You are viewing a single comment's thread from:

RE: ভারতের এক মহান শিল্পপতি -যিনি আমার আদর্শ ও সবচেয়ে বড় অনুপ্রেরণা।।১৪ জুন ২০২২।।

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা একদম ঠিক বলেছেন উনার মত মহৎপ্রাণ শিল্পপতিরা সবসময় আমার হয়ে থাকেন। আমি এর আগেও একবার রতন টাটা ও মুকেশ আম্বানির ব্যবসার পার্থকের কথাগুলো পড়েছিলাম। একজন জনহিতকর কার্যাবলী নিয়ে ব্যাস্ত আর অপরজন বিলাসিতায় মত্ত। আর আপনার মত মানুষের পক্ষে প্রথমজনের আদর্শকেই বেছে নেওয়া স্বাভাবিক।

"একটাই তো মন আর কতবার জিতে নেবেন।"

খুব ভালো লেগেছে দাদা এই উক্তিটি। আসলে মানুষের জন্য ভালো করার ইচ্ছা শক্তিটা ঈশ্বর প্রদত্ত আমি মনে করি। সেই ইচ্ছা শক্তিটা আপনার মধ্যেও প্রবল আর তাইতো আপনাকেও বলতে চাই--
একটাই তো মন আর কতবার জিতে নেবেন।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 121139.44
ETH 4318.31
USDT 1.00
SBD 0.78