বন্যা কবলিত এলাকায় একদিন || ১০% বেনিফিশিয়ারি প্রিয় shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

মোবাইল ফোনটা হাতে নিয়ে পুরনো অ্যালবাম দেখতে দেখতে কিছু ছবি খুঁজে পেলাম। ছবিগুলো দেখে একটা ঘটনা বার বার মনের মাঝে উকি দিতে লাগলো। বেশ কয়েক বছর আগের কথা সম্ভবত ২০১৭ সালের আগস্ট/সেপ্টেম্বর মাসের দিকে হবে। আমরা সপরিবারে গ্রামে বেড়াতে গিয়েছিলাম সেবার খুব মজা হয়েছিল। আশেপাশে কোথাও গেলে নৌকায় করে যেতে হতো আসলে কখনো কখনো অপ্রত্যাশিত কিছু ঘটনাও স্মরণীয় হয়ে থাকে। সাধারণত প্রতিবছর বন্যার সময় আমাদের গ্রামে প্রচুর পানি হয় চারিদিকে পানি আর পানি। গ্রামের রাস্তাঘাট নিচু হওয়ায় বন্যার সময় সব পানিতে তলিয়ে যায় বাড়ি থেকে প্রধান সড়কে উঠতে নৌকার বিকল্প কিছু থাকে না। বন্যা প্রতিবছরেই মোটামুটি হয় তবে এবার একটু বেশি হয়েছে কারন রৌমারী উপজেলার পূর্বদিক এবং পশ্চিমদিক দিয়ে দুইটি নদী ও ব্রহ্মপুত্র নদসহ মোট তিনটি নদনদী প্রবাহিত।

Picsart_22-02-03_20-12-25-073.jpg

পশ্চিমদিক দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের বাঁধটি বেশ প্রশস্ত এবং মজবুত তাই অন্যান্য বছর বন্যা কম হলেও এই বাঁধটি ভেঙে যাওয়ার কারনে প্রায় সব বাড়িতে পানি উঠেছে। এখানে আমার গ্রামের বাড়িতে বন্যার পানি উঠার পরের কিছু চিত্র তুলে ধরলাম।

Picsart_22-02-03_15-21-40-869.jpg

20220202_231017.jpg

আমি বাড়ি থেকে বাইরে যাওয়ার আগে সামনে একদম শুকনা ছিলো ৩০-৪০ মিনিট পূর্বে সামনের দোকানে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। বাঁধ ভাঙ্গার খবর শুনে তাড়াতাড়ি বাসায় আসলাম এসেই দেখি সামনে এত পানি। বাসায় ঢোকার সময় সামনে থেকে তোলা অনবদ্য ছবি।

20220203_195402.jpg

20220203_195257.jpg

আগেই বলেছিলাম কিছু কিছু কষ্টের বিষয় থাকে যার মধ্য থেকেও ভালোলাগা খুঁজে পাওয়া যায়। তাইতো মোবাইল ফোনটা হাতে নিয়ে কিছু স্মৃতিবন্দি করে রাখার প্রয়াস।

20220203_195139.jpg

20220202_231039.jpg

পানি এতটাই বেশি হয়েছিল যে আমাদের উঠান থেকে ঘর বেশ উচু নাহলে ঘরেই ঢুকে যেত। উঠানের পানি কম করে হলেও ৩ ফুট পর্যন্ত উঠেছিল সেটা মুরগি থাকার ঘরটা দেখে বুঝতে পারছেন। এমন দুর্যোগের সময় মানুষের সাথে সাথে গবাদি পশু এবং হাস মুরগিরও অনেক কষ্ট হয়।

20220203_213125.jpg

20220203_213053.jpg

ভিতরে গিয়েছি একটু ফ্রেশ হয়ে আসলাম এসেই দেখি মেয়ের বায়না পানিতে নামবে আর ফটগ্রাফি নেবে। কিন্তু বন্যার পানি মানে রোগজীবাণু ভর্তি এই নামলে অসুস্থ হওয়া থেকে রক্ষা নাই। সুতরাং সতর্কতা অবলম্বন করেই শ্রেয় তাই পানির কাছে গিয়ে কিছু ফটোগ্রাফি নেয়ার চেষ্টা।

20220203_213146.jpg

কিন্তু এতটুুকুতে তার মন ভরলনা সে পানিতে নামবে কমকরে হলেও ছুঁয়ে দেখবে কি আর করা মেয়ের হাসি হাসি মুখটা দেখার জন্য আমাকে যাওয়ার অনুমতি দিতেই হলো। বন্যার পানি ধরতে পেরে সে তো মহাখুশি।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ ১০
লোকেশনরৌমারী,কুড়িগ্রাম
ছবিমাইদুল ইসলাম

বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি অন্য কোনদিন আরো কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62601.60
ETH 2452.46
USDT 1.00
SBD 2.64