প্রসঙ্গ:- বড় ভাইয়ের জন্মদিন উদযাপন //আমার বাংলা ব্লগ//10% to @shy-fox

হ্যালো বন্ধুরা,

আমি মো : আশিকুজ্জামান আশিক। বাংলাদেশ থেকে আপনাদের মাঝে।সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা "আমার বাংলা ব্লগ" কমিউনিটি সকল ভাই ও বোনেরা এবং এই কমিউনিটির সকল মডারেটর এবং ফাউন্ডার। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে।

CollageMaker_20211214_205028166.jpg

তো বন্ধুরা আজকে আবারো চলে আসলাম আপনাদের মাঝে আমার কাটানো একটি সুন্দর মুহূর্ত নিয়ে। আজকে সকাল থেকেই দিনটা একটু বোরিং যাচ্ছিল। সারাদিন বাসায় বসে বসে একা একা কিছু ভালো লাগছিলো না। তো বিকেল বেলা বাইরে গেলাম একটু ঘোরার জন্য আর মনটা ফ্রেশ হওয়ার জন্য।গিয়ে বন্ধু এবং বড় ভাইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে একজন বলে উঠল আজকে তোর রাব্বি বড় ভাই এবং কলিজার ভাইয়ের জন্মদিন। ওই ভাইয়ের সঙ্গে অনেক ভালো সম্পর্ক ছিল আমার কিন্তু আমি নিজেই জানিনা যে আজকে তার জন্মদিন। পরে আমার খেয়াল হলো যে জন্মদিন তার। তারপর দেখি তার বন্ধুরা তার জন্য কেক নিয়ে এসেছে কাটাবে বলে। তো আর কি আমি ভাইকে কল দিয়ে ডাকলাম আর শুভেচ্ছা জানালাম।

CollageMaker_20211214_205318021.jpg

তবে একটা বিষয় খুব হাস্যকর ছিল তার এবং তার ছেলের একই দিনে জন্ম। এটা প্রথম থেকেই জানতাম বিষয়টা অনেক কৌতুহলী কারণ যে বাবা ছেলের একই দিনে জন্মদিন। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে মাঝে মাঝে হাসি-ঠাট্টা হত যে বাবা ছেলে একদিনে জন্ম নিয়েছিস তোরা। যাই হোক হঠাৎ করে শোনার পর তার জন্মদিনের গিফট দেওয়ার মতো কাছে তখন টাকা ছিল না তাই ভাবলাম কালকেই দেওয়া যাবে আজকে উদযাপন টা তো করি। তারপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়ে গেলাম সেখানে গিয়ে বড় ভাইয়ের এবং তার ছেলের জন্মদিন উদযাপনের জন্য। সেখানে অনেক বড় বড় ভাই এবং তার বন্ধুবান্ধবরাও এসেছিল।

IMG_20211213_213124.jpg

কমবেশি তাদের সবার সঙ্গে আমার পরিচয় ছিল। তারপর আর কি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম এবং সেই কেকটা কাটলো। তার এক বন্ধু তার মুখ কেক দিয়ে ভরিয়ে দিদিয়েছিল।

CollageMaker_20211214_205612468.jpg

অনেক হাসির একটা হল আড্ডা হলো সবাই মিলে একসাথে জমজমাট ভাবে। তাহলে এত জন একসাথে হলে একটু আড্ডা টা বেশি হয়। অবশেষে কেক কেটে সাবার কেক খাওয়া শেষ।

IMG_20211213_213458.jpg

ভাই ও আয়োজন করেছিল ভালোই। তারপর বিরানি অর্ডার দিয়েছিল। আমরা সবাই মিলে বসে আবার ভালোই খাওয়া দাওয়া হল। বিরানিটা খেতে ভালই ছিল। খেতে খেতে আবার সবাই মিলে আড্ডা।

CollageMaker_20211214_210012818.jpg

দুই আড়াই ঘন্টা কিভাবে যে বিয়ে হয়ে গেল তা বুঝতেই পারলাম না। সারাদিন সময়টা খারাপ কাটিয়েও মনে হচ্ছে যে যাক দিনটা অনেক সুন্দর এবং ভালো গেল। তারপর খাওয়া-দাওয়া শেষ সবাই নিচে এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই যে যার বাসায় চলে গেল। আমিও ভাই এর সাথে কিছু কথা বলে অবশেষে চলে আসলাম।

এই ছিল বন্ধু আজকে আমার কাটানো একটি সুন্দর মুহূর্ত। আশা করি আপনাদের সাথে পরিপূর্ণ ভাবে শেয়ার করতে পেরেছি। যা আমার কাছে ভালো লেগেছে। আপনারা যে যেখানে আছেন ভাল থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো। আর আমার এই পোষ্টে যদি কোন ভূল-ত্রূটি থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন।

Device: Radmi note 8
Click: @md-ashik
Edit: College Maker
Location

আমি কে

IMG_0028 (1)-01.jpeg

আমি মো: আশিকুজ্জামান আশিক।বাংলাদেশ থেকে। আমি একজন ছাত্র। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করি।আমি সব সময় কথায় না কাজে বিশ্বাস করি।আর আমি স্বাধীন প্রিয় মানুষ।মনের বিরূদ্ধে কোনো কাজ করি না।নতুন নতুন বিষয় জানতে ও শিখতে খুব আগ্রহী আর নতুন কোন কিছু শিখতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে।আমার সখ বই পড়া,গান শুনা এবং ঘোরাঘুরি যা আমার বেশ ভালো লাগে।

আমার বাংলা ব্লগ ফ্যান🥰

Sort:  
 3 years ago 

আপনার পোস্টটি পড়ে সত্যিই খুব ভাল লাগল। দেখে বোঝাই যাচ্ছে আপনি খুব সুন্দর ভাবে উপভোগ করেছেন। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69218.33
ETH 2488.39
USDT 1.00
SBD 2.53