের পাশে লাল কোয়াটার সেগুন গাছের নিচে, তক্ত ওয়াইন যেমন স্বাভাবিক।

তোমার অগোছালো দৃষ্টি,

অথচ নিসর্গ শুধু তাকিয়ে আছে তোমার দিকেই।

রোদ নামছে স্বর্গ থেকে বিদর্ভ উজ্জয়িনীর সুদীর্ঘ সকাল পেরিয়ে।

সাদা পারিজাত হতো না মনে হয়।

তোমাকে দেখার পর মনে হল এরপর থেকে ফুটবে।

মনে হওয়াও নয়| নয় অবভাস।

নিশ্চিত প্রত্যয় জানি

ফুটে থাকবে পর্বতে পর্বতে।

মানুষের থেকে দূরে,কচ্চিত দেখা মিলবে অনেক আরোহনে।

এসব না শুনেও তুমি হাসছো, স্কাফটা দুলছে। আমার হলো না ফেরা ।

আপাতত এক বুক নিলে ও সবুজে সাঁতার কাটছে চন্দ্রের রুপালি রাজহাঁস।

Sort:  
 5 months ago 

মানুষের জীবন কখন কিভাবে কাটবে তা কেউই জানে না। তার স্বপ্ন ছিল বিদেশ যাবে যে ইচ্ছাটা পূরণ হয়নি। প্রতারিত হয়ে আজকে ভুট্টা বিক্রি করার পরিস্থিতির শিকার হয়েছে। আল্লাহতালা তবুও তাকে একটি কর্মের ব্যবস্থা করে দিয়েছে। তার জীবনের গল্প তার থেকে ভুট্টা খাওয়ার মুহূর্ত দারুন একটা সম্পর্ক তৈরি করেছে ।আপনার সাথে। এরকম পথ রাস্তায় বিভিন্ন ধরনের খাবার খেতে গিয়ে তাদের জীবনের গল্পগুলো শুনতে ভালই লাগে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া কার জীবন কিভাবে কাটবে সেটা শুধু একমাত্র উপরওয়ালাই জানে। তার জীবনের গল্প শুনতে পেলে আমার অনেক খারাপ লাগা কাজ করতেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60950.68
ETH 2607.83
USDT 1.00
SBD 2.65