ছুটির দিনে প্রশান্তির খোঁজে ধরলা নদীর পাড়ে সময় কাটানো ও কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_22-08-19_18-28-06-556.jpg

নানামুখী সমস্যার কারণে মানসিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। মনটা অনেক বিক্ষিপ্ত অবস্থায় আছে। সামনে কি হবে সেটা নিয়েও দুশ্চিন্তা কোন নয়। আবার নতুন করে কয়েকদিন থেকে প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। এই পরিস্থিতিতে প্রচন্ড গরমে টিকে থাকাই মুশকিল তার উপর কিছুক্ষণ পর পর লোডশেডিং। সিডিউল করে এক ঘন্টার জন্য গিয়ে দুই ঘন্টার জন্য আসে। যাইহোক বৈশ্বিক এ ধরনের নানান সমস্যা নিয়েই আমরা বেঁচে আছি। বৈশ্বিক সমস্যা হলেও আমাদের দেশের প্রভাব খুব ভালোভাবেই পড়েছে।

মনের দুশ্চিন্তাগুলো মনের মধ্যে পুষে রেখে কোন লাভ নেই। সব কিছু থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। তাইতো সকাল থেকে প্রচন্ড চাপে থাকলেও শেষ বিকালে পরিবার নিয়ে নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে বের হই। কিন্তু বাইরে বেরিয়ে কোন শান্তি নেই। দ্রব্যমূলের উদ্যোগতির কারণে এখন প্রতিটা ক্ষেত্রেই রিকশাওয়ালা থেকে শুরু করে বাজারে দোকানদার পর্যন্ত সবার সাথে কথা কাটাকাটি করতে হয়। রিক্সাওয়ালাকে ডেকে বললাম নদীর পাড়ে যাবেন কিনা? সে এক কথায় রাজি হয়ে গেল। যেহেতু এর আগে ভাড়া নিয়ে সবসময় কথা কাটাকাটি লেগেই থাকত। তাই নামার পরে যেন কোন সমস্যা না হয় সে কারণে আগেই ভাড়া জিজ্ঞাসা করলাম।

কিন্তু কি আশ্চর্য ভাড়া এত বৃদ্ধি চাইবে আমি কল্পনাই করিনি। আমি নিজেও মনে মনে ভেবেছিলাম দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি আর সব ক্ষেত্রেই বাড়তি টাকা গুনতে হচ্ছে। আমিও রিকশাওয়ালা ভাইকে পূর্বের চেয়ে কিছু টাকা বাড়িয়ে দেব। শেষমেষ তার ভাড়ার চাহিদা শুনে আমি স্তম্ভিত। যাক বেশি কথা না বাড়িয়ে কিছু কম বেশি করে উঠে পড়লাম। ঘুরতে বেরিয়েছি এসব নিয়ে আর মন খারাপ করে লাভ নেই। উদ্দেশ্য ছিল মন ভালো করা তাই সোজা নদীর পাড়ে চলে গেলাম। আজকে ছুটির দিন থাকায় নদীর পাড়ে অনেক লোকজন দেখলাম।

20220819_181607.jpg
20220819_181323.jpg

ইচ্ছা ছিল অনেকটা সময় নদীর পাড়ে কাটাবো কিন্তু প্রচন্ড রৌদ্রের কারণে বের হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ঠিক আসরের নামাজের পরপরই নদীর পাড়ে পৌঁছে গিয়েছিলাম। ছুটির দিন থাকায় অনেক লোকের আনাগোনা লক্ষ্য করলাম। ফটোগ্রাফিতে নিশ্চয়ই দেখতে পারছেন রোদের কি তীব্রতা। সামনে চকচকে রোদ্দুর অথচ গাছগুলো অন্ধকার দেখাচ্ছে।

20220819_182043.jpg
20220819_182019.jpg

আস্তে আস্তে পড়ন্ত বিকেল বেলাতেই এসে পড়েছিলাম। তাছাড়াও এই পাশটায় রোদের তীব্রতা কিছুটা কম। এখানকার লোকেশনটাও খুব ভালো। নদীর পাশ দিয়ে নদী শাসনের জন্য যে বাঁধ চলে গিয়েছে সেখানে প্রতিদিন প্রচুর লোকের আনাগোনা থাকে। নদীর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ঠান্ডা বাতাস গায়ে লাগানোর খুব ভালো জায়গা এটা।

20220819_182155.jpg

সবাই এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। আর আমি চুপচাপ নদীর সৌন্দর্য উপভোগ করছি আর ঠান্ডা বাতাস গায়ে মাখছি। নদীর পাড়ে এসে এক জায়গায় চুপচাপ বসে থেকে নদী দেখতে আমার খুব ভালো লাগে।

20220819_181940.jpg
20220819_181913.jpg

আজকে থেকে দুদিন আগে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এটা কোনভাবেই মেনে নেওয়া সম্ভব না। আমার প্রতিবেশী এক র‍্যাবের কর্মকর্তা তার দুই মেয়ে আরেকটি মাত্র ছেলে। বিকেলবেলা নদীতে ঘুরতে এসে বন্ধুদের সাথে নৌকায় চড়ে হৈ-হুল্লোড় করতে শুরু করে। এক পর্যায়ে স্রোতের মধ্যে নৌকা থেকে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত লাশ পাওয়া গিয়েছিল অনেক ভাটিতে।

20220819_181827.jpg

এখানে নদীর পাড়ে এসে নৌকা ভ্রমণের অনেক সুযোগ আছে জনপ্রতি ৩০ টাকা করে ভাড়া। কয়েকদিন আগে যে দুর্ঘটনা ঘটেছিল সেটা মনে করে এখনও আমার গা শিউরে উঠছে। তাছাড়া আমি নিজেও সাঁতার জানিনা তাই পরিবার নিয়ে হৈ-হুল্লোড় করে নৌকায় ওঠার ঝুঁকি নিলাম না। নৌকায় না উঠতে পারলেও গোধূলি লগ্নের এই চোখ জুড়ানো ফটোগ্রাফি করতে আমি পিছপা হইনি। সূর্যাস্তের পূর্ব মুহূর্তে নদীর পাড়ে বসে এই দৃশ্য দেখতে কি যে ভালো লাগে তা বর্ণনা করে বোঝাতে পারবো না। আজকে এটা আমার সেরা মুহূর্ত অনেকদিন মনে থাকবে।

20220819_181444.jpg
20220819_181424.jpg

সেখানে থাকতেই মাগরিবের আজান দিয়ে দিল। আজান শেষ হতেই নামাজ পড়তে চলে গেলাম। সবাই আমার জন্য অপেক্ষা করছে তাই নামাজ শেষে দ্রুত নদীর পাড়ে চলে আসছিলাম। ঠিক সেই মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে থমকে দাঁড়ালাম। অদ্ভুত এক সৌন্দর্য পুরো আকাশটাকে ঘিরে রেখেছে। আমিও সেই সৌন্দর্যটুকু সংরক্ষণ করতে ভুল করলাম না।

প্রচন্ড গরম উপেক্ষা করে নদীর পাড়ে এসেছিলাম কিছুটা প্রশান্তির জন্য। আমি এখনো নদীর পাড়ে বসে আছি সেখান থেকেই লেখাটা শেষ করলাম। ভিন্ন রকম এক অনুভুতি হলো মনে। খোলা আকাশ সামনে নদীতে পানির স্রোত বয়ে চলেছে। মাঝে মাঝে দু একটা মাঝির নৌকো মাছ নিয়ে পাড়ে ভিড়ছে অসাধারণ সেইসব মুহূর্ত। নদীর ঠান্ডা বাতাসে মন প্রাণ যেন জুড়িয়ে গেল। সবাইকে সন্ধ্যার পরপরই বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। আমি একা নদীর পাড়ে বসে রাতের সৌন্দর্য উপভোগ করছি।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
ফটো@mayedul
লোকেশনw3w location

Logo-1.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

নদীর পাড়ে অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করেছেন এবং সুন্দর কিছু ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলেন। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল।

 2 years ago 

নদীর পাড়ে দাঁড়িয়ে ডুবন্ত সূর্য দেখতে কি যে ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না।

 2 years ago 

ছুটির দিনে প্রশান্তির খোঁজে ধরলা নদীর পাড়ে দারুন সময় কাটানো ও ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।তবে চকচকে রোদের তীব্রতায় গাছগুলো কালো দেখাচ্ছে।♥♥

 2 years ago 

হ্যাঁ প্রচন্ড রোদ ছিল তাকানোই যাচ্ছিল না।

 2 years ago 

নদী আমার ভীষণ পছন্দের ভাই। নদীর পাড়ে গেলে যেন মনটা জুড়িয়ে যায়। ধরলা নদীর পাড়ে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপনি। শেষ বিকেলের ছবিগুলো অসাধারণ ছিল। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনি আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলেই ভালো লাগার খুঁজতে চাইলে প্রথমে নদীর নাম চলে আসে

 2 years ago 

ছুটির দিনে প্রশান্তির খোঁজে ধরলা নদীর পাড়ে সময় কাটানো মুহূর্তগুলো অনেক ভালো লাগছে। সন্ধ্যা দিকে নদীর পাড়ে বসে থাকতে ভিশন ভালো লাগে। সময় পেলে আমিও নদীর পাশে বসে বসে হাওয়া খায়। মাগরিব এর সময়ের আকাশের ছবি গুলো ভিশন ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সন্ধ্যার সময় নদীর পাড়ে বসে থেকে নদীর হিমেল হাওয়া গায়ে মাখতে বেশ ভালো লাগে।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অত্যন্ত চমৎকার ছবি। ছুটির দিনে আপনি নদীর পাড়ে এসে কিছু ফটোগ্রাফি আপনার মোবাইলের ক্যামেরা বন্দী করে আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

নদীর পাড়ে শেষ বিকালের দৃশ্যগুলো অন্যরকম এক অনুভূতি নিয়ে আসে।

 2 years ago 

ছুটির দিনে ধরলা নদীর পাড়ে প্রশান্তির জন্য কিছুক্ষণ সময় কাটানোর আসলেই মনের ভেতর একটা আনন্দ বিরাজ করে। ছুটির দিনে একটু ঘোরাফেরা করলে মনটা প্রশান্তিতে ভরে ওঠে ও ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে আমার। বিশেষ করে নদীর সাইডে নৌকা সূর্য অস্ত যাচ্ছে এই ছবিগুলো আসলেই মনমুগ্ধকর। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

হ্যাঁ নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন। এই সময়টা আমার কাছে সারাদিনের সেরা মুহূর্ত।

Together we can rebuild.🌱💪 We have resteem this.🛡♻

 2 years ago 

আপনার মত আমিও ছুটির দিনে ঘুরতে ভালো কোন রেসিপি প্রস্তুত করতে অনেক ভালবাসি স্পেশালি বিকেলের সময়টা খুব সুন্দরভাবে পার করার চেষ্টা করি আপনি খুব সুন্দর সময় পার করেছেন নদীর ধারে সেই সাথে আরো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো দেখে।।।

 2 years ago 

ঠিক বলেছেন আমরা যারা সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যস্ত থাকি তাদের জন্য ছুটির দিনের বিকেল একটু স্পেশাল হয়।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি মধ্যে নদীর পাড়ের ফটোগ্রাফিগুলো আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে ভাই। আপনি সত্যি অনেক ভালো ফটোগ্রাফি পারেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। নদীর পাড়ে ঘুরতে অনেক ভালো লাগে আমার।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65970.26
ETH 2696.32
USDT 1.00
SBD 2.88