ডিম ও লাচ্ছা সেমাই দিয়ে মজাদার পিঠা রেসিপি। || 10% beneficiary to @ shy-fox.

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_22-05-20_20-48-25-367.jpg

চাকরিজীবীদের জন্য শুক্রবার টা একটু অন্যরকম হয় দিনের অর্ধেকবেলা ঘুমিয়েই কেটে যায়। ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে গোসল করে কোনরকমে নামাজ পড়ে আসলাম। বেশ কয়েকদিন থেকে আমাদের এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই দিনটা অনেক ঠান্ডা। এরকম আবহাওয়ায় ইচ্ছা থাকলেও বিকালে বাইরে কোথাও যাওয়া হয়নি। তাই বলে কি আর বিকালটা নষ্ট করা যায়।

ইচ্ছে করছিলো ভালোলাগার কিছু খেতে। কিন্তু কি খাব বারবার মনকে জিজ্ঞাসা করলেও কোনো উত্তর পাচ্ছিনা। যেহেতু মিষ্টিজাতীয় খাবার আমার বেশ ভালই লাগে তাই চিন্তা করলাম লাচ্ছা সেমাই করে খাওয়া যাক। তাছাড়া এমনিতেই অনেকদিন হলো ঈদ চলে গেছে ঈদের পর আর সেভাবে লাচ্ছা সেমাই খাওয়া হয়নি। লাচ্ছা সেমাই তৈরি করতে গিয়ে ঘটে গেলো বিপত্তি দুধটুকু নষ্ট হয়ে গেলো। আমি আবার ঘন দুধ ছাড়া লাচ্ছা সেমাই খেতে পারিনা। তাই বলে তো খাওয়া বাদ দেয়া যাবে না। আর সেখান থেকেই চিন্তা করলাম ডিম দিয়ে মজার পিঠা রেসিপি তৈরি করা যাক। এখন আমি ডিম ও লাচ্ছা সেমাই দিয়ে মজাদার পিঠা রেসিপির প্রস্তুত প্রণালি শেয়ার করছি।

Picsart_22-05-20_20-50-47-127.jpg

প্রয়োজনীয় উপকরণ:

উপকরণপরিমাণ
লাচ্ছা সেমাই২০০ গ্রাম
ডিম২ টা
পাউডার দুধ১/২ কাপ
এলাচ গুঁড়া১/২ চা চামচ
চিনি১/২ কাপ
লবণএক চিমটি

প্রস্তুত প্রণালী:

ধাপ-১

20220520_204143.jpg

যে বাটিতে পিঠা তৈরি করার জন্য উপকরণ গুলো মেখে নিব সেই বাটিতে দুইটা ডিম ভেঙ্গে নিয়েছি।

ধাপ-২

20220520_204117.jpg

প্যাকেট থেকে লাচ্ছা গুলো নিয়ে আলাদা একটি পাত্রে রেখে দিয়েছি।

ধাপ-৩

20220520_203922.jpg

প্রথমে ডিম গুলো ফেটিয়ে নিয়েছি তারপর সেখানে প্রয়োজনীয় হাফ কাপ চিনি ঢেলে দিয়েছি। আমরা ইচ্ছা করলে স্বাদ অনুযায়ী তিনি কিছুটা কম-বেশি করতে পারেন।

ধাপ-৪

20220520_203851.jpg

এবার এই মিশ্রণের মধ্যে স্বাদমত এক চিমটি লবণ দিয়েছি।

ধাপ-৫

20220520_203825.jpg

এখন এই মিশ্রণের মধ্যে প্রয়োজনীয় হাফ কাপ পাউডার দুধ দিয়ে দিয়েছি। পাউডার দুধ দিলে পিঠা গুলো খেতে খুব ভালো লাগবে।

ধাপ-৬

20220520_203809.jpg

সবগুলো উপকরণ চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষন পর্যন্ত চিনি ভালো করে গলে না যায় মিশ্রণটি নাড়তে হবে।

ধাপ-৭

20220520_203746.jpg

সবগুলো লাচ্ছা সেমাই একবারে ঢেলে দেবো না কারণ একবারে ঢেলে দিলে মিশ্রণটি শক্ত হয়ে যেতে পারে। প্রথমে অর্ধেক লাচ্ছা সেমাই বাটিতে নিয়ে মেখে নেওয়ার পর প্রয়োজনমতো বাকি লাচ্ছা সেমাই গুলো দিয়ে দিয়েছি।

ধাপ-৮

20220520_203658.jpg

এইরকম ভাবে মাখা মাখা করে লাচ্ছা সেমাইয়ের মিশ্রণটি তৈরি করে নিয়েছি।

ধাপ-৯

20220520_203508.jpg

এখন ফ্রাই প্যানে তেল দিয়ে তেলগুলো গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচ কমিয়ে দিয়েছি।

ধাপ-১০

20220520_203340.jpg

হাত ভালো করে পরিষ্কার করে হাতের তালুতে গোল করে নিয়ে চাপ দিয়ে হালকা চ্যাপ্টা করে ফ্রাইপ্যানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে সবগুলো পিঠা তৈরি করে তেলে ভেজে নিয়েছি।

ধাপ-১১

20220520_203254.jpg

এপিঠ ওপিঠ ভালো করে উল্টিয়ে অল্প আঁচে পিঠাগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি। চুলার পাওয়ার কমিয়ে দিয়ে আস্তে আস্তে উল্টিয়ে পিঠা ভেজে নিয়েছি। বেশি গরম তেলে পিঠা গুলো ভাঁজতে চাইলে উপরের অংশটা পুড়ে যাবে।

ডিমু ও লাচ্ছা সেমাই দিয়ে মজাদার পিঠা রেসিপি প্রস্তুত:

20220520_203138.jpg

এভাবে সবগুলো পিঠা তেলের মধ্যে পর্যায়ক্রমে ভেজে নিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করেছি। খেয়াল রাখতে হবে পিঠা গুলো যেন বেশি পুড়ে না যায়। খুব বেশি গরম তেলে ভেজে নিলে উপরের অংশ গুলো পুড়ে যাবে। আর ভেতরের অংশটা ভাজা হবে না যার ফলে খেতে খারাপ লাগবে। তাই চুলার পাওয়ার কমিয়ে দিয়ে বাদামি কালার করে এই যে নিয়েছি।

ডিম ও লাচ্ছা সেমাইয়ের মজাদার পিঠা রেসিপি প্রস্তুত করে আমি খেয়ে দেখেছি অত্যন্ত সুস্বাদু হয়েছিল পিঠা রেসিপিটি। শুধু নিজের কথা বললে ভুল হবে পরিবারে প্রত্যেকটা লোক একই অভিমত ব্যক্ত করেছেন। সত্যি বলতে কি এই রেসিপিটি আমি এর আগে খেয়েছিলাম কিন্তু কখনো নিজে করে দেখিনি। আজ প্রথমবার নিজে করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে। আর খাওয়ার পর যখন দেখলাম অত্যন্ত সুস্বাদু হয়েছিল এই রেসিপিটি তখন নিজের কষ্টটা সার্থক মনে হচ্ছিল। ডিম ও লাচ্ছা সেমাই দিয়ে মজাদার পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন আশা করছি।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
ফটো@mayedul
পোস্টরেসিপি

Logo.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

ইউনিক সেমাই রেসিপি প্রতিযোগিতায় বোধহয় এরকম সেমাইয়ের পিঠা তৈরীর রেসিপি দেখেছিলাম। দেখে মনে হচ্ছিল খুবই মজাদার হবে। এখন আপনার রেসিপি টি দেখেও আমার খুব লোভ লাগছে। অবশ্যই আমি বাসায় এভাবে সেমাইয়ের পিঠা তৈরি করে খেয়ে দেখব। অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রেসিপিটি খেতে আসলেই অনেক মজাদার।
বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।

 2 years ago 

লাচ্ছি সেমাইয়ের পিঠা খাওয়া হয়নি।আমারো ও মিষ্টি জিনিস খুব পছন্দের। যাই হোক দেখে মনে হচ্ছে খেতে বেশ দারুন হয়েছে।খুব সম্ভবত হাফিজ ভাই ও এই রেসিপিটা দিয়েছিলো।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

একবার খেয়ে দেখেন অনেক সুস্বাদু হয় খেতে। মিষ্টি জাতীয় খাবার আমারও খুব প্রিয় তাই সবসময় ভিন্নরকম কিছু ট্রাই করি

ডিম এবং সেমাই দিয়ে কখনও পিঠা বানিয়ে খাওয়া হয়নি। প্রথম আপনার পোস্টটি দেখে এবং পড়ে বুঝতে পারলাম যে ডিম এবং সময় দিয়ে পিঠা বানানো যায়। আপনার রান্নার ধাপ গুলো দেখে মনে হচ্ছে পিঠা না খেলে অনেক মিস করবো। তাই ভাবতেছি আমিও আপনার রান্নার ধাপ গুলো দেখে দেখে রান্না করবো। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ডিম এবং লাচ্ছা সেমাইয়ের পিঠা খেতে অনেক সুস্বাদু নিশ্চয়ই একদিন ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে।

 2 years ago 

দিম ও লাচ্ছা সেমাই দিয়ে আপনার পিঠা তৈরির পদ্ধতিটি বেশ চমৎকার হয়েছে ।এ ধরনের রেসিপি আমি আজই প্রথম দেখলাম ।খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছে ।একদম ইউনিক একটি রেসিপি হয়েছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ডিম এবং লাচ্ছা সেমাইয়ের পিঠা রেসিপি আসলেi খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুব ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিকই বলেছেন শুক্রবার দিনটা চাকরিজীবীদের জন্য আসলেই অন্যরকম একটি দিন এদিন আসলে চাকরিজীবীরা একটু বেশি ঘুমায় আবার অনেকে বাড়তি কাজকর্ম সেরে নেয় এবং বাসায় একটু ভাল মন্দ রান্না করা হয়। আপনি ডিম ও লাচ্চা সেমাইয়ের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। লাচ্ছা সেমাই খুব একটা খাওয়া হয় না তবে এরকম ভিন্নধর্মী কোন রেসিপি বানিয়ে খেলে মন্দ হয় না আমিও শিখে নিয়েছি আপনার কাছ থেকে।

 2 years ago 

কথায় আছে না গাধার ওজন কম দিলে হাঁটতেই চায় না আমাদের হয়েছে সেই অবস্থা।
অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে বেশ সুস্বাদু হয়েছিল।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন আপনি। ডিম ও লাচ্ছা সেমাই দিয়ে মজাদার একটি পিঠা তৈরি করেছে। আপনার তৈরি করা পিঠা অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি পিঠা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সেমাই দিয়ে মজাদার এই রেসিপিটি অজানা ছিল। আজ শিখে নিলাম। বাসায় অবশ্যই বানিয়ে খাব। ধন্যবাদ ভাই। রেসিপি সামনে আনার জন্য অনেক অনেক কৃতজ্ঞরা প্রকাশ করছি।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমি নিজেও অনেক খুশি হয়েছি।
ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি ভিজিট করার জন্য।

 2 years ago 

এই পিঠাটি আমি আজই প্রথম খেয়েছিলাম। খুব মজার হয়েছিল পিঠাটি। পিঠাটি যেমন ইউনিক তেমন খেতেও বেশ সুস্বাদু। সবারই এই রেসিপি পোষ্ট টি দেখে এই পিঠাটি বানিয়ে খাওয়া উচিত বলে আমি মনে করি।

 2 years ago 

এই পিঠা সম্বন্ধে সুন্দর মেসেজটি সবার মাঝে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ডিম লাচ্ছা সেমাইয়ের নতুন এবং ইউনিক একটি রেসিপি প্রস্তুত করেছেন এ ধরনের রেসিপি এর আগে কখনো দেখিনি তবে রেসিপি দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছিল আমার তো দেখেই জিভে জল চলে আসলো

 2 years ago 

ভাই নিশ্চয়ই একদিন ট্রাই করে দেখবেন।
খেতে অসাধারণ হয়েছিল

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63527.41
ETH 3109.34
USDT 1.00
SBD 3.86