সুস্বাদু এলাচ মিষ্টি রেসিপি || 10% beneficiary to @shy-fox.

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

20220608_224008.jpg

আজ বিকাল বেলা তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছি বাইরে কোনো কাজ ছিলনা। যেহেতু কোন কাজ নেই তাই আর বাইরেও যাব না। আমাদের জীবনটা কর্মকর্তাদের মধ্যে যায় তাই কাজ না থাকলে কেমন যেন মন মরা হয়ে থাকি। এমনি এমনি অলস বসে থাকতে ভালো লাগে না। সেকারনে চিন্তা করলাম মজাদার একটি রেসিপি শেয়ার করা যায়। সেই চিন্তা থেকেই ঝটপট সিদ্ধান্ত নিলাম এলাচ মিষ্টি রেসিপি করার। রেসিপিটি এর আগে আমরা বাসাই অনেকবার করে খেয়েছি। কিন্তু রেসিপিটি করতে বেশ সময় লাগে তাই এর আগে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। যেহেতু আজকে বিকাল বেলা তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছি আর স্টিমিট সার্ভারও ডাউন চলছে। তাই খুব একটা হাতে কাজ নেই। আবার অনেকদিন পর এলাচ মিষ্টি রেসিপি খেতেও খুব ইচ্ছা করছিলো।

এলাচ মিষ্টি রেসিপিটি করার সময় আজকে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। যেটা ভেবে কিছুটা হাসিও পাচ্ছে আবার বড় দুর্ঘটনা হতে পারতো ভেবে কিছুটা ভয় পাচ্ছি। মিষ্টিগুলো তেলে ভাজার সময় একটা মিষ্টি হঠাৎ করে ফুটে আমার হাতে ও মুখে তেল ছিটকে আসে। তৎক্ষণাৎ চুলা বন্ধ করে ঠান্ডা পানি দিয়ে হাত-মুখ ধুয়ে নেই যার কারণে খুব বেশি কিছু সমস্যা হয়নি। যাইহোক মিষ্টি খাওয়া নিয়ে কথা তাই বলে তো মিষ্টি বানানোর প্রক্রিয়া বন্ধ করা যায় না। আর কথা না বাড়িয়ে সুস্বাদু এলাচ মিষ্টি রেসিপি শুরু করা যাক।

Picsart_22-06-08_21-23-27-679.jpg

প্রয়োজনীয় উপকরণ:

উপকরণপরিমাণ
চালের গুঁড়া২ কাপ
সুজি১ কাপ
দুধ১/২ লিটার
চিনি২৫০গ্রাম অথবা স্বাদমতো
বড় এলাচ১-২ টা
সয়াবিন তেলভাজার জন্য
লবণস্বাদমতো

প্রস্তুত প্রণালীঃ

ধাপ-১

20220608_202056.jpg

প্রথমে একটি পাত্রে চাউলের গুড়া ও প্রয়োজনীয় সুজি গুলো মিক্সার করে নিয়েছি।

ধাপ-২

20220608_202414.jpg

এবার চুলায় একটি পাত্র বসিয়ে সেখানে দুধের সঙ্গে অল্প পরিমাণ পানি ও স্বাদমতো লবন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি।

ধাপ-৩

20220608_202135.jpg

ফুঁটিয়ে নেয়া দুধ গুলোর মধ্যে দুইটা কালো এলাচের বিচি বের করে নিয়ে সেখানে দিয়ে দিয়েছি।

ধাপ-৪

20220608_201919.jpg

দুধ ও পানির মিশ্রণটি ভালো করে ফুটিয়ে নেয়ার পর পূর্বেই মিক্সার করে রাখা চাউলের গুড়া ও সুজি পাত্রে ঢেলে দিয়েছি। একটি কাঠের খুন্তি দিয়ে ভাল করে ঘনঘন নেড়ে দিয়েছি। ঘনঘন নাড়তে হবে তানাহলে নিচে লেগে যেতে পারে। এভাবেই মিষ্টি বানানোর জন্য মিশ্রণটি তৈরি করেছি।

ধাপ-৫

20220608_203251.jpg

মিশ্রণটি এভাবে কিছুটা শক্ত করে তৈরি করতে হবে যেন মিষ্টি সাইজে গোল করতে সুবিধা হয়।

ধাপ-৬

20220608_205408.jpg

এভাবে মিষ্টির মত সাইজের গোল করে আস্তে আস্তে সবগুলো প্রস্তুত করে নিয়েছি। আপনার ইচ্ছা করলে পছন্দের মত অন্য আকৃতির করতে পারেন।

ধাপ-৭

20220608_205303.jpg

এখন ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গুলো গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি।

ধাপ-৮

20220608_211758.jpg

মিষ্টি গুলো তেলের মধ্যে এপিঠ ওপিঠ ভালো করে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি।

ধাপ-৯

20220608_212828.jpg

এভাবে পর্যায়ক্রমে সবগুলো মিষ্টি হালকা বাদামি কালার করে ভালভাবে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রেখেছি।

ধাপ-১০

20220608_220957.jpg

এখন পূর্বে প্রস্তুত করে রাখা চিনির গরম রস গুলো ভেজে নেয়া মিষ্টির উপরে আস্তে আস্তে ঢেঁলে দিয়েছি।

ধাপ-১১

20220608_224008.jpg

ভালো করে এপিঠ-ওপিঠ উল্টিয়ে মিষ্টিগুলো ভিজিয়ে নিয়েছি। যেন দুই দিকে ভালো করে নরম হয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর মিষ্টিগুলো নরম হয়ে গেলে পরিবেশন করেছি।

বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুস্বাদু এলাচ মিষ্টি রেসিপি সম্পন্ন করলাম। এর মাঝে সামান্য একটু দুর্ঘটনা ঘটেছিল ইতিমধ্যে আপনারা শুনেছেন। সে কারণেই রেসিপিটি সম্পন্ন করতে কিছুটা বিলম্ব হল। যাই হোক আমি খেয়ে দেখেছি এলাচ মিষ্টি রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। আমার রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি খেতে খুব ভালো লাগবে। আমার আজকের সুস্বাদু এলাচ মিষ্টি রেসিপি টি কেমন লাগলো মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন আশা করছি।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
ফটো@mayedul
পোস্টরেসিপি

Logo-1.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

আপনার এত সুন্দর মিষ্টি তৈরি ধরনটা আমাকে মুগ্ধ করেছে। আমি খুবই অনুপ্রাণিত হয়েছি আপনার এলাচ দিয়ে মিষ্টি তৈরি করা দেখে। নতুন একটি রেসিপি তৈরি করা শিখতে পেরেছি আপনার মাধ্যমে।

 2 years ago 

এলাচ মিষ্টি রেসিপিটি খেতেও বেশ সুস্বাদু।
একবার ট্রাই করে দেখতে পারেন।

 2 years ago 

সুস্বাদু এলাচ মিষ্টি রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। এই রেসিপি আমি এখনো তৈরি করিনি তবে আপনার রেসিপি উপস্থাপন দেখে আমি ভালোভাবে শিখতে নিলাম। পরবর্তীতে তৈরি করবেন ইনশাল্লাহ।

 2 years ago 

খুব সহজেই সুস্বাদু এই এলাচ মিষ্টি রেসিপি তৈরি করা যায়। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সহজেই দারুন একটি মিষ্টি বানানোর পদ্ধতি শেয়ার করলেন আজ। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোন পিঠা কিন্তু পরে দেখলাম পিঠাগুলো মিষ্টি হয়ে গেল। আসলেই ভাল লেগেছে আপনার রেসিপি। চেষ্টা করব কোন একদিন নতুন এই মিষ্টি বানাতে। ধন্যবাদ

 2 years ago 

ঠিক বলেছেন ম্যাজিক করে পিঠাকে মিষ্টি বানিয়ে দিলাম। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন খেতে বেশ সুস্বাদু।

 2 years ago 

সুস্বাদু এলাচ মিষ্টি 😋
এধরনের মিষ্টি কখনো খাওয়া হয়নি।
বেশ চমৎকার ধাপগুলো দেখিয়েছেন।
চেষ্টা করাই যায় বাসায়।
সুন্দর ছিল উপস্থাপনা।

 2 years ago 

এলাচ মিষ্টি রেসিপিটি অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। খেতে বেশ সুস্বাদু আশা করছি আপনারও ভালো লাগবে।

 2 years ago 

তেলে ভাজার কাজ গুলো একটু সাবধানে করতে হয় ভাইয়া। চোখে পড়লে তো অনেক বড় বিপদ হয়ে যেত। যাক তেমন কোনো সমস্যা হয়নি তাহলে। এলাচের মিষ্টি তো এভাবে খেয়ে দেখিনি। দেখেই অবশ্য লোভ লেগে গেল ভাইয়া। দাওয়াত দিলেও পারতেন 🤭

 2 years ago 

এভাবে ফুটে যাবে কল্পনা করিনি আল্লাহ বাঁচিয়েছে। এলাচ মিষ্টি রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন খেতে অনেক সুস্বাদু।

 2 years ago 

মিষ্টি আমার খুব প্রিয় তবে এখন হয়তো তেমন একটা খাওয়া না। কিন্তু আপনি যে এলাচ মিষ্টি বানিয়েছেন রেসিপিটি দেখে খুব লোভ হচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

একবার ট্রাই করে দেখুন রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ?

এলাচ মিষ্টি খাবেন আর তেলের ছিটে লাগবে না তা কি হয়। হা হা। অনেক টা রস বড়ার মতন। তবে এটা যদি মাসকালাই ডাল দিয়ে তৈরী করতেন তবে কি যে স্বাদ হতো। মুখে দিলেই গলে যেতো। ভালই তৈরী করেছেন কিন্তু তেলের যে দাম। ভাল থাকবেন।

 2 years ago 

মাসকলাই ডাল দিয়ে কখনো এভাবে খাওয়া হয়নি ট্রাই করে দেখব। আর তেলের এত দামের মধ্যে তেল দিয়ে ভেজেছি বলেই মনে হয় তেল ছ্যাকা দিয়ে গেল।

 2 years ago 

আসলে কাজের মানুষ কখনো বসে থাকতে পারে না। কাজ না থাকলেই নতুন করে আরেকটি কাজ নিয়ে আসে। এটাই হচ্ছে কাজের মানুষের ধরন। আজকে আপনি এলাচি দিয়ে যে মিষ্টি তৈরি করেছেন এটি খুবই সুন্দর হয়েছে এবং খেতেও বেশ সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুস্বাদু এলাচ মিষ্টি রেসিপি দেখেই জিভে পানি চলে আসলো। আপনি সুজি দিয়ে খুবই সুস্বাদু করে এলাচ মিষ্টি তৈরি করেছেন। মিষ্টি গুলো দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি লোভনীয় ও সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এলাচ মিষ্টি তৈরির পারফেক্ট একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60252.67
ETH 2426.43
USDT 1.00
SBD 2.44