বৃষ্টি ভেজা আরও একটি দিন

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_22-07-24_23-37-41-325.jpg

সেদিন দীর্ঘ বিরতির পর বৃষ্টি দেখে লোভ সামলাতে পারিনি। তাই বৃষ্টিতে ভিজে অনেকক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছিলাম। বৃষ্টিতে ভেজার পর প্রকৃতি, পত্রপল্লব ও ফুল-ফলের অন্যরকম এক সৌন্দর্য লক্ষ্য করলাম। অনেকদিন ধরে প্রখর রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভেজার পর মনের মধ্যে একটা শান্তি পাচ্ছিলাম। শুধু আমি কেন কয়েক দিনের প্রখর রোদে প্রকৃতিও যেন রুক্ষ ও শুষ্ক হয়ে গিয়েছিল। তাই দীর্ঘ বিরতির পর বৃষ্টিতে ভিজে প্রকৃতি ভীষণ হেসে উঠেছিল।

কিন্তু বৃষ্টিতে ভেজার পর সমস্যা যেটা হয়েছিল সেটা শারীরিক অসুস্থতা। এই সময় জ্বর যাতটা না অস্বস্তির কারণ তার চেয়ে বেশি অস্বস্তি হয় কাশি গলা ব্যথা ও সমস্ত শরীর ব্যথা। যাই হোক অসুস্থতাকে পাশ কাটিয়ে আমাদের জীবনে চলার পথে এগিয়ে যেতে হয়। জীবিকা নির্বাহের জন্য আমাদের স্বাভাবিক কর্মকান্ডকে সচল রাখা একদম জরুরী। যদিও আমি অফিস থেকে ছুটি নিয়েছি কিন্তু আমার বাংলা পরিবার দেখে দূরে থাকতে পারি না। আর তাই যখনই সুযোগ পাই সবার সঙ্গে আড্ডা দিতে চলে আসি। সেদিন বৃষ্টিতে ভিজে বেশ কিছু ফটোগ্রাফিও করেছিলাম। ফটোগ্রাফি গুলো এখানে শেয়ার করছি।

20220723_223337.jpg
20220723_223318.jpg

এটি ফুরুস ফুল। ফুলটি গাছের মধ্যে দেখতে খুবই চমৎকার লাগছিল। একেবারে ধবধবে সাদা ফুলের পাপড়ির কারুকাজ গুলো ছোট ছোট যে কারণেই ফটোগ্রাফিতে স্পষ্ট করে লক্ষ্য করা গেল না। লক্ষ্য করলাম গাছটি আকারে বেশ ছোট। কিন্তু সাদা রঙের ফুলগুলো পুরো গাছকে ঢেকে রাখে। সেকারণেই বাগানের মধ্যে এই ফুলের গাছটি সৌন্দর্যের দিক থেকে অন্যরকম একটি মাত্রা যোগ করেছে।

20220723_222924.jpg
20220723_222853.jpg

সাদা রঙের এই ফুলটির নাম কাঠগোলাপ। ঠিক মাইকের মতো দেখতে এই ফুলটি সৌন্দর্য নজর করা। সাদা রঙের ফুলের মাঝখানে হালকা হলুদ রঙের অংশটা এর সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। ফুলটি দেখতে খুব সাধারন হলেও বাগানে এই ফুলটি সৌন্দর্য আমার কাছে অসাধারণ মনে হল। তাই আমরা নিজ বাড়িতে বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাঠগোলাপ ফুলের গাছ লাগাতে পারি।

20220723_223241.jpg

বাগানে এই ফুলটিও অন্যরকম সৌন্দর্য যোগ করেছে। সাদা পাপড়িযুক্ত এই ফুল গুলোর মধ্যে লাল রংয়ের অংশটুকুর জন্য বেশি সুন্দর লাগছে। সাদা রঙের ফুলগুলো ফটোগ্রাফিতে ততটা সুন্দর লাগে না বাস্তবে এর সৌন্দর্য যতটা বেশি।

20220723_222832.jpg
20220723_222648.jpg
20220723_222605.jpg

বৃষ্টিতে ভেজার পর সব লতা পাতা ও ফুলের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ফুল ও পাতায় বৃষ্টির ফোঁটা জমে থাকতে দেখে আমার খুব ভালো লাগলো। বৃষ্টিতে ভেজার পর পাতার সবুজ রং গুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। সাদা যেন আরো বেশি সাদা যার বর্ণনা ভাষায় প্রকাশ করার মতো না।

20220723_222429.jpg
20220723_222315.jpg

এই ফুলটির নাম মাসিন্ডা। হালকা গোলাপি কালারের পাপড়ি যুক্ত ধোঁকায় ধোঁকায় ফুলগুলো সম্পূর্ণ গাছে প্রচুর পরিমাণে ফোটে। বেশি আকর্ষণীয় লাগে এই ফুল গুলোর ডগায় হলুদ কালারের ছোট আরেকটি ফুল দেখে। এই ফুলের সঠিক নাম আমি বলতে পারলাম না। গুগলে সার্চ দিয়ে যেটা জানতে পারলাম সেই নামটি আমার কাছে গ্রহণযোগ্য মনে হলো না। আমি লক্ষ্য করেছি গুগলে মাঝে মাঝে উল্টাপাল্টা নাম শো করে।

20220723_222515.jpg

এই ফুলটিরও নাম সম্ভবত কাঠগোলাপ। তবে এটা একটু ভিন্ন প্রজাতি লক্ষ্য করলাম। বিশেষ করে গাছের উচ্চতার দিক থেকে। উপরে কাঠগোলাপ ফুলের গাছের যে ফটোকপি দিয়েছিলাম। সেই ফুলটির গাছ ছিল ছোট সাইজের আবার আজকের কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি যে গাছ থেকে করেছিলাম সে কাজটা মোটামুটি উচু ছিল। সেটা অবশ্য ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। অনেক উপরে হলেও ফুল গুলো দেখতে ভালই লাগলো।

20220723_222739.jpg
20220723_222718.jpg
20220723_222123.jpg

এই ফুলের বাগানটিতে বেশ কিছু ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল দেখতে পেয়েছি। অনেক প্রকারের ফুল দেখলেও বৃষ্টিতে ভেজার পর সাদা রঙের ফুল গুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। বিশেষ করে বৃষ্টিতে ভেজার পর শিশির বিন্দুর মত জমে থাকা বৃষ্টির পানি গুলো ফুল ও লতা পাতার সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছে। নিজে বৃষ্টিতে ভিজে এবং বৃষ্টি ভেজা প্রকৃতি দেখে আমি যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি। অবশেষে এই ফুলের বাগানের সৌন্দর্য উপভোগ করার পর বৃষ্টি ভেজা পথ দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
ফটো@mayedul
লোকেশনw3w location

Logo.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

আসলেই বৃষ্টিতে ভেজার পর প্রকৃতি অন্যরকম সৌন্দর্যে সাজে।এত গরমের পর বৃষ্টিতে ভিজার লোভ সামলানো অনেক কষ্টকর।যাই হোক ফুরুস ফুলের নাম আমি প্রথম শুনলাম।তবে ফুলটা বেশ সুন্দর। ধন্যবাদ

 2 years ago 

এই ফুলের শুধু নাম নয় আমিও প্রথম দেখলাম বাস্তবে দেখতে আসলেই অনেক সুন্দর।

 2 years ago 

কিন্তু বৃষ্টিতে ভেজার পর সমস্যা যেটা হয়েছিল সেটা শারীরিক অসুস্থতা

বৃষ্টি ভেজা দিন আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বো তাই বৃষ্টিতে ভিজতে ভয় করে। ছোটবেলায় বৃষ্টি নামলেই ফুটবল নিয়ে চলে যেতাম খেলার মাঠে আর খেলতাম যতক্ষণ বৃষ্টি হত ততক্ষণ।

বৃষ্টি ভেজা দিনে চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।

 2 years ago 

আপনার কথাগুলো শুনে আমারও শৈশবের সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। আসলে ওই সময় আমাদের দুরন্তপনা অনেক বেশি ছিল।

 2 years ago 

কাঠগোলাপ ফুল আমার ভীষণ প্রিয়। সাদা ফুল আমার কাছে বেশি ভালো লাগে। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

একদম ঠিক বলেছেন কাঠগোলাপ ফুলের সৌন্দর্য সব সময় আমাকে মুগ্ধ করে।

 2 years ago 

আপনার বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। কোনটা রেখে কোনটা দেখব শুধু ওটাই ভাবছি। খুবই ভালো লাগলো আপনার বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো। খুব সুন্দর করে প্রত্যেকটি ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেকদিন পর বৃষ্টি দেখলাম ভাই তাই বৃষ্টি ভেজা প্রকৃতির মাঝে ঘুরতে গিয়ে নিজেও যেন হারিয়ে গিয়েছিলাম।

 2 years ago 

বৃষ্টি মুখর দিনে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি উপহার দিয়েছেন। বৃষ্টির ফোঁটা ফুলের উপরে পড়াতে সেই ফুলের সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন বৃষ্টির ফোঁটা ফুলের উপর পড়ার পর সব সৌন্দর্য যেন নতুন নতুন লাগছিল।

 2 years ago 

আজকে ও আমি বৃষ্টির ফোটার ফুলের উপরে পড়ার মুহূর্তের কিছু ফটোগ্রাফি করেছি। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর ফটোগ্রাফি জন্য।

 2 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে বৃষ্টি ভেজা একটি দিনের সংক্ষিপ্ত বর্ণনা সেই সাথে কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। বৃষ্টি ভেজা দিনে এর ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয় আমিও কিছু ফটোগ্রাফি করেছি কিছুক্ষণের মধ্যে শেয়ার করব। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

নিশ্চয় আপনার ফটোগ্রাফি গুলো দেখার মত হবে।
অপেক্ষায় থাকলাম আপনার ফটোগ্রাফি গুলো দেখার জন্য।

 2 years ago 

বৃষ্টি ভেজা দিনের আবহাওয়া কিন্তু দেখতে ভীষণ সুন্দর। বিশেষ করে বৃষ্টির ফোঁটা দেখতে ভীষণ সুন্দর। তাছাড়া আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আর মাশিন্ডা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আসলেই মাসিন্ডা ফুলটি আমার কাছেও অদ্ভুত লাগে। গোলাপি কালারের অসংখ্য পাপড়িগুলোর সাথে হলুদ কালারের ছোট ফুলটি এর সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছে।

Sustain and maintain👌. Resteemed.♻

 2 years ago 

বৃষ্টি ভেজা দিনের গল্পটা পড়ে বেশ ভালো লাগলো।। বিশেষ করে ফুলের উপর বৃষ্টির ফোঁটা জমে আছে যা দেখে মুগ্ধ হয়ে গেছি ।।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এই কারণেই বৃষ্টির পরে ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76576.73
ETH 3043.84
USDT 1.00
SBD 2.62