কিছু কিছু ঘটনা একেবারেই অপ্রত্যাশিত

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

20220806_212405.jpg

Location

রাত্রি তখন ১১:৪৫ মিনিট আমি অনেক ফুরফুরে মেজাজে বাইক চালিয়ে বাসায় ফিরছি। গতকাল রাতে আমি যে কাজ নিয়ে বেরিয়েছিলাম সেই কাজটি সঠিকভাবে সম্পন্ন হয়েছিল। তাই মানসিকভাবে অনেক প্রশান্তিতে ছিলাম। বাসার খুব কাছাকাছি চলে এসেছি ঠিক সেই সময় আমার মোবাইলে রিংটোন বেজে উঠলো। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম বাসায় থেকে ফোন এসেছে। প্রথমে ভেবেছিলাম বাসায় ফিরছি কিনা সেটা জানার জন্য হয়তো ফোন দিয়েছে তাই ইগনোর করলাম।

কিছুদূর আসার পর আবারো রিং বাজলো আমি এবারও রিসিভ না করে কেটে দিলাম। তৃতীয়বার যখন মোবাইলের রিং আসলো তখন মনে হল গুরুত্বপূর্ণ কোন কারণ হতে পারে। তাই ফোনটা হাতে নিয়ে রিসিভ করলাম। ওপাশ থেকে বলল রাত বারোটার পর থেকে পেট্রোলের দাম ১৩০ টাকা লিটার। শুনে যেন মাথায় বাজ পড়লো। বারোটা বাজতে আর বেশি বাকি নেই। তাই কোন কিছু চিন্তা না করে বাইক তৎক্ষণাৎ ঘুরিয়ে পেট্রোল পাম্পে চলে গেলাম। কাছাকাছি যেতেই লক্ষ্য করলাম প্রচুর ভিড়। তাই আর এখানে ব্রেক না করে চলে গেলাম অন্য আরেকটি পেট্রোল পাম্পে। কি আশ্চর্য মানুষ এত অসৎ হতে পারে তারা তেল বিক্রি বন্ধ করে দিয়েছে।

20220806_211340.jpg

Location

একটু ভেতরে ঢুকতেই কয়েকজন পাশ থেকে বলে উঠলো লাভ নেই তেল শেষ। তবুও আমি কিছুদূর এগিয়ে গেলাম সামনে দেখলাম ১৫০-২০০ মোটরসাইকেল হবে। প্রত্যেকেই প্রত্যাশা করছে পূর্বের মূল্যে কিছু পেট্রোল কিনবে বলে। আমি আরো একটু গভীরে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করলাম। সিরিয়ালি একেকজনকে সর্বোচ্চ ২০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। যে হারে পেট্রোল দেয়া হচ্ছে তাতে বারোটা বাজার আগে সর্বোচ্চ ১৫ থেকে ২০ জনকে দেয়া যাবে। আর বারোটা বাজার সঙ্গে সঙ্গে বর্ধিত মূল্যে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি হবে। এরাও ধীরগতিতে কাজ চালাচ্ছে কোনরকমে চাইছিল বারোটা যেন বেজে যায়।

20220805_235848.jpg
20220806_212004.jpg

Location

পিছনের দিকে যারা আছে তারা নিশ্চিত পূর্বের মূল্যে পেট্রোল নিতে পারবে না। আস্তে আস্তে পরিবেশ গরম হতে শুরু করল। ঠিক বারো টা যখন বেজে গেল তখন পেট্রোল পাম্পে পেট্রোল দেয়া বন্ধ করে দিল। পরবর্তীতে জানিয়ে দেয়া হলো এখন বর্ধিত মূল্যে পেট্রোল নিতে হবে। তার মানে এখন থেকে পেট্রোল ১৩০ টাকা লিটার। সবাই যখন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও পেট্রোল নিতে পারল না তখন একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। পেট্রোল কিনতে না পারায় উত্তেজিত জনতা ইট পাটকেল ছুড়ে মারতে শুরু করল। আমিও নিজের রাগকে সংবরণ করতে পারলাম না হাতের কাছে যা পেলাম ছুড়ে মারতে শুরু করলাম। কিছুক্ষণ পর পরিস্থিতির সামাল দিতে টহলরত একটি পুলিশের ভ্যান এসে উত্তেজিত লোকদের থামানোর চেষ্টা করল। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর এরকম পরিস্থিতি হতে পারে ভেবে আগেই কয়েকটি পুলিশের ভ্যান বিভিন্ন জায়গায় টহল দিচ্ছিল।

যাইহোক এটা তো গেল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রাথমিক পর্যায়। এখনো না জানি আরো কত বিপর্যয়ের জন্য অপেক্ষা করতে হবে। স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা পণ্যের দাম বাড়বে অনুমান করা যায়। তাছাড়াও গতকাল রাত্রেই নিউজে শুনতে পেলাম খুব তাড়াতাড়ি বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে। বিভিন্ন জায়গায় পরিবহন শ্রমিকরা রাস্তায় নেমে গিয়েছে। অনেকটাই নিশ্চিত খুব শীঘ্রই গণপরিববনে ভাড়া বৃদ্ধি হবে। আবার পণ্য পরিবহনের ক্ষেত্রেও অতিরিক্ত ভাড়া গুনতে হবে। তাহলে বুঝতেই পারছি নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম খুব দ্রুতই বেড়ে যাবে।

এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আমাদের মত মধ্যবিত্ত শ্রেণীর লোকজনের বেঁচে থাকাই অনেক কষ্টকর হয়ে গিয়েছে। আমাদের পকেটে পয়সা কম থাকলে কি হবে আত্মসম্মানবোধ প্রচুর পরিমাণে আছে। বলতে পারেন আমাদের ইগো অনেক বেশি। আমরা না পারছি বেঁচে থাকার তাগিদে অটো ও সিএনজি চালাতে আবার পারছি না দ্রব্যমূল্যের এই বাজারে হাত খুলে খরচ করতে। বেঁচে থাকাটাই যেন আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এখনো বসে বসে মাথা চুলকাচ্ছি সামনের ভয়াবহ দিনগুলো কিভাবে পাড়ি দেবো এই দুশ্চিন্তায়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব আমরা খুব শীঘ্রই চলার পথে হাড়ে হাড়ে টের পাব। এখন শুধু আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোন পথ আমাদের খোলা নেই।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
ফটো@mayedul
লোকেশনw3w location

Logo.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া হঠাৎ করে পেট্রোলের দাম বেড়ে যাওয়া এটা অনেক দুঃখজনক একটি ব্যাপার। আমিও পেট্রোল পাম্পে গিয়েছিলাম সেখানেও অনেক ভিড় ছিল ভাগ্যক্রমে আমি তেল নিতে পেরেছিলাম । আমরা যারা বাইক চালায় তাদের অনেক বড় অসুবিধা হয়ে গেল

 2 years ago 

এখন তো মনে হচ্ছে ভাই জীবনের প্রতি ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে।

 2 years ago 

আসলে হঠাৎ করে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে মধ্যবিত্তদের যে কত বড় একটা বিপদ এসেছে তা বলে বোঝানো সম্ভব না। আসলে হঠাৎ এরকম তেলের দাম বেড়ে যাওয়া আসলে মেনে নেওয়া যায় না। সব কষ্ট পোহাতে হয় মধ্যবিত্ত মানুষদের। যাইহোক ভাই কি করবেন কিছু করার নাই বেঁচে থাকতে হলে এই নিয়মে চলতে হবে।

 2 years ago 

এখন শুধু বেঁচে থাকার জন্য বেঁচে আছি। এটাই বাস্তবতা মেনে নিয়ে চলতে হবে

 2 years ago 

হা ভাইয়া ঠিকই বলেছেন,হঠাৎ করে এভাবে তেলের মূল্য বৃদ্ধিতে সবকিছুর উপরই প্রভাব পরতে শুরু করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী আমাদের মতো মধ্যবৃত্ত শ্রেনির মানুষগুলো।আপনার এই বিষয়ের সাথে আমি ১০০% একমত।অসাধারণ একটি বিষয় নিয়ে পোস্টটি করেছেন। এত সুন্দর ও চমৎকার ভাবে বিষয়টি উপস্থাপন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আসলে আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছি। না পারছি বর্তমান বাজার মূল্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে আবার ক্ষেতে গিয়ে লাঙ্গল ধরতেও পারছি না।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া।বর্তমান সময়ের এই পরিস্থিতিতে মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য হয়েছে বিশাল সমস্যা।

 2 years ago 

কি যে বলবো ভাইয়া সারা বাংলাদেশেরের একই অবস্থা। এখন নাকি শ্রীলংকা হয়েছে,কয়েক মাস পর আরো খারাপ হবে। তেলের মূল্য বৃদ্ধি নিত্য পন্যের মধ্যে আঘাত করেছে। যে যেভাবে পারছে টাকা হাতিয়ে নিচ্ছে। আর কিছু বলার নাই।

 2 years ago 

সামনে যে কতটা খারাপ হবে তখন আমার ঠিক মত চলতে পারব কিনা এটাই এখন দুশ্চিন্তার বিষয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59999.40
ETH 2646.89
USDT 1.00
SBD 2.44