হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।
 |
সেদিনটা ছিল বৃষ্টিস্নাত সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মাঝে মাঝে কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়া বন্ধ হয়নি। তাই স্বাভাবিকভাবেই সেদিন আর বাইরে কোথাও কাজে বেরোতে পারিনি। আর তাই বাড়িতে থাকার সুযোগ পেলে যা হয় ঘুমিয়ে কাটালাম সারাদিন। খুব বেশিদিন আগের কথা নয় এই রমজান মাসে সম্ভবত ৪-৫ দিন আগের কথা। একদম শেষ বিকালে এসে বৃষ্টি থেমে গেল আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাওয়ার পর যখন বুঝতে পারলাম বৃষ্টি আর আসার সম্ভাবনা নেই তখন বাইরে কিছুক্ষণ হাঁটতে বের হলাম। যেহেতু কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে যাবে তাই কাছাকাছি একটু ঘুরে আসতে ইচ্ছে হলো। বাইরে এসে দেখলাম হালকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার কারণে পরিবেশ কিছুটা বিধ্বস্ত। তাই বিধ্বস্ত দেখালেও ধুলাবালি না থাকার কারণে শান্ত ও স্নিগ্ধ পরিবেশ আমাকে প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে গেল। কিছুক্ষণ আগে যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর একদম ইফতারের আগ মুহূর্ত তাই বাইরে তেমন লোকজন নেই। এরকম শান্ত পরিবেশে হাঁটতে আমার বেশ ভালই লাগলো। আর সেই ভাললাগা থেকেই আমি বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। এখন তারমধ্যে থেকে কিছু ফটোগ্রাফি আমি শেয়ার করতে এসেছি।
 |
 |
এই ফটোগ্রাফিটা আমি বাড়িতে নিয়েছিলাম ঘর থেকে বের হতেই চিরচেনা সেই রঙ্গন ফুলের গাছটি আমার কাছে অন্য দিনের তুলনায় অনেক বেশি সুন্দর লাগছিল। কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পানিতে ধূয়ে গিয়েছিল সব ধুলাবালি ও ময়লা। মনে হচ্ছিল যেন রঙ্গন ফুলের গাছটি বৃষ্টির পানিতে ভিজে নবযৌবন লাভ করেছে।
বাড়ি থেকে বেরোতেই লক্ষ্য করলাম পাকা রাস্তার উপর প্রচুর মেহগনি গাছের ফুল পড়ে আছে। কিছুক্ষণ আগে হালকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার কারণে সম্ভবত এরকম হয়েছে। মনে হচ্ছিল যেন পাকা রাস্তার উপর ফুলের গালিচা বিছানো হয়েছে দৃশ্যটি আমার কাছে খুব ভালো লাগলো। রাস্তার দুই পাশে অনেক মেহগনি গাছ সারিবদ্ধ ভাবে লাগানো আছে। তাই এই রাস্তাটা সবসময় ঠান্ডা থাকে সেকারণেই এই রাস্তায় হাঁটতে আমার কাছে খুব ভালো লাগে।
আরও সামনের দিকে হাটতে হাটতে আমি একদম রেলস্টেশনের কাছে চলে এলাম। স্টেশনের সামনের রাস্তাটা সবসময় ব্যস্ত থাকে। কারণ এই রাস্তার উপর দিয়ে আশেপাশের মোহল্লার লোক গুলো যাতায়াত করে তাই রাস্তা মোটামুটি ব্যস্ত থাকে। কিন্তু আজকে বৃষ্টি হওয়ার পরবর্তী সময়ে ইফতারের আগ মুহূর্তে রাস্তাটা বেশ ফাঁকা ছিল। ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে পুরনো দিনের সিনেমার সেই গানটা মনে পড়ল "পিচঢালা এই পথটারে ভালোবেসেছি তার সাথে এই মনটারে"...........।
হাঁটতে হাঁটতে একবারে স্টেশনের প্ল্যাটফর্মে চলে এলাম। যে জায়গাগুলো থাকতো লোকে লোকারণ্য আর এখন শুনশান নিস্তব্ধতা। জন মানব শূন্য প্লাটফর্মে হাঁটতে মন্দ লাগছিল না। কোথাও তেমন লোকজন নেই চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ডালপালা ও গাছের ঝরেপড়া পাতা। সামনে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখে আমি সেই দিকেই এগুতে থাকলাম।
কৃষ্ণচূড়া ফুলের গাছটিতে সবেমাত্র ফুল ফোটা শুরু করেছে। এখন থেকে ভালোলাগা শুরু হয়েছে এই কিছুদিনের মধ্যেই সমস্ত গাছে ফুল ফুটে টকটকে লাল বর্ণ ধারন করবে সেই দৃশ্যটা ভাবতে ভালো লাগছে। আমার বাড়ি থেকে খুব কাছে হলেও এই এলাকায় খুব বেশি আসা হয়না। অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে বাড়ি থেকে বের হয়ে সোজা কাজের জায়গায় চলে যাই। আশেপাশে ঘুরে দেখারও সময় হয়না তাই আজকে বিকালে ঘুরতে না আসলে মনে হয় অনেক কিছু অদেখাই থেকে যেত।
খুব বেশি না হলেও মাঝেমধ্যে এসব এলাকায় হাঁটতে আসি কিন্তু কখনও এত ভালো লাগে না। কিন্তু আজকে বৃষ্টির পরে এইদিকে হাঁটতে এসে শান্ত ও স্নিগ্ধ পরিবেশ দেখে আমার মধ্যে একটা অসম্ভব ভালোলাগা কাজ করছিলো। স্বাভাবিকভাবেই আমাদের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য অনেক বেশি কিন্তু বৃষ্টির পরে সেই সৌন্দর্য যেন অন্য এক মাত্রায় পৌঁছে গেছে। নিছক ভালোলাগা থেকেই ফটোগ্রাফি করার আমার এই ক্ষুদ্র প্রয়াস জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। আমরা আজকের ফটোগ্রাফি গুলো যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন আশা করছি।
বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।


বৃষ্টি পরিবর্তন সময়ে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর দেখায়। চারিপাশ শান্ত থাকে শুরু হয় পাখির কলরব। এই মুহূর্তটা মন চায় প্রকৃতির সুন্দর রূপ কে ক্যামেরাবন্দি করতে। তবে অনেকের হয়ে ওঠেনা। আপনি খুব সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন,সাথে কিছু ফুলের দৃশ্য। সব মিলিয়ে খুব ভালো লাগলো আপনার এত সুন্দর পোস্ট।
পাশে থেকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।
শান্ত পরিবেশে খুব সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। আপনার আলোকচিত্রগুলো খুবই অসাধারণ হয়েছে। আপনার উপস্থাপনা খুবই দুর্দান্ত হয়েছে বিশেষ করে কৃষ্ণচূড়া গাছের ফটোগ্রফি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর পোষ্ট শেয়ার করবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আমার পোস্টটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রকৃতির নীলার একটি অংশ হলো বৃষ্টি। যখন বৃষ্টি হয় তখন প্রকৃতি মনে হয় নতুন রূপে সেজে ওঠে। আপনার ঠিক সেই মুহূর্তের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সেগুলো অনেক সুন্দর হয়েছে। এভাবে আরো রোমাঞ্চকর কিছু মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করবেন এটাই আশা করি। শুভকামনা রইল আপনার জন্য
আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বৃষ্টি পরবর্তি প্রকৃতি সব সময় খুব ভালো লাগে আমার। তবে সেটা সবুজ প্রকৃতি। সবুজ যেনো আরো সবুজ হয়ে উঠে। হাটতেও খুব ভালো লাগে এই সময় । কারণ ঠান্ডা একটা পরিবেশ থাকে চারপাশে।
আসলেই বৃষ্টির পড়ে সবুজ প্রকৃতি অনেক সুন্দর হয়ে উঠে
বাহ বৃষ্টি পরবর্তী সময়ে কি চমতকার কিছু ছবি তুলে শেয়ার করলেন আমাদের মাঝে। কৃস্নচূড়া গাছের ফুল গুলো এখনি দেখতে ভাল লাগছে। কয়েকদিন পরে আরও ভাল লাগবে দেখতে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। অনেক অনেক শুভকামনা রইল।
সত্যি কথা বলতে বৃষ্টির পর প্রকৃতির এরকম অপার সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে, মনটা একদম জুড়িয়ে যায়। আর রাস্তায় পড়ে থাকা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে সত্যিই দারুণ ছিল। এবং বলা বাহুল্য আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার।
আপনার ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো।
ভাই বেশ কয়দিন আগে আমাদের এলাকাতেও প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে। প্রথমের কালবৈশাখী ঝড়, পরবর্তীতে সারাদিনব্যাপী মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টি পরবর্তী সময়ে আপনাদের এলাকায় সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো ক্যামেরাবন্দি করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল ভাই।
ধন্যবাদ আমার পোস্টে ভিজিট করার জন্য।
ঠিকই বলেছেন ভাইয়া ঝড় বৃষ্টির পর চার দিক পরিবেশ শান্ত থাকে।আর রাস্তার পাড়ের ফুলের ফটোগ্রাফি গুলো দারুন ছিলো ভাইয়া। এমন সুন্দর একটি দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বৃষ্টি এবং শান্ত স্নিগ্ধ পরিবেশের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ।আমার কাছে রাস্তার উপর পড়ে থাকা মেহেগুনির ফুলের ফটোগ্রাফি সত্যিই মুগ্ধ করেছে। মনে হচ্ছে রাস্তায় ফুল বিছিয়ে রাখা হয়েছে সেই রকম একটি দৃশ্য ।অনেক ভালো লাগলো আপনার প্রত্যেকটা করা ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
রাস্তার উপর পড়ে থাকা ফুলগুলো আমারও খুব ভালো লেগেছে।