শীতের রাতে কুয়াশার মাঝে একদিন || ১০% - বেনিফিশিয়ারি প্রিয় shy-fox এর জন্য।
হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আমার চেনা শহরটা আজ কেমন যেন অচেনা লাগছে অথচ এই পথ দিয়ে আমি কত যে হেঠেছি তা হয়তো গুনে শেষ করতে পারবনা। অচেনার মাঝে সবকিছু নতুন করে খুঁজে নিতে মন্দ লাগছিলনা।
হাঁটতে ভালই লাগছিল আবার একটু একটু ভয়ও করছিলো চারিদিকে শুনশান সাধারণত এত তাড়াতাড়ি রাস্তা মানবাশুন্য হয়না অতিরিক্ত ঠান্ডার কারণে এমনটা হয়েছে। যাক আর টেনশন করে লাভ নাই ওই যে দূরে স্টেশনের লাইট দেখা যাচ্ছে। তবে আমি এইদিকে যাবনা এখানে কিছুই পাওয়া যাবেনা আমি যাবো সামনের দিকে।
আমি স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি কুয়াশাচ্ছন্ন রাত প্রচুর লাইট থাকা সত্বেও স্টেশন দেখা যাচ্ছে না। স্টেশনে যাওয়ার এই রাস্তাটার কাজ সদ্য সমাপ্ত হয়েছে তাই রাস্তাটা অনেক ভালো লাগে কিন্তু রাতে এসে একটু বেশিই ভালো লাগছে।
আমি এই পথ ধরে এগিয়ে স্টেশনের কাছে চলে এসেছি এখানে সামনের গোল চত্তরে একটি ফুলের বাগান করা হয়েছে বেশ ভালই লাগে। কিন্তু শীতের রাতে এই বাগানের সৌন্দর্য্য যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে।
আমি স্টেশনের মূল ফটকের সমানে চলে এসেছি। কুড়িগ্রাম জেলার রেল স্টেশনটি একদম নতুন আঙ্গিকে করা হয়েছে তাই এর সৌন্দর্য্য এখন ঠিকঠাক আছে।
বাইরে কোথাও চা না পেয়ে আমি প্ল্যাটফর্মের ভিতরে চলে গেলাম কিছু যাত্রীর আনাগোনা দেখে বুঝলাম ট্রেন এসেছে সাধারণত এর অনেক আগেই ট্রেন চলে আসে। আজ হয়তো কোনো কারণে অনেক লেট যাক এইসব বিষয়ে মাথা না ঘামিয়ে আমি চা খেয়ে বাইরে চলে এলাম।
আমার উদ্দেশ্য ছিল ঘোরাঘুরি তাই আমি অন্য রাস্তা দিয়ে বের হয়ে হাঁটতে লাগলাম। কিন্তু রাতে হাঁটতে এসে অনেকদিন পর এই দৃশ্য দেখবো আমি ভাবতে পারি নাই।প্রচণ্ড ঠান্ডায় আগুন জ্বালিয়ে গা গরম করার দৃশ্য এখন আর চোখে পরেনা। আমি অতি উৎসাহী হয়ে একটা ফটোগ্রাফি নিতে গেলাম তখন লোকগুলো বলে উঠলো ভাই ছবি আবার ফেসবুকে দিয়েন না। আমি প্রশ্ন করলাম কেনো ? তারা বলে উঠলো আজকেই কম্বল বিলিয়ে আসলাম বন্ধু বান্ধব দেখলে, বলবে অন্যকে কম্বল বিলিয়ে নিজেরা আগুন জ্বালিয়ে গা গরম করছে। কথাটা শুনে আমার খুব ভালো লাগলো আর নিজেকে প্রশ্ন করলাম আমি কি কিছু করতে পেরেছি অসহায় ও দুস্থদের জন্য।
এই দৃশ্য দেখে আর ভাইদের কথা শুনে আমার খুব খারাপ লাগলো হাঁটতে ইচ্ছা করলো না কোনরকমে একটা রিকশার ব্যবস্থা করে বাড়ির দিকে রওনা হলাম। যেতে যেতে ভাবতে লাগলাম আমাদের প্রত্যেকের নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো কর্তব্য।
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি A10 |
---|---|
লোকেশন | কুড়িগ্রাম সদর,কুড়িগ্রাম |
ছবি | মাইদুল ইসলাম |
বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি অন্য কোনদিন আরো কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।
আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো আবার একটু কষ্ট ও পেয়েছি বটে। শীতের সময় দরিদ্রের দিন কাটে অনেক কষ্টে। সত্যি আমাদের উচিৎ এই দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
শীতের সময় আমাদের সকলেরই মোটামুটি কষ্ট হয় তবে দরিদ্রদের কষ্ট সবথেকে বেশি। আমার পোস্টে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।
আপনাদের ওইদিকের শীতের কুয়াশা দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। ঐদিকে এত পরিমাণে কুয়াশা পড়তাছে যাইহোক এখন যেহেতু শীতের সময় আর এখন শীত শেষ হয়ে আসছে সুতরাং একটু ঠান্ডা বেশি পড়লেও আর কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া তাছাড়াও গভীর কুয়াশার মধ্যে মানুষের আগুন পোহানোর দৃশ্য গুলো সত্যি অনেক চমৎকার লাগছিলো। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক বলেছেন আমাদের উত্তরবঙ্গে শীত এবং কুয়াশা একটু বেশীই পরে। আগুন পোহানোর দৃশ্য এখন আর চোখে পড়ে না তাই আমারও খুব ভালো লেগেছে আবার কষ্টও হয়েছে। ধন্যবাদ। শুভকামনা রইলো।
আপনার পোষ্টটি দেখে আমার অনেক ভালো লাগলো ।কিন্তু এর সাথে কথার পোস্টটি পড়ে অনেক কষ্ট পেলাম।আমাদের প্রত্যেকেরই উচিত অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য
ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা।
আপনি এক দিক থেকে খুব ইনজয় করেছেন শীতের রাত্রে হাটে আবার একটু কষ্ট হয়েছে কনসিভ শীত প্রচন্ড পড়ছে এখন এ ধরনের গল্প শুনতে আমার কাছে খুব ভালো লাগে আপনার গল্পটি ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য
আসলে আনন্দ এবং কষ্ট দুটোই পাশাপাশি বহমান। ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।
আপনি কুয়াশার রাতের কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। মুহূর্তটা ও আমাদের মাঝে অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। একা একা রাতে হাঁটতে হাঁটতে কুয়াশাচ্ছন্ন রাতের খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।