চিকিৎসা নিতে এসে কিছু মুহূর্তের ফটোগ্রাফি || 10% বেনিফিশিয়ারি প্রিয় shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

Picsart_22-02-07_14-53-15-588.jpg

বেশ কয়েকদিন আগে হঠাৎ একটা ঝটিকা সফরে রংপুরে গিয়েছিলাম উদ্দেশ্য দীপ আই কেয়ার। এটি রংপুরের দর্শনা মোড় থেকে বুরাঘাট রোডে অবস্থিত। আমার শাশুরির চোখ অপারেশনের জন্য কোন প্রোগ্রাম ছাড়াই। মানে পূর্বপরিকল্পনা না থাকার কারণে খুব এলোমেলো ভাবেই যেতে হয়েছিল। যাওয়াটা কর্তব্য ছিল কারণ আমাদের প্রত্যেকের জীবনেই ব্যক্তিগত কাজের ব্যস্ততার মাঝে আরো অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। আমাদের পরিবারের সকলের ভালো মন্দ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পরিবারের একজন ভালো কিছু করলে যেমন আমরা সবাই আনন্দিত হই উদযাপন করতে ভুলিনা ঠিক তেমনি কারো বিপদে বা খারাপ সময়ে পাশে না থেকেও পারিনা। তাই আমিও এর ব্যতিক্রম নই আমাকেও যেতে হয়েছিল তাদের পাশে শত ব্যস্ততাকে পাশ কাটিয়ে।

20220124_112932.jpg

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A 10
লোকেশনকাউনিয়া,রংপুর
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

তার আগে ছোট করে কয়েকটা কথা না বললেই নয়। আমাদের দেশে প্রতিদিন অনেক লোক মারা যায় রোড অ্যাকসিডেন্ট এর মাধ্যমে। আর এই রোড অ্যাকসিডেন্ট এর অন্যতম কারণ হচ্ছে ওভারটেকিং। মানুষ এটা বুঝতে চায় না সময় এর চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একটু অসর্কতার কারণেই আমাদের প্রত্যেকের জীবনে অনেক বড় বিপদ নেমে আসতে পারে। ভাগ্যিস আমি সামনের সিটে বসেছিলাম ড্রাইভার সাহেবকে বারবার সাবধান করছিলাম ওভারটেকিং না করতে।

20220124_114241.jpg

20220124_114255.jpg

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A 10
লোকেশনদর্শনা,রংপুর
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

দীপ আই কেয়ারে আমি আগে কখনও যায়নাই লোকমুখে শুনেছি সেখানে ভালো ট্রিটমেন্ট দেয়া হয়। আমরা যখন গেটের সামনে আসলাম গেট দেখেতো আমার পছন্দই হলনা আস্তে আস্তে যখন ভিতরে ঢুকলাম তখন আমার থিংকটাই বদলে গেলো।

20220124_114420.jpg

20220124_114338.jpg

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A 10
লোকেশনদর্শনা,রংপুর
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

ভিতরের পরিবেশ দেখে আমার খুব ভালো লাগলো। এখানে চিকিৎসা প্রদানের পাশাপাশি ইনস্টিটিউট করা হয়েছে। এখানকার শোভা বর্ধনের জন্য বিল্ডিংয়ের পাশে লতা জাতীয় অনেক উদ্ভিদ লাগানো হয়েছে। যারফলে এর সৌন্দর্য্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

20220124_115015.jpg

20220124_114516.jpg

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A 10
লোকেশনদর্শনা,রংপুর
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

হাসপাতালের একেবারে সামনের দিকের অংশটা বেশ খোলামেলা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো নোংরা নাই। সার্বিক ব্যবস্থাপনা আমার ভালই মনে হল রিসিপশনে যাওয়ার আগেই আমাদের সাহায্য করার জন্য একজন চলে আসলো। যেহেতু আমাদের ছানি অপারেশন এবং লেন্স লাগানো তাই অন্য কাউন্টারে নিয়ে গেলো।

20220124_115143.jpg

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A 10
লোকেশনদর্শনা,রংপুর
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

তারপর এখানে লেন্স এর অর্ডার দিয়ে ডাক্তার চেম্বারের দিকে চলে গেলাম। যেহেতু আমরা কিছু টেস্ট আগেই করে নিয়ে এসেছিলাম তাই কাজটা একটু সহজ হয়েছে। চেম্বার থেকে বের হয়ে এসে বিভ্রান্তিকর অবস্থা কিছুক্ষণ আগেও সবকিছু নরমাল ছিল আর এখন বিপি অনেক বেশি অপারেশন হবেনা। ডাক্তার সাহেব সিদ্ধান্ত জানালেন কেবিনে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর আবার বিপি চেক করা হবে নরমাল হলে তারপর অপারেশন হবে। বয়স্ক মানুষ অতিরিক্ত টেনশনের কারণে এই অবস্থা আজ সকালেও রওনা দেয়ার আগে সবকিছু ঠিকঠাক ছিল।

20220207_154913.jpg

20220125_122525.jpg

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A 10
লোকেশনদর্শনা,রংপুর
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

কোনো উপায় নাই ডাক্তারের পরামর্শ মোতাবেক ৪র্থ তলায় উঠে গেলাম এখানকার সার্বিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থা দেখে আমি সত্যি মুগ্ধ। যেহেতু পিপিই ছাড়া এখানে প্রবেশ নিষেধ তাই পেশেন্ট কে কেবিনে রেখে ওয়েটিং রুমে অপেক্ষা করছি। ওয়েটিং রুমের জানালা দিয়ে বাইরে চোখ পড়তেই মনের ভিতরটা দোলা দিয়ে উঠলো। মুহূর্তেই সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলে মনটা চনমনে হয়ে উঠলো। কত হবে দুপুর দুইটা থেকে আড়াইটা রোদ নেই কিন্তু হালকা আলোর ঝলকানি সাথে হালকা কুয়াশা। প্রকৃতি যেনো অন্যরকম এক বর্ণিল সাজে সজ্জিত হয়েছে দেখে মনটা জুড়িয়ে গেলো।

20220125_122508.jpg

20220125_122443.jpg

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A 10
লোকেশনদর্শনা,রংপুর
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

আমি আগেও বলেছিলাম অনেক সময় বিভ্রান্তিকর ঘটনাগুলোর মাঝেও কিছু কিছু ভালো লাগার বিষয় আছে যেগুলো স্মরণীয় করে রাখার মত। আমার কথাগুলোর সাথে আপনারা একমত না হতেও পারেন ভাবতে পারেন হাসপাতালে আবার কিসের ভালোলাগা। আসলে প্রকৃতির এমন সৌন্দর্য্য দেখে ভালো না লেগে উপায় নাই। যাইহোক কিকুক্ষণ পর ডিউটি ডাক্তার এসে খবর দিল অপারেশন করা যাবে।
মনে মনে একটু খুশিই হলাম কারন আমি যে পেশার সাথে নিয়োজিত সেখানে ছুটি খুব কম আর এম স্যারকে বলে আসছি। আজ ও টি না হলে থাকতেই পারতামনা দিনশেষে ভালই হলো অপারেশন শেষে একসাথে বাড়ি ফিরতে পারব। মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করছে অসুস্থ শাশুড়ি মায়ের পাশে থাকতে পেরেছি তার সুচিকিৎসা নিশ্চিত করতে পেরেছি। সেজন্য মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া।
আমাদের সকলের উচিত বৃদ্ধ বয়সে বাবা মায়ের পাশে থাকা,তাদের সেবা যত্ন করা এবং বেশি বেশি সময় দেয়া। যেটা আমরা অনেকেই করতে পারিনা নিজেদের কর্মব্যস্ততার জন্য কিন্তু তারপরেও দিনশেষে আমাদের ভাবতে হবে বাবা মা কখনো ভালোবাসতে কমতি করে নাই, বলে নাই আমার সময় নাই।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায়। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। চিকিৎসা নিতে গিয়ে ভালো কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফিগুলো দেখেই বুঝা যাচ্ছে আপনি খুব ভালো ফটোগ্রাফি করেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

আমার পোস্টে আসার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন তা দেখে বোঝা যাচ্ছে। অনেক দূর থেকে অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি গুলো করছেন বলে অনেক সুন্দর দেখাচ্ছে। আমার কাছে অনেক ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো। শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্যও।

 2 years ago 

এটা কিন্তু ঠিকই বলেছেন প্রকৃতির এমন সৌন্দর্য দেখলে সত্যিই খুব ভালো লাগে। আর হাসপাতালে গিয়ে ও আপনি অনেক গুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। তাছাড়া আপনার শাশুড়ি মায়ের চিকিৎসা খুব তাড়াতাড়ি করে ফিরতে পারবেন জেনে খুবই ভালো লাগলো। আশা করব উনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন। এরকম মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

দোয়া করবেন। আপনাকে ধন্যবাদ আমার পোস্টে আসার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 55214.91
ETH 2471.87
USDT 1.00
SBD 2.24