কনফারেন্স ও ভোজনবিলাস // 10% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

গতরাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়েছিল সকাল ৫ টা ৩০ মিনিটে এলার্ম সেট করে দিয়েছিলাম। সকালে এলার্ম বাজতেই ঘুম ভেঙে গেলো কিন্তু মোবাইলটার উপর খুব বিরক্তি আসছিল কিছুতেই উঠতে ইচ্ছা করছিলনা। কোনরকমে চোখটা খুলে ফজরের সালাত আদায় করে তৈরি হয়ে রওনা দিলাম। সবমিলিয়ে অনেক ব্যস্ত একটা দিন অতিবাহিত করলাম সারাটাদিন কর্মব্যস্ততার মাঝেও আমার বাংলা ব্লগ পরিবারকে কি ভুলে থাকা যায়। তাই দিনশেষে একটু ব্যস্ততাকে পাশকাটিয়ে লিখতে বসলাম।

প্রতিবছর আমাদের বাৎসরিক কনফারেন্স নিয়মিতভাবে জানুয়ারি মাসে হয়ে থাকে। গত দুই বছর যাবত মহামারী করনার কারনে আমাদের কনফারেন্স বন্ধ ছিল। এই বছর না হওয়ারই কথা ছিল পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে বেশি জমায়েত না করে ২ থেকে ৩ টা রিজিওনকে নিয়ে কফারেন্স করা হবে।

Picsart_22-02-15_22-14-42-660.jpg

সেই মোতাবেক উত্তর বঙ্গের জন্য রংপুর শহরের আর ডি আর এস এর হলরুমে কনফারেন্স করার সিদ্ধান্ত হয়। সে উদ্দেশ্যেই আমাকে যেতে হয়েছিলো রংপুরে বাৎসরিক কনফারেন্সে উপস্থিত থাকার জন্য। সারাটাদিন টক মিষ্টি ঝাল কথা আর হইহুল্লোড় করে ভালো মজাই হয়েছে। আজ আমার সারাটাদিন আপনাদের মাঝে শেয়ার করছি।

20220214_142351.jpg20220214_092427.jpg
20220214_092408.jpg20220214_092300.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

রংপুর শহরের ধাপ জেল রোড ঠিক বাংলাদেশ ব্যাংকের মোড়ে আর ডি আর এস এর বিশাল স্থাপনা। গেট দিয়ে ভীতরে ঢুকতেই অসম্ভব ভালো লাগা কাজ করলো মুঠোফোনটা বের করে পটাপট কয়েকটা সেলফি নিলাম। এদিকে ৮ট ৩০ মিনিটে হলরুমে ঢুকতে হবে সকলের নাস্তা করে নিয়ে তারপর বাকি এজেন্ডা শুরু।

20220214_093148.jpg
20220214_093145.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

আমার টিমের সদস্যদের নিয়ে তড়িঘড়ি করে দুইটা সেলফি নিলাম। টিম মেম্বারদের নিয়ে আমাদের কাজ তাই ওদের বাদ দিয়ে কিছু করলে ওরা আবার বিগড়ে যাবে। আরে ভাই জীবনে কতকিছু মেইন্টেইন করে চলতে হয় তার কি কোনো লিমিট আছে।

20220214_093656.jpg
20220214_130155.jpg
20220214_125021.jpg
20220214_184707.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

তাড়াতাড়ি করে আমরা হলরুমে গিয়ে উপস্থিত হলাম ঠিক ৯ টার সময় সেলস ম্যানেজার স্যার এসে মিটিং আরম্ভ করলেন। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতাপাঠ দিয়ে মিটিংয়ের শুরু তারপর আস্তে আস্তে বাকি এজেন্ডা। উত্তম মধ্যম কিছু হলো কে কি করেছে কি করে নাই কি করলে ভালো হবে এই সবকিছু নিয়ে আলোচনা করতেই যোহরের আযান পড়ে গেলো। কিছুক্ষন পর নামাজ এবং দুপুরের খাবারের বিরতি আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। কারণ দ্রুত নামাজ শেষ করে টেবিলে যেতে হবে জানেনতো খাওয়ার আগে মারামারির পিছনে।

20220214_134259.jpg20220214_134227.jpg
20220214_133813.jpg20220214_133651.jpg
20220214_133636.jpg20220214_133630.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

নামাজ শেষ করে চটজলদি খাবার টেবিলে চলে গেলাম ডাইনিং রুমের পরিবেশটা বেশ ভালোই লাগলো সাজানো গোছানো। খাবারের মেনুতে কোনো কিছুর কমতি ছিলনা মোটামুটি আমি যাকিছু পছন্দ করি করি সবই ছিল। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম ভাবলাম একটু এদিক ওদিক ঘুরে দেখি। আসার সময় দৃশ্য গুলো খুব ভালই লেগেছিল কিন্তু সময়ের অভাবে দেখতে পারি নাই।

20220214_142632.jpg20220214_142606.jpg
20220214_142351.jpg20220214_142045.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

বাইরে বের হয়ে দৃশ্য গুলো খুব ভালই লাগলো একদম হলরুমের বাইরে এখন সেরকম লোকজন নাই তাই কয়েকটা সেলফি নিলাম। হাঁটতে হাঁটতে একটু পাশেই একটা লেক দেখতে পেলাম এক কথায় ওয়াও! সূর্য্য পশ্চিম দিকে হেলে গেছে তাই সূর্য্যর আলো পাশ থেকে গাছ এবং পানির উপর পড়েছে এককথায় অসাধারন।

20220214_142433.jpg20220214_142405.jpg
20220214_142057.jpg20220214_142053.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

শেষ বিকালে আরেকবার নামাজ ও চা চক্রের বিরতি পেয়ে প্রতিটা মুহূর্ত স্মরনীয় করে রাখার জন্য কিছু দৃশ্য ফ্রেমে বন্দী করার প্রয়াস। জানি এরপর আর সময় পাবনা একে রাত হয়ে যাবে তারউপর মোবাইলের চার্জ থাকবেনা। তাছাড়া শেষ বিকালের দৃশ্য গুলো দেখতে ভালই লাগছিলো।

সারাটাদিন অনেক ধকল গেলো মাথাটা একদম ধরে আসছিল মন চাইছে এককাপ কফি খেতে। তাই সার্ভিস বয়কে ডেকে ফুলকাপ কফি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। একদম সন্ধ্যার পড়ে মিটিংয়ের সমাপ্তি করা হয় যাইহোক শেষ ভালো যার সবভালো হয় তার কারন আমরা ভালোমতই ফিরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Sort:  
 2 years ago 

সর্বাত্মক সহযোগিতা ও উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। পোস্টটি পড়ে আমার খুব ভালো লেগেছে আপনি খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন।কনফারেন্স ও ভোজনবিলাস খুব অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফিও খুবই দুর্দান্ত হয়েছে। এত সুন্দর পোস্ট মাঝে মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে পোস্ট টি পড়ে কনফারেন্স এবং ভোজনবিলাসী ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য

 2 years ago 

হ্যা সময়গুলো ভালো ছিল আবার অনেক প্যারাও ছিল। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

জেনে খুব ভালো লাগলো শত ব্যস্ততার মাঝেও আমার বাংলা ব্লগ এর পরিবারের কথা আপনার স্মরণ রয়েছে এ জন্য আপনাকে ধন্যবাদ, আপনি বেশ সুন্দরভাবে বর্ণনা করেছেন আপনার এই দিনটিকে, ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে ভাল উপভোগ করেছেন এবং খাওয়া-দাওয়া ভালো হয়েছে। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

115.png

 2 years ago 

এখন মনে হয় দৈনন্দিন জীবনের ভালোলাগা সবকিছু শেয়ার করি কিন্তু অত সময় কোথায়। ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58225.92
ETH 3120.30
USDT 1.00
SBD 2.50