মুলা দিয়ে মুরগির মাংসের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_22-08-16_23-02-54-156.jpg

আজ দুপুরে আমার বাসায় মুরগির মাংস রান্না করা হয়েছিল। আজকে দুপুরে বাসায় লাঞ্চ করতে পারিনি তাই বেশ কিছু মুরগির মাংস আমার জন্য রেখে দিয়েছে। আমি সন্ধ্যার অনেক পরেই বাসায় ফিরেছি সাথে কিছু সবজি নিয়ে এসেছিলাম। যেহেতু বাসায় ফিরে দেখলাম মুরগির মাংস আছে এবং সাথে আমি কয়েকটি সবজি নিয়ে এসেছি। তৎক্ষণাৎ চিন্তা করে ফেললাম মুলা, পটল ও আলু দিয়ে মুরগি মাংসের চমৎকার একটি রেসিপি তৈরি করে ফেলা যায়। কিছুক্ষণ আগেই সেই রেসিপি করে পেট ভরে খেয়ে নিলাম। আগে পেট পুজো করে তারপরে রেসিপিটি শেয়ার করতে বসেছি। প্রত্যাশা করছি আপনাদের কাছেও রেসিপিটি অনেক ভালো লাগবে। দেখে নেয়া যাক আমার আজকের রেসিপি।

Picsart_22-08-16_23-09-00-497.jpg

প্রয়োজনীয় উপকরণ:

উপকরণপরিমাণ
দেশী মুরগীএকটার অর্ধেক
মুলা৪ টা
পটল৪টা
আলু৪টা
সয়াবিন তেলপরিমাণমতো
লবনস্বাদমতো
পেঁয়াজ৩-৪ টা
কাচা মরিচ৫-৬ টা
জিরা গুঁড়া১ চা চামচ
ধনিয়া গুঁড়া১ চা চামচ
পাঁচফোড়ন গুঁড়া১ চা চামচ
শুকনা মরিচের গুঁড়া১ চা চামচ
গরম মশলাপরিমাণমতো
আদা বাটা১ টেবিল চামচ
রসুন বাটা১ টেবিল চামচ
তেজপাতা৩-৪ টা পাতা
হলুদ গুঁড়াপরিমাণমতো

প্রস্তুত প্রণালী:

শুরু করছি:

20220816_230010.jpg

প্রথমে প্রয়োজনীয় মুলা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আলাদা একটি পাত্রে রেখে দিয়েছি।

20220816_225936.jpg

এখন পটলগুলো পছন্দমত টুকরা করে ধুয়ে পরিষ্কার করার পর অন্য একটি পাত্রে রেখেছি।

20220816_225800.jpg

আলু গুলো ধুয়ে পরিষ্কার করার পর কেটে নিয়ে অন্য আরেকটা পাত্রে রেখে দিয়েছি।

20220816_230049.jpg

যেহেতু পূর্বেই মুরগির মাংস রান্না করা ছিল তাই রান্নার সুবিধার্থে একটি পাত্রের মধ্যে আলাদা করে হাতের কাছে রেখেছি।

20220816_225907.jpg

এখন রান্না শুরু করার জন্য চুলায় কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে গরম করে নিয়েছি।

20220816_225849.jpg

এখন পূর্বে কেটে নেওয়া প্রয়োজনীয় পেঁয়াজকুচি ও মরিচকুচি কড়াইতে ঢেলে দিয়েছি।

20220816_225828.jpg

পূর্বে প্রস্তুত করে রাখা মুলা, পটল ও আলু টুকরো গুলো রান্নার জন্য ঢেলে দিয়েছি।

20220816_225734.jpg

সবগুলো সবজি খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। এবং স্বাদমতো লবণ দিয়েছি।

20220816_225715.jpg

এখন সবজিগুলোর মধ্যে প্রয়োজনীয় হলুদের গুড়া দিয়েছি।

20220816_225644.jpg

আমার রেসিপিটি একটু ঝাল ঝাল করার জন্য প্রয়োজনীয় শুকনা মরিচের গুড়া দিয়েছি।

20220816_225537.jpg

মিশ্রণ করে রাখা জিরা গুড়া, ধনিয়া গুড়া ও পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি।

20220816_225459.jpg

এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা সবজি গুলোর মধ্যে দিয়েছি।

20220816_225419.jpg

তারপর এখানে প্রয়োজনীয় এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি।

20220816_225344.jpg

যেহেতু মুরগির মাংস দিয়ে রেসিপি করছি তাই গরম মসলা তো দিতেই হতো। এখন কিছুটা গরম মসলা দিয়েছি।

20220816_225223.jpg

তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ৫-৬ মিনিট কষিয়ে নিয়েছি।

20220816_225200.jpg

20220816_225123.jpg

এরপর সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

20220816_225033.jpg

পূর্বেই রান্না করে রাখা মুরগির মাংসগুলো এখন কষানো সবজিগুলোর মধ্যে ঢেলে দিয়েছি।

20220816_224954.jpg

সবগুলো সবজির সঙ্গে রান্না করে রাখা মুরগির মাংসগুলো ভালো করে মিক্সচার করে নিয়ে ঝোলের জন্য পানি দিয়েছি।

20220816_224925.jpg

এখন ঝোল কিছুটা কমে আসলে যখন তেল ছেড়ে দিবে তখন কড়াই থেকে নামিয়ে নেব।

পরিবেশনের জন্য প্রস্তুত:

20220816_224832.jpg

মুলা সবসময় আমরা মাছ দিয়েই বেশি খেয়ে থাকি। আজকে মুরগির মাংস দিয়ে রেসিপি করাতে খেতে এতটাই সুস্বাদু হয়েছে যে এখন থেকে মাছ দিয়ে খাওয়ার কথা চিন্তাই করব না। মুলা দিয়ে মুরগির মাংসের রেসিপি এতটা সুস্বাদু হয়েছিল আমি নিজেই প্রায় অর্ধেক খেয়ে ফেলেছিলাম হা হা হা। আপনারাও মুলা দিয়ে মুরগির মাংসের সুস্বাদু রেসিপি ট্রাই করতে পারেন। আশা করছি আমার কথা সত্যতা মিলবে।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Logo-1.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

বিভিন্ন মাধ্যমে মুরগির মাংস রান্না করা দেখেছি। কিন্তু মুলা দিয়েই প্রথম দেখলাম।। নতুন একটা রান্না শিখে নিতে পারলাম ।।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

মুলা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন অসাধারণ হয়েছিল খেতে।

 2 years ago 

ভাইয়া মুলা দিয়ে মুরগির মাংস ভুনা রেসিপি টা অনেক সুন্দর হয়েছে। মুলা দিয়ে মুরগি রান্না কখনো খাওয়া হয়নি। নতুন একটি রেসিপি দেখলাম। প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি দেখে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। দোয়া এবং শুভকামনা রইল।

 2 years ago 

মুলা দিয়ে মুরগির মাংসের রেসিপি খেতে অসাধারণ ছিল।
একবার ট্রাই করে দেখবেন।

 2 years ago 

রান্না করা মুরগির মাংস দিয়ে আপনি বিভিন্ন প্রকার সবজি রান্না করেছেন দেখে ভালো লাগলো। মুরগির মাংস খেতে আমার কাছে বেশ ভালো লাগে। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মুলা কিন্তু মাছের চেয়ে মুরগির মাংস দিয়েই বেশি টেস্ট পেলাম।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

এমনি মুরগির মাংস আমি অনেক খেয়েছি। তবে মুলা দিয়ে কখনো মুরগির মাংস রান্না করে খাওয়া হয়নি। মুলা তরকারি আমার একমাত্র চিংড়ি মাছ দিয়েই খেতে খুব ভালো লাগে। কিন্তু আপনার রেসিপিটি দেখে খুব লোভনীয় এবং সুস্বাদু মনে হচ্ছে। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া এবং অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

মুলা তো অনেকভাবেই খেয়েছেন একবার মাংস দিয়ে খেয়ে দেখেন।

 2 years ago 

বেশ কয়েকটি পুষ্টিকর সবজি দিয়ে মুরগির মাংসের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। মুরগির মাংসের এই রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। এত সুন্দর ভাবে গুছিয়ে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আসলেই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু ছিল।

 2 years ago 

মুলা দিয়ে মাছ রান্না করে খেয়েছি কিন্তু মুলা দিয়ে মুরগির মাংস রান্না করা যায় জানা ছিল না।আপনার রেসিপি থেকে নতুন একটি জিনিস শিখে নিলাম। খুব সুন্দরভাবে মুলা দিয়ে মুরগির মাংস রেসিপি তৈরি করেছেন। এখনো শীতকাল আসেনি কিন্তু আপনি খুব সুন্দর ভাবে মুলার রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মুলা দিয়ে মুরগির মাংসের রেসিপি করে দেখলাম মাছের চেয়েও বেশি টেস্টি হয়।

 2 years ago 

মুলা দিয়ে মুরগির মাংসের সুস্বাদু রেসিপি দেখে সত্যি অবাক লাগছে। অনেক ইউনিক একটি রেসিপি আপনি শেয়ার করেছেন। আপনার এতো সুন্দর রেসিপি দেখে সত্যি ভাই আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আমাদের এদিকে এখনো মোলা উঠেনি। আপনি অনেক সুন্দরভাবে মুলা দিয়ে মুরগির মাংস রেসিপি তৈরি করছেন । আসলেই দেখে মনে হচ্ছে সুস্থ হয়েছে ।এমন ধরনের রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আগে যেমন শীতকাল ছাড়া মূলা পাওয়া যেত না আর এখন সারা বছরই পাওয়া যায়।

 2 years ago 

মুরগির মাংস দিয়ে মুলার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। মূলা আমার অনেক পছন্দের একটি সবজি। মুরগির মাংস দিয়ে রান্না করলে খেতে আসলেই অনেক সুস্বাদু লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপিটি খেতেও বেশ সুস্বাদু ছিল।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68492.14
ETH 2699.27
USDT 1.00
SBD 2.72