একতাই বল ||10% beneficiary to @shy-fox||steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

team-spirit-2447163_1920 (1).jpg

source

মানুষ সমাজবদ্ধ জীব তাই আমরা কখনো একা থাকার কথা কল্পনাই করতে পারিনা। আদিম যুগ থেকে মানুষেরা পরিবার ও সমাজ নিয়ে ছোট ছোট গোত্রে বসবাস করত। সমাজে আমরা একে অপরের পরিপূরক। একজনের বিপদে অপরজন সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসে। সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। আমাদের পরিবার ও সমাজের মধ্যে একতাবদ্ধ হয়ে থাকা অত্যন্ত জরুরী।

প্রথমত আমাদের পরিবারের কোথাই ধরা যাক। আমাদের পরিবারের মধ্যে যদি একতাবদ্ধ না থাকে, একে অপরের প্রতি নির্ভরশীলতা না থাকে। তাহলে খুব সহজেই তৃতীয় পক্ষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। পরিবারের সদস্যদের মধ্যে যদি বোঝাপড়া ভালো থাকে তাহলে কখনোই সেখানে কৃতপক্ষ প্রবেশ করতে পারে না। কারণ বাইরের কেউ একজন সব সময় চাইবে পরিবারের মধ্যে ভাঙ্গন ধরাতে। যাতে করে সে নিজে ফায়দা লুটতে পারে। আজকাল আমাদের আশেপাশে মুখোশধারী ভালো মানুষের অভাব নেই।

কিন্তু পরিবারের লোকজন যদি নিজেদের মধ্যে একতাবদ্ধ থাকে। তাহলে কিছুতেই তৃতীয় পক্ষ সেখানে ক্ষতি করতে পারবেনা। আমরা সব সময় " একতাই বল" এই কথাটা ভুলে যাই। একটি লাঠি হাতে নিয়ে ভেঙে ফেলা খুব সহজ। কিন্তু যখন কয়েকটি লাঠি একত্র করে বেঁধে রাখা হবে তখন খুব সহজেই কিন্তু ভেঙ্গে ফেলা যাবে না। অনুরূপভাবে আমরা পরিবারের সকলে যদি একতাবদ্ধ হয়ে থাকি। তাহলে যে কোন প্রতিকূল পরিবেশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারবো। কোন অপশক্তি আমাদের নিজের তথা পরিবারের ক্ষতি করতে পারবে না।

এখন আমরা পরিবার থেকে বেরিয়ে আমাদের সমাজ ও দেশের কথা চিন্তা করি। যেমন করে পরিবারের মধ্যে আমরা সবাই একতাবদ্ধ হয়ে পরিবারকে রক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। ঠিক তেমনি আমাদের মাতৃভূমি কে রক্ষা করার জন্য দল মত নির্বিশেষে সকলকে একতাবদ্ধ হতে হবে। আমাদের কখনো এটা ভুলে গেলে চলবে না "একতাই" সর্বোৎকৃষ্ট পন্থা। আজ আমাদের দেশের কথাই চিন্তা করা যাক। বর্তন পরিস্থিতিতে আমাদের কারো মধ্যে কোন একাত্মতা নেই। যে যাকে পাচ্ছে ঘাড় মটকে দেয়ার পায়তারা করছে। আসলে এতে করে যে আমার নিজের তথা দেশের কত বড় ক্ষতি হচ্ছে এটা আমরা একবারের জন্যও ভাবি না। একজনের একার পক্ষে যে কাজটি অনেক বড় কঠিন কিন্তু সকলে মিলে চেষ্টা করলে অনেক সহজেই সেই কাজটি করা সম্ভব। একটি ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি।

20220903_162839.jpg
20220903_162816.jpg
20220903_162612.jpg

কয়েকদিন আগে শহর থেকে দূরে প্রত্যন্ত অঞ্চলের একটি মার্কেটে কাজ করতে গিয়েছিলাম। স্বাভাবিকভাবেই খুব সকালে বাড়ি থেকে বের হয়েছি। সেখানে পৌঁছতে আমার প্রায় দশটা বেজে গিয়েছিল। তো আমার কলিগকে সঙ্গে নিয়ে নির্ধারিত কয়েকটি জায়গায় পূর্ব নির্ধারিত কাজগুলো সেরে ফেললাম। তারপর কিছুক্ষণের মধ্যেই যোহরের আযান দিয়ে দিল। যোহরের নামাজ আদায় করে স্বল্প পরিসরে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করলাম। অল্প কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাকি কাজটুকু করার জন্য আমার কলিগকে নিয়ে বেরিয়ে পড়লাম।

পরে কাজটুকু মোটেও ঝামেলা মুক্ত ছিল না। তাই অল্প কাজ হলেও পুরো সম্পন্ন করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। শেষ বিকালে যখন কাজ শেষ করলাম। তখন মসজিদে গিয়ে দেখি আসরের নামাজ শেষ হয়ে গিয়েছে। তাই আমি অজু করে নিলাম একাকী নামাজ আদায় করার জন্য। যেমন চিন্তা অজু করে আসরের নামাজ শেষ করলাম। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে। তাই নামাজ পড়ে মসজিদে বসেই একটু বিশ্রাম নিচ্ছি। আমি যখন পিছন ফিরে বসলাম তখন দেখলাম মসজিদের বারান্দায় একটি টিকটিকি মরে পড়ে আছে।

বিষয়টা আমার কাছে খারাপ লাগলো। এত লোক নামাজ পড়ে গেল অথচ মরা টিকটিকিটা কারো চোখে পড়লো না ফেলে দেওয়ার জন্য। বসে বসে ভাবছি যাওয়ার সময় ফেলে দিয়ে যাব। ঠিক সেই মুহূর্তে আমার পাশ দিয়ে সারিবদ্ধ ভাবে কিছু পিপড়া চলে যেতে দেখলাম। আমি হয়তো মিনিট বিশেক সেখানে বসে ছিলাম। এরই মধ্যে কোথায় থেকে যেন পিঁপড়ার দল খবর পেয়ে গেল। আস্তে আস্তে বেশ কিছু পিঁপড়ার জমায়েত হলো। পিঁপড়ার তুলনায় টিকটিকি শারীরিক গঠন ও ওজন অনেক বেশি। একটি পিপড়ার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই মরা টিকটিকিটিকে টেনে তার নিজের আস্তানায় নিয়ে যাওয়া। কিন্তু অনেকগুলো পিপঁড়া যখন একত্রিত হল তখন অনায়াসেই টিকটিকিটাকে টেনে নিয়ে যেতে সক্ষম হল।

ছোট প্রাণী পিপঁড়ার কাছেও এক্ষেত্রে আমরা অনেক কিছু শিখতে পারি। পিঁপড়ার মত আমরা নিজেরাও যদি একতাবদ্ধ হয়ে থাকি। তাহলে অনেক বড় বড় কাজও অনায়াসেই করে ফেলতে পারব। পাশাপাশি আমাদের দেশের সর্বস্তরের লোক যদি একাত্মতা ঘোষণা করতে পারি। তাহলে আমরা খুব সহজেই উন্নতির শিখরে পৌঁছাতে পারব। একতাই বল এই কথাটি আমাদের অন্তরে লালন করতে হবে তবেই সম্ভব। আর যদি তা করতে না পারি তাহলে আমরা সবসময় সমাজের কাছে এবং বিশ্বের কাছে অবহেলিতই থেকে যাব।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Logo-1.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

একতাই শক্তি একতাই বল খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।। হয়তো সবাই দেখছে কিন্তু কেউই ফেলায়নি এটাও কিন্তু ঠিক নয়।। সঙ্গবদ্ধ জীবন বা সঙ্ঘবদ্ধ কাজ সবসময়ই সমৃদ্ধি এবং সফলতার দিকে অবশ্যই এগিয়ে নিয়ে যায়

 2 years ago 

দশের লাঠি একের বোঝা এই কথাটি আমরা ভুলে যাই।
অথচ আমাদের পরিবার, সমাজ তথা দেশের মধ্যে একতা নেই জন্যই আমরা এত ক্ষতির মুখে।

 2 years ago 

আসলে এখন আর কথা ঠিক একতাই বল আপনি যখন মসজিদে আসরের নামাজ পড়তে গিয়েছিলেন তখন অজু করে নামাজ পড়ার শেষে দেখতে পেলেন একটি টিকটিকি মরে রয়েছে। তারপরে তিনি ভাবলেন কিছুক্ষণ পরে যাওয়ার সময় আমি টিকটিকিটি ফেলে দেব তার বিশ মিনিট পরে দেখতে পেলাম সারিবদ্ধ অনেকগুলো পিপীলিকা একসঙ্গে টিকটিকি টাকে নিয়ে যাচ্ছে অনেকগুলো পিপীলিকা মিলে এক্ষেত্রেই বুঝতে পারলাম একটাই বল ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ছোট এই পিপঁড়ার কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41