১০ স্টিম পাওয়ার আপ
হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।
প্রচন্ড ঠান্ডা প্রতিনিয়ত জানান দিচ্ছে এখন পৌষ মাস চলছে। সকাল সন্ধ্যা মাত্রাতিরিক্ত কুয়াশায় চারিদিক ঢেকে থাকে সামান্য দূরেও ঠিক মত দেখা যায় না। অতিরিক্ত ঠান্ডার কারণে হাত-পা খুলে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবুও যেতে হয় বাইরে প্রতিদিন কাজের জন্য। সমস্যা হচ্ছে কুয়াশার মাঝে রাত্রে বাইক চালানো খুব কষ্টকর হয়ে যায়।
যাইহোক কষ্টের মাঝেও মনে আনন্দ নিয়ে আজ ১০ স্টিম পাওয়ার আপ করতে চলেছি। পাওয়ার আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আজ থেকে টার্গেট ডিসেম্বর সিজন -৩ যাত্রা শুরু করলো। অনেকের মত আমি নিজেও আমার লক্ষ্য পূরণ করতে পারিনি। মার্কেট স্বাভাবিক থাকলে হয়তো লক্ষ্য অর্জন সম্ভব হত। সকল প্রতিকূলতা পেরিয়ে আবারও চেষ্টা করব লক্ষ্য অর্জন করতে।
এটা আমাদের সকলের কাছেই পরিষ্কার যে স্টিমিট প্লাটফর্মে দীর্ঘমেয়াদে কাজ করতে হলে পাওয়ার আপ কতটা জরুরী। সে কারণে নিজের আইডির সক্ষমতা বাড়াতে সপ্তাহে একদিন হলেও পাওয়ার আপ করবো। পাওয়ার আপ করতে পরিমাণের দিকে না তাকিয়ে ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন। আসুন পাওয়ার আপ করি আর নিজেকে সমৃদ্ধ করি।
আমার ওয়ালটে খুব সামান্য পরিমাণে লিকুইড স্টিম রয়েছে। পরিমাণ যত নগণ্যই হোক না কেন পাওয়ার আপ করাটা জরুরী। তাই আমার ওয়ালেটে যে পরিমাণ লিকুইড স্টিম আছে সেখান থেকে ১০ স্টিম পাওয়ার আপ করব। এখন পাওয়ার আপ প্রক্রিয়ার দিকে যাচ্ছি।
পাওয়ার আপ প্রক্রিয়ার জন্য প্রথমে একটিভ কী দিয়ে লগইন করে নিয়েছি। তারপর স্টিম এর উপর ক্লিক করে power up সিলেক্ট করব। এখন power up অপশনে ক্লিক করলে একাউন্টের ঘর আসবে। এখানে যে পরিমাণ স্টিম পাওয়ার আপ করব সেটা লিখতে হবে।
আমি যেহেতু ১০ স্টিম পাওয়ার আপ করব তাই এমাউন্টের ঘরে ১০ লিখেছি। এখন power up অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাব
power up অপশনে ক্লিক করার পর ok অপশন আসবে। এখন ok অপশনে ক্লিক করে পাওয়ার আপ সম্পন্ন করব।
ok অপশনে ক্লিক করে পাওয়ার আপ সম্পন্ন করেছি। পাওয়ার আপ সম্পন্ন হয়ে যাওয়ার পর আমার ওয়ালেটে লিকুইড স্টিম আছে ০.৫৯০ স্টিম এবং স্টিম পাওয়ার হয়েছে ১৩৬৫.৪৫৬ স্টিম।
টার্গেট ডিসেম্বর সিজন -৩ এর প্রথম দিনে কোন পরিকল্পনা ছাড়াই পাওয়ার আপ করেছি। পরবর্তীতে চেষ্টা করব নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমার ইচ্ছা আছে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে ১০০ স্টিম পাওয়ার আপ করব। আগামী ডিসেম্বরের মধ্যে যেন ডলফিন হতে পারি নিজের কাছে এই প্রতিজ্ঞা করছি।
বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে খুবই চমৎকারভাবে আপনার সক্ষমতা বৃদ্ধি করে নিলেন ভাইয়া। এ ধরনের প্লাটফর্মে দীর্ঘমেয়াদি ভাবে টিকে থাকার জন্য আমাদের সকলেরই উচিত নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে নেয়া। এরই মধ্য দিয়ে আপনি ১৩৬৫ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন।
ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।
আপনি ডিসেম্বর সিজন-৩ শুরু করে দিলেন যা দেখে খুবই ভালো লাগলো। আসলে এই উদ্যোগ নেয়ার কারণে অনেক উপকার হয়েছে। কারণ আমাদের যতো পাওয়ার আপ করছি ততো শক্তি বৃদ্ধি হচ্ছে। শুভ কামনা রইল আপনার জন্য।
নিজেদের আইডি সমৃদ্ধ করতে চাইলে পাওয়ার আপের কোন বিকল্প নাই।
ধন্যবাদ আপনাকে।