DIY (এসো নিজে করি).||রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ২৫আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার| শরৎকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


প্রথমে ধন্যবাদ জানাই @rme দাদাকে আবারো এসো নিজে করি, ইভেন্টে অংশগ্রহন করার সুযোগ করে দেওয়ার জন্য।আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।



1633839961753-01.jpeg

রঙিন কাগজের ওয়ালমেট
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/putty.heavier.bathhouses

উপকরন

  • রঙিন পেপার
  • আঠা
  • কাঁচি
  • পুতি
  • স্কেল

কাজের ধারা



1633840445472-01.jpeg

1633840464351-01.jpeg

1633840262181-01.jpeg


ধাপঃ-১ঃপ্রথমে সাদা কাগজ সমান করে কেটে গোল করে নিতে হবে।গোল করার পর আঠা লাগাতে হবে যেনো খুলে না যায়।তারপর এই গোল করা কাগজ দিয়ে মূল ফ্রেম তৈরি করতে হবে।



1633840419124-01.jpeg

1633840389809-01.jpeg


ধাপঃ-২ঃগোলাপি বর্ণের কাগজ কেটে লাভ বানাতে হবে।এর মধ্যে তিনটা একই মাপের হতে হবে।আরেকটা একটু বড় করে বানাতে হবে।



1633840152218-01.jpeg


ধাপঃ-৩ঃযে লাভ বানিয়েছি তার সাথে সাদা কাগজ গোল করে আঠা দিয়ে লাগিয়ে নিই।



1633840339868-01.jpeg

1633840322207-01.jpeg


ধাপঃ-৪ঃএরপর আবার গোলাপি রঙের কাগজ দিয়ে ফুল বানাতে হবে।ফুলগুলো সব একই মাপের হতে হবে।



1633840239139-01.jpeg

1633840216953-01.jpeg


ধাপঃ-৫ঃগোলাপি বর্ণের ফুলের উপর আঠা দিয়ে পুতি সংযুক্ত করে নিতে হবে।



1633840375895-01.jpeg

1633840358264-01.jpeg

ধাপঃ-৬ঃসাদা পেপার কেটে দুইটি ফুল বানাতে হবে।



1633840197150-01.jpeg

1633840177987-01.jpeg

ধাপঃ-৭ঃসাদা ফুলের উপর আঠা দিয়ে পুতি সংযুক্ত করে নিতে হবে।



1633840090935-01.jpeg


ধাপঃ-৮ঃএরপর মূল ফ্রেমের সাথে লাভ আঠা দিয়ে আটকাতে হবে।এমন ভাবে আটকাতে হবে যেনো খুলে না যায়।



1633839961753-01.jpeg


ধাপঃ-৯ঃমূল ফ্রেমের সাথে সব গুলো ফুল সংযুক্ত করে নিতে হবে।এমন ভাবে আঠা দিয়ে আটকাতে হবে যেন ভালো ভাবে আটকিয়ে থাকে।হয়ে গেলো আমার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।এখন দেয়ালে ঝুলানোর পালা।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার তৈরি ওয়ালমেট চমৎকার হয়েছে। বিষেশ করে কালার কম্বিনেশন অসাধারন। লালের মাঝে সাদা অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ মামা।।❤️❤️❤️

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে। ফুল গুলো অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর হয়েছে ভাইয়া।

 3 years ago 

বাহ আপনার ওয়ালমেট টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সুন্দর কমেন্টস করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

বাহ্ অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি ওয়ালমেটটি । কাগজ দিয়ে কিভাবে একটি ওয়ালমেট তৈরি করতে হয় সেটি আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক ভালো লেগেছে। সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দরভাবে ওয়ালমেটটি তৈরি করেছেন।খুব ভালো হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ

আপনার ডাই পোস্ট টি খুব সুন্দর লাগছে। এটার মধ্যে দিয়ে আপনি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।লাল রঙিন কাগজ গুলো ফুটে উঠেছে। শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

কাগজ দিয়ে কিভাবে একটি ওয়ালমেট তৈরি করতে হয় সেটি আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক ভালো লেগেছে।এটার মধ্যে দিয়ে আপনি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য।ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️❤️।

 3 years ago 

সুন্দর হয়েছে ভাইয়া আপনার ওয়ালমেটটি। ধাপে ধাপে দেওয়াটাও সুন্দর হয়েছে।করতে করতেই আরো বেশি ভালো হবে আপনার কাজ।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর হয়েছে আপনার ওয়ালমেটটি। লাল রঙিন কাগজ গুলো ফুটে উঠেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ❤️❤️

 3 years ago 

এ ধরনের ওয়ালমেট বানানো আসলে অনেক কষ্টকর ব্যাপার। আপনি বেশ সুন্দরভাবে বানিয়েছেন। আমার কাছে ভালো লেগেছে আপনার ওয়ালমেট টি। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

 3 years ago 

সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64364.24
ETH 3416.30
USDT 1.00
SBD 2.48