DIY PROJECT(এসো নিজে করি).||রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২২কার্তিক | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার| হেমন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।

আজ আপনাদের মাঝে উপস্থাপনা করবো কিভাবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে হয়।আশাকরি আমার ডাই পোস্টটি আপনাদের ভালো লাগবে।



1636265826740-01.jpeg




উপকরন

  • রঙিন পেপার
  • গ্লু-গান
  • আঠা
  • কার্ডবোর্ড

কাজের ধারা



1636264948178-01.jpeg

1636264995102-01.jpeg



ধাপঃ-১ঃপ্রথমে সাদা রঙিন কাগজ কাঁচি দিয়ে কেটে নিই।তারপর কাগজকে ভাঁজ করে নিতে হবে।এবং পাতার ন্যায় কাগজকে কেটে নিতে হবে।



1636265186061-01.jpeg

1636265292900-01.jpeg



ধাপঃ-২ঃএরপর ধাপঃ২ এর ন্যায় অনেকগুলো পাতা বানিয়ে নিই।



1636265450173-01.jpeg

1636265400521-01.jpeg



ধাপঃ-৩ঃএরপর পাতাগুলো কার্ডবোর্ডে যুক্ত করতে হবে।গ্লু-গানের আঠা দিয়ে ভালো করে আঠকাতে হবে যেনো খুলে না যায়।



1636265482978-01.jpeg



ধাপঃ-৪ঃএখন পাতাগুলো এক এক করে কার্ডবোর্ডে যুক্ত করে দিতে হবে।



1636265537198-01.jpeg



ধাপঃ-৫ঃযে পাতাগুলোর মাঝে ফাঁকা ছিলো সেই জায়গাতে ছোট পাতাগুলো যুক্ত করে দিতে হবে।



1636265426340-01.jpeg

1636265567905-01.jpeg

1636265616472-01.jpeg



ধাপঃ-৬ঃএখন কাগজ পেচিয়ে রোল বানিয়ে নিই।তারপর কার্ডবোর্ডের নিচে গ্লু গানের আঠা দিয়ে রোল করা কাগজকে যুক্ত করে দিই।



1636265102755-01.jpeg

1636265234421-01.jpeg



ধাপঃ-৭ঃএখন হলুদ রঙের কাগজ কাঁচি দিয়ে কেটে নিই।
তারপর গোলাপ ফুলের আকৃতি দিই।



1636265909483-01.jpeg

IMG_20211107_205523.jpg



ধাপঃ-৮ঃএখন মূল ফুলের সাথে গোলাপ ফুল যুক্ত করে দিতে হবে।



1636265651702-01.jpeg



ধাপঃ-৯ঃওয়ালমেটের নিচে ঝুল দেওয়ার জন্য চিত্রের ন্যায় ফুল বানাতে হবে।



1636265826740-01.jpeg


ধাপঃ-১০ঃতৈরি হয়ে গেলো কাগজ দিয়ে ওয়ালমেট।এখন দেয়ালে ঝুলিয়ে রাখার পালা।

ধন্যনাদ সবাইকে


logo.gif

Sort:  
 3 years ago 

আপনার কাগজের তৈরি ওয়ালমেট টি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে আমার এর কালার দুটো বেশি ভালো লেগেছে। সাদা এবং হলুদ কালারের জন্য ওয়ালমেটটি বেশি ফুটেছে ।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ওয়ালমেট তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার হাতে কাজটি অসাধারণ হয়েছে। আপনি খুব দক্ষতার সাথে কাগজের তৈরি ওয়ালমেটের কাজ সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ভাইয়া, অসাধারন সুন্দর হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট।এই ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। সাদা কাগজের সাথে হলুদ রঙের কাগজ খুবই সুন্দর দেখাচ্ছে।ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু

 3 years ago 

আপনার রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি আমার অনেক ভালো লেগেছে ।আপনি খুব চমকপ্রদ ভাবে কাজটি ধাপে ধাপে সম্পন্ন করেছেন ।অনেক সুন্দর মানিয়েছে তবে একটি সাদা না হয় অন্য কোন কালার হলে আরো ভালো লাগতো ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

বাহ ভাইয়া।
আপনার কাগজের তৈরি ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে। সত্যিই অসাধারণ করে আপনি ওয়ালমেটটি বানিয়েছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার তৈরি ওয়ালমেট। আপনি ধাপে ধাপে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার তৈরি ওয়ালমেট টি দেখতে একদম সূর্য মুখি ফুলের মতো লাগছে। ধবধবে সাদা কাগজের তৈরি হওয়ায় বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে।ওয়ালমেটের মাঝের গোলাম গুলো ও বেশ সুন্দর। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া ❤️❤️

 3 years ago 

খুবই সুন্দর লাগছে আপনার ওয়ালমেট টি। কালার নির্বাচনটিও অনেক সুন্দর হয়েছে, সাদা রংয়ের জন্য এটিকে আরো সুন্দর লাগছে।ধাপ গুলো দেখেই মনে ওয়ালমেট এর জন্য অনেক পরিশ্রম হয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদআপু

 3 years ago 

আপনার কাগজের তৈরি ওয়ালমেট টি অসাধারণ হয়েছে। এমনকি অনেক সুন্দর কালার পছন্দ করেছেন। অনেক সুন্দর করে আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করেছেন। আপনি দক্ষতার সাথে ওয়ালমেট তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

সাদা আর হলুদের কম্বিনেশনটা আমার সবসময় ই অনেক বেশি পছন্দের। তবে বেশির ভাগ সবাই ই কেনো জানিনা সাদাটা একটু কম ব্যবহার করে, অবশ্য আমিও কম ব্যবহার করি। তবে আমার খুব ভালো লাগে। আপনার ওয়ালমেটটি দেখতে খুব সুন্দর লাগছে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

অসাধারণ হয়েছে দেখতে ওয়ালমেটটি । বেশি ভালো লেগেছে এই জন্য যে সাদা আর হলুদের মিশ্রণ টা দারুন ভাবে ফুটে উঠেছে। তাছাড়া এই দুই টাই আমার পছন্দের রং। বেশ সাবলীল উপস্হাপনা। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ধন্যবাদ আপু।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62585.78
ETH 3013.43
USDT 1.00
SBD 2.49