ছোট গল্প ও কবিতা [বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ] ||10% beneficially to @shy-fox
হ্যালো বন্ধুরা,
আমি আশিক। ইউজার আইডি @md-ashik। প্রথমেই সকলকে জানাই "আমার বাংলা ব্লগ" কমিউনিটি সকল ভাই ও বোনেরা এবং এই কমিনিটির সকল মডারেটর এবং ফাউন্ডারদের বুক ভরা ভালোবাসা। সবাইকে আমার সালাম- আসসালামু আলাইকুম।আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে।
আজকে আমি আশিক।আপনাদের মাঝে একটি ছোট্ট গল্প এবং বাস্তবতা শেয়ার করব, গল্পটির নাম হলো বাবা। বাবা কথাটা বললেই যেনো মনের মধ্যে অদ্ভুদ শান্তি চলে আসে। আসলেই বাবা রা কোনদিনও ভালোবাসি কথাটা বলতে জানেনা করতে জানে।
তো চলুন শুরু করা যাক,
এখানে ব্যবহৃত ছবিগুলো গুগোল pixabay কপিরাইট ফ্রি ছবি।
বাবা কথাটার মূল্য অনেক। যা আমরা বেঁচে থাকতে কখনোই তাদের নিতে পারিনা। বাবা ছোটবেলা থেকে তার হাত ধরে এই দুনিয়া দেখা। সে যেন এক অন্যরকম ভালোবাসা যে গোটা দুনিয়া তার চোখ দিয়ে দেখায়। সবকিছু নির্বিশেষে সে আমাদের এই দুনিয়ায় জ্বলতে সাহায্য করে আর পথ ও মানুষ চেনাই। একজন বাবা তার ছেলের জীবনের এক জন সুপারহিরো।
বাবারা দিন নাই-রাত নাই শুধু কাজ ও পরিশ্রম করে যায় একটাই আশাই যেন তাদের ছেলে-মেয়ে সুখে শান্তিতে থাকতে পারে।তারা কর্কশ, তারা রাগী তারা খারাপ তার একটাই কারণ সে আমাদের পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসে। বাবাদের ভালোবাসা পৃথিবীর সবথেকে নিরব এবং স্বার্থহীন ভালোবাসা। এই ব্যস্তময় পৃথিবীতে কেউ আপনার একবার খোঁজ নেবে না স্বার্থ ছাড়া। স্বার্থ দিয়ে যেন ভরে গিয়েছে সারা পৃথিবী। কেউ একবার নিঃস্বার্থভাবে খোঁজ নেই না যে খেয়েছিস বা ভালো আসিস তুই। কিন্তু বাবারা নিঃস্বার্থভাবে খুজবে যে তার ছেলেরা কি করছে, কি খাচ্ছে এবং কেমন আছে। বাবা বেঁচে থাকতেই আমরা কখনোই কেউ মূল্য দিতে পারিনা। সে আমদের মাথার উপর ছাতা হয়ে থাকে ।আমরা তাকে গুরুক্ত দেয় না কারন সে তো খারাপ সে আমাদের সাথে খারাপ ব্যবহার করে রাগী হয়ে থাকে,--অসল অর্থ দেখলে বোঝা যাবে যে সে আমাদের কতটা ভালোবাসে।সে আমদের অসৎ সঙ্গ থেকে দূরে রাখতে চাই।পৃথিবীর কেউ আপনাকে 10 টাকা দিবেনা গিয়ে একবার দেখতে পারেন। শুধু বাবারাই সারা জীবন আপনাকে টানতে প্রস্তুত কারণ হলো সে যে বাবা।
বাবা আসে যে বড় ধন, থাকিলে এজিবনে বুঝিবে না,
না থাকলে বুঝিবে তাই সময় থাকতে ভালোবাসো।
বাবা নিয়ে ছোট্ট একটি কবিতা লেখার চেষ্টা জানিনা ভালো হয়েছে কিনা,
বাবা কেওহ আর নেই না খোঁজ তোমাহারি মত।
কেওহ বলে না বাবা খেয়েছিস কি তুই।
স্বার্থ ছাড়া কেওহ নেয় না খোঁজ
যেহ ভালো আছিস কিহ তুই।
বাবা আজ যেন বড্ড মিস করিতেছি তোমায়
কেউ আর রাগিহা বলে না যাহ..পড়তে বস।
বলেনা আর কেউহ সন্ধ্যায় ফিরবি বাসায় তারাতারি।
বাবা তুমিই রাগী তুমিই খারপ
তবুও ছিলে জীবনের শ্রেষ্ঠ আশহা।
তোমায় ছাড়া আজও যেনো দুনিয়া লাগে বড় একা
বাবা বড্ড মিস করি তোমায় আজ
তুমি আছো ওপারে আমি আছি এপারে
এই স্বার্থপর দুনিয়াতে।
পকেট যদি থাকেহ টাকা
খোঁজ নিবে সবাই বলবে হে তুই আমার ভাই।
যেদিন পকেটের টাকা শেষ হইয়া যাবে
সেদিনই চেনা যাবেহ দুনিয়ারি এই আসল রুপ।
অনেক খারাপ ব্যবহার করিয়াছি জানি তোমারি সাথে
তুমি নেই বলিহা বুঝতে পারিতেছি সবকিছুই আজ
একটা কথায় তোমাকে কখনোই বলা হয়নি
শুধু তোমারই সাথে করেছি খারাপ ব্যবহার
অনেক কষ্ট দিয়েছি তোমায় জানিনা
কোন ক্ষমা হবে কিহ আমার
শুধু একটা কথা চিৎকার করে বলতে চাই
বাবা আমি তোমায় ভালোবাসি।
বড্ড ভালোবাসি তোমায়।
বাবা সে যেন প্রত্যেকটা ছেলের জীবনে একজন সুপার হিরো। সে কখনোই আমাদের বুঝতে দেইনি সে যে কতটা কষ্টে আছে। আকাশ ভরা রোদ আকাশ ভরা বৃষ্টি-মেগ সবকিছু নিয়ে চলেছে আমাদের মাথার উপর ছাতা হয়ে। একটা জিনিস যুগের পর যুগ ব্যবহার করেছে। একবার শুধু বলার দরকার ছিল বাবা-মা এটা লাগবে। সে যেন মুহুর্তের মধ্যে হাজির। অনেক কষ্ট দিয়েছি তোমায় জানিনা এ ক্ষমা কি হবে আমার তুমি যেখানে আছো ভালো থাকো দোয়া করি সব সময়।
বন্ধুরা একটা কথাই বলবো যে বাবাদের মনে কখনো কষ্ট দিবেননা। তারা যা বলে মেনে নেওয়ার চেষ্টা করবেন। আজ আমার বাবা-মা নেই আমি বুঝি সে থাকলে কি হত,হয়তো কোন কিছুর অভাব নেই তবুও একটা বুকের খালি জায়গা রয়ে যাবে যে জীবনে কি জানো নেই।
সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন। আমার বাংলা ব্লগ কম্মুনিটি সকলের প্রতি ভালোবাসা অবিরাম। আমার পোষ্টে যদি কোন ভূল-ত্রূটি থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন।
আর আপনার লেখার ভিতর কিছু ভুল আছে ভাইয়া এগুলোতো কারেকশন করে নিবেন
আপনার গল্পটা পড়ে ভালো লাগলো যাইহোক আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া আপনার মন্ত্যেবের জন্য।আর বানান গুলো ঠিক করে নিবো।
অসম্ভব সুন্দর একটি পোস্ট করেছেন ভাইয়া। আমার এক বন্ধু খুব ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে। ওকে দেখলে বোঝা যায় বাবা নামের বৃক্ষ টা আসলে কত জরুরী। ও এখন ও ওর বাবার রেখে যাওয়া মানিব্যাগটা ইউজ করত। মানিব্যাগটা কিছুদিন আগে ছিড়ে গেছে বলে আর ব্যবহার করতে পারে না।কিন্তু তারপরও সেটা ও ফেলেনি। যত্ন করে রেখে দিয়েছে। মাঝে মাঝে ওর কথা শুনে বুঝতে পারি ও ওর বাবাকে খুবই মিস করে। সকল বাবাদের উদ্দেশ্যে বলতে চাই যেটা কোনদিন বলা হয়নি।
জি ভাইয়া বাবা না থাকার কষ্টটা অনেক।যায় নেই সে শুধু বুঝতে পারে তার কতটা কি নেই । ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য