শীতের রাতে কুয়াশার মাঝে একদিন || ১০% - বেনিফিশিয়ারি প্রিয় shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

রাতে ঘুমাতে যওয়ার আগে মনটা হঠাৎ কেনজানি খরাপ হয়ে গেল ঘুমাতেই ইচ্ছা করছিলো না,মন চাচ্ছিল কিছু একটা করতে। কিন্তু কি করবো বুঝে উঠতে পারছিলাম না তাই কোন কিছু না ভেবেই বাইরে চলে গেলাম। শীতের রাত প্রচন্ড ঠান্ডা ও কুয়াশায় চারিদিক ঢেকে আছে। একা একা রাস্তায় হাঁটছি রাস্তা প্রায় মানবশুন্য তাই একটু খারাপ লাগছিলো। কোনদিকে যাব ভাবছি আর হাঁটছি, হাঁটতে হাঁটতে হাইওয়ের দিকে চলে গেলাম। হাইওয়ে ধরে কিছুক্ষন হাঁটলেই রেলস্টেশন পাওয়া যাবে তাই মনস্থির করলাম ঐদিকেই যাবো। আর কিছু নাহোক অন্তত এককাপ চা পাওয়া যাবে এটা ভেবেই হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে ঠান্ডা আমার জ্যাকেট ছিদ্র করে ভিতরে ঢুকছে তাই দ্রুত হাটা শুরু করলাম যেন গায়ে একটু গরম ধরে।

Picsart_22-02-06_00-40-39-023.jpg

আমার চেনা শহরটা আজ কেমন যেন অচেনা লাগছে অথচ এই পথ দিয়ে আমি কত যে হেঠেছি তা হয়তো গুনে শেষ করতে পারবনা। অচেনার মাঝে সবকিছু নতুন করে খুঁজে নিতে মন্দ লাগছিলনা।

20220201_232206.jpg

20220201_205920.jpg

হাঁটতে ভালই লাগছিল আবার একটু একটু ভয়ও করছিলো চারিদিকে শুনশান সাধারণত এত তাড়াতাড়ি রাস্তা মানবাশুন্য হয়না অতিরিক্ত ঠান্ডার কারণে এমনটা হয়েছে। যাক আর টেনশন করে লাভ নাই ওই যে দূরে স্টেশনের লাইট দেখা যাচ্ছে। তবে আমি এইদিকে যাবনা এখানে কিছুই পাওয়া যাবেনা আমি যাবো সামনের দিকে।

20220130_214828.jpg

আমি স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি কুয়াশাচ্ছন্ন রাত প্রচুর লাইট থাকা সত্বেও স্টেশন দেখা যাচ্ছে না। স্টেশনে যাওয়ার এই রাস্তাটার কাজ সদ্য সমাপ্ত হয়েছে তাই রাস্তাটা অনেক ভালো লাগে কিন্তু রাতে এসে একটু বেশিই ভালো লাগছে।

20220130_215002.jpg

20220130_214944.jpg

আমি এই পথ ধরে এগিয়ে স্টেশনের কাছে চলে এসেছি এখানে সামনের গোল চত্তরে একটি ফুলের বাগান করা হয়েছে বেশ ভালই লাগে। কিন্তু শীতের রাতে এই বাগানের সৌন্দর্য্য যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে।

20220130_215048.jpg

20220130_215023.jpg

আমি স্টেশনের মূল ফটকের সমানে চলে এসেছি। কুড়িগ্রাম জেলার রেল স্টেশনটি একদম নতুন আঙ্গিকে করা হয়েছে তাই এর সৌন্দর্য্য এখন ঠিকঠাক আছে।

20220130_215211.jpg

20220130_215122.jpg

বাইরে কোথাও চা না পেয়ে আমি প্ল্যাটফর্মের ভিতরে চলে গেলাম কিছু যাত্রীর আনাগোনা দেখে বুঝলাম ট্রেন এসেছে সাধারণত এর অনেক আগেই ট্রেন চলে আসে। আজ হয়তো কোনো কারণে অনেক লেট যাক এইসব বিষয়ে মাথা না ঘামিয়ে আমি চা খেয়ে বাইরে চলে এলাম।

20220130_215510.jpg

20220130_215442.jpg

আমার উদ্দেশ্য ছিল ঘোরাঘুরি তাই আমি অন্য রাস্তা দিয়ে বের হয়ে হাঁটতে লাগলাম। কিন্তু রাতে হাঁটতে এসে অনেকদিন পর এই দৃশ্য দেখবো আমি ভাবতে পারি নাই।প্রচণ্ড ঠান্ডায় আগুন জ্বালিয়ে গা গরম করার দৃশ্য এখন আর চোখে পরেনা। আমি অতি উৎসাহী হয়ে একটা ফটোগ্রাফি নিতে গেলাম তখন লোকগুলো বলে উঠলো ভাই ছবি আবার ফেসবুকে দিয়েন না। আমি প্রশ্ন করলাম কেনো ? তারা বলে উঠলো আজকেই কম্বল বিলিয়ে আসলাম বন্ধু বান্ধব দেখলে, বলবে অন্যকে কম্বল বিলিয়ে নিজেরা আগুন জ্বালিয়ে গা গরম করছে। কথাটা শুনে আমার খুব ভালো লাগলো আর নিজেকে প্রশ্ন করলাম আমি কি কিছু করতে পেরেছি অসহায় ও দুস্থদের জন্য।

20220131_204340.jpg

20220131_204244.jpg

এই দৃশ্য দেখে আর ভাইদের কথা শুনে আমার খুব খারাপ লাগলো হাঁটতে ইচ্ছা করলো না কোনরকমে একটা রিকশার ব্যবস্থা করে বাড়ির দিকে রওনা হলাম। যেতে যেতে ভাবতে লাগলাম আমাদের প্রত্যেকের নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো কর্তব্য।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A10
লোকেশনকুড়িগ্রাম সদর,কুড়িগ্রাম
ছবিমাইদুল ইসলাম

বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি অন্য কোনদিন আরো কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Sort:  
 3 years ago 

আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো আবার একটু কষ্ট ও পেয়েছি বটে। শীতের সময় দরিদ্রের দিন কাটে অনেক কষ্টে। সত্যি আমাদের উচিৎ এই দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

 3 years ago 

শীতের সময় আমাদের সকলেরই মোটামুটি কষ্ট হয় তবে দরিদ্রদের কষ্ট সবথেকে বেশি। আমার পোস্টে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

আপনাদের ওইদিকের শীতের কুয়াশা দেখে সত্যিই অবাক হয়ে গেলাম।‌ ঐদিকে এত পরিমাণে কুয়াশা পড়তাছে যাইহোক এখন যেহেতু শীতের সময় আর এখন শীত শেষ হয়ে আসছে সুতরাং একটু ঠান্ডা বেশি পড়লেও আর কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া তাছাড়াও গভীর কুয়াশার মধ্যে মানুষের আগুন পোহানোর দৃশ্য গুলো সত্যি অনেক চমৎকার লাগছিলো। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ঠিক বলেছেন আমাদের উত্তরবঙ্গে শীত এবং কুয়াশা একটু বেশীই পরে। আগুন পোহানোর দৃশ্য এখন আর চোখে পড়ে না তাই আমারও খুব ভালো লেগেছে আবার কষ্টও হয়েছে। ধন্যবাদ। শুভকামনা রইলো।

 3 years ago 

আপনার পোষ্টটি দেখে আমার অনেক ভালো লাগলো ।কিন্তু এর সাথে কথার পোস্টটি পড়ে অনেক কষ্ট পেলাম।আমাদের প্রত্যেকেরই উচিত অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা।

আপনি এক দিক থেকে খুব ইনজয় করেছেন শীতের রাত্রে হাটে আবার একটু কষ্ট হয়েছে কনসিভ শীত প্রচন্ড পড়ছে এখন এ ধরনের গল্প শুনতে আমার কাছে খুব ভালো লাগে আপনার গল্পটি ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আসলে আনন্দ এবং কষ্ট দুটোই পাশাপাশি বহমান। ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনি কুয়াশার রাতের কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। মুহূর্তটা ও আমাদের মাঝে অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। একা একা রাতে হাঁটতে হাঁটতে কুয়াশাচ্ছন্ন রাতের খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90641.97
ETH 3108.44
USDT 1.00
SBD 2.99