ঈদের দিনে আনন্দময় কিছু অনুভূতি || 10% beneficiary to @shy-fox.

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_22-05-04_15-52-25-745.jpg

চাঁদরাতে শেষ মুহূর্তের কেনাকাটা শেষ করে মধ্য রাত পেরিয়ে বাসায় ফিরেছি। কোনরকমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছিল। চাঁদ রাতের সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সম্পূর্ণ মজার ঘটনা গুলো আমি পূর্বেই শেয়ার করেছিলাম। তাই আর এখন এই বিষয়ে কিছু না বলাটাই ভালো। অভিজ্ঞতা গুলো যদি অনেক ভাল ছিল বারবার মনে করার মত।

যাইহোক ঘুমাতে অনেক দেরি হওয়ার কারণে সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না। তারপরও যেহেতু ঈদের ওয়াজিব নামাজ আদায় করতেই হবে। কি আর করা ঘুম থেকে উঠলাম সাড়ে আটটার দিকে। বেশ বিলম্বই হয়েছে মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে গোসল সেরে প্রথমেই আমি কিছুটা মিষ্টিমুখ করে নিলাম। যেহেতু নয়টায় নামাজ আর নামাজের আগে মিষ্টান্ন খাওয়া সুন্নত তাই একটু তাড়াহুড়ো করছি। আমি যখন মাঠের খুব কাছাকাছি চলে গেলাম তখন মাইকে ঘোষনা দেয়া শুরু করেছে এক্ষণি নামাজ শুরু হবে। আপনারা তাড়াতাড়ি করে মাঠে উপস্থিত হয়ে কাতারে দাড়িয়ে যান।

20220504_154640.jpg
20220504_154800.jpg
20220504_154705.jpg

w3w location

আমি ঈদগা মাঠে উপস্থিত হওয়ার পর দেখলাম নয়টা বাজতে আরো ২ মিনিট বাকি আছে। তাই মাঠের পিছনের দিকে অংশে দাড়ালাম। পিছনে দাঁড়ানো কারণ সকালে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পেরেছি ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে। আমার এখানেও আকাশ যে যুব একটা পরিষ্কার টা নয়। বাতাস বইছিল সাথে রোদের আসা-যাওয়া যেকোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে।

তাই পিছনের দিকে দাঁড়িয়েছি যেন নামাজ শেষ করে দ্রুত বেরিয়ে পড়তে পারি। ভাবতে ভাবতেই কাতারে দাঁড়ানো শুরু হয়েছে। ইমাম সাহেব মুসল্লিদের কাতার সোজা করতে বলে নতুন করে আরও একবার নামাজের নিয়ম কানুন নিহতসহ বলে দিচ্ছেন। যদিও আমরা সবাই নামাজের নিয়ম জানি তারপরও সতর্কতামূল সবাইকে জানিয়ে দেয়া আর কি।

20220504_154344.jpg
20220504_154534.jpg

w3w location

ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করে খুতবা পাঠ করার পর সকলের জন্য দোয়া করার মাধ্যমে নামাজ শেষ করলাম। নামাজ শেষে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য কুশল বিনিময় ও কোলাকুলি করছি। এমন অবস্থায় @mahir4221 ও ওর বাবা অর্থাৎ আমার বড় দুলাভাই এর সাথে দেখা। ওদের সাথেও কুশল বিনিময় ও কোলাকুলি করার পর্ব শেষ করলাম।

যেহেতু ঈদগাহ মাঠের খুব কাছেই ওদের বাসা তাই মাঠ থেকে প্রথমে ওদের বাসায় গেলাম। বাসায় সবার সঙ্গে দেখা করে সেখানে বেশ কিছু নাস্তা ও চা পান করে কিছুক্ষণ গল্পগুজব করলাম। তাছাড়া ঈদে সালামির তো একটা পর্ব আছেই। আমরা যখন ছোট ছিলাম নামাজ পড়ে এসে লাইন ধরে সালামি করা শুরু করতাম। আমাদের সময় ঈদের দিনে এইটাই সবচেয়ে বড় আনন্দের বিষয় ছিল। নতুন কাপড় পড়ে সবাইকে সালাম করে সালামি নেয়া তারপর বাইরে ঘুরতে যাওয়া। দুপুরে খাওয়ার কোনো হুশ থাকতোনা একেবারে শেষ বিকালে এসে কিছু খেয়ে আবার বাইরে চলে যেতাম।

20220504_153924.jpg
20220504_154055.jpg

w3w location

ওখান থেকে বের হয়ে ওদের নিয়ে সোজা বাসায় চলে আসি। বাসার সামনে আসতেই লক্ষ্য করলাম আমার রাজকন্যা ও রাজপুত্র আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি প্রথমেই বাসায় এসে আনন্দঘন মুহূর্ত টি স্মরণীয় করে রাখার জন্য বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়েছি। তার মধ্য থেকে দুই একটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তারপর বাসায় এসে সালাম এর পর্ব শুরু হয়ে গেল কে কত সালামি নিবে এটা নিয়ে কিছুক্ষণ দর কষাকষি চললো। নামাজ শেষে বাসায় এসে কিছু না খেলে কেমন হয় অনেক কিছুই খেতে দিয়েছে কিন্তু আমার সবথেকে বেশি পছন্দ লাচ্ছা সেমাই আমি সেটাই খেয়েছি।

20220504_154209.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
ফটো@mayedul
লোকেশনw3w location

তিন প্রজন্ম হ্যাঁ ফটোগ্রাফিতে আমার বাবা, আমি এবং আমার সন্তান তিন প্রজন্মের কথাই বলছি। ফটোগ্রাফি টা নেয়ার সময় এসব কিছু ভাবি নি। পরবর্তীতে মোবাইলটা হাতে নিয়ে ফটোগ্রফি গুলো দেখতে দেখতে এই অনুভূতিটা চলে আসে। চাঁদরাতে বাইরে অনেক্ষণ থাকার পর বাসায় এসে রাতে খুব বেশি করে ঘুমাতে পারিনি। নামাজ পড়ে এসে মিষ্টি কিছু খাওয়ার পর আরো যেন চোখ খুলে রাখতে পারছিলাম না। শরীর মধ্যে কেমন যেন একটা অলসতা চলে এসেছিল তাই কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে বিকেলে ছেলেমেয়েদের দিয়ে বাইরে বেরিয়েছি। সব মিলিয়ে ঈদের দিনটা অনেক আনন্দে কাটিয়েছি। সন্তানদের মুখে কিছুটা আসি দেখে আমার অনেক ভালো লাগছে। আমার ঈদের আনন্দ টুকু আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের এই পোস্টটি লিখতে বসেছিলাম। আমার আজকের এই পোস্টটি আপনাদের কেমন লাগলো মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন আশা করছি।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Logo.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

ঈদ মোবারক 🕌

আসলে পরিবারে সাথে ঈদ উদযাপন করার অনুভূতি সত্যিই দারুন।
আপনি খুব চমৎকারভাবে আপনার অনুভূতি ব্যাক্ত করেছেন। আর চমৎকার ঈদের দিনটি কাটিয়েছেন বোঝাই যাচ্ছে।
আমাদের এদিকে বৃষ্টির জন্য সত্যিই বেশ ঝামেলা পোহাতে হয়েছে।

 2 years ago 

আপনার নিজের এলাকা সহ অন্যান্য বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের খবর আমি আগেই শুনেছি। তাই আপনাদের জন্য কিছুটা খারাপ লাগলো ঈদের দিনে ঘরেই বসে থাকতে হয়েছে।

 2 years ago 

ঈদের দিনে খুব সুন্দর একটি মুহূর্ত পার করেছেন ভাই। যদিও ঈদের মাঠে নামাজ পড়ার সৌভাগ্য আমার হয় নাই। তবে ভালো লাগলো যে আপনি মাঠে নামাজ পড়তে পেরেছেন। সবার সাথে মাঠে সুন্দর একটি মুহূর্ত পার করেছেন আপনি। নামাজ শেষে কুশল বিনিময় করেছেন।তবে আপনাদের তিন প্রজন্ম কে একসাথে দেখে ভালই লাগলো ভাই। ভালো লাগলো দেখে ভাই সবকিছু। আরে সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

গতকাল আপনাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছিলাম আপনারা ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারেননি এটা আসলে অত্যন্ত দুঃখজনক। ঈদের নামাজ ঈদগাহ মাঠে পড়তেই বেশি ভালো লাগে।

 2 years ago 

ভাই আপনি ঈদের দিন খুব মজা করেছেন। খুব সুন্দর করে আপনি আপনার ঈদুল ফিতর উদযাপন করেছেন। আসলে পরিবারের সকলকে নিয়ে এভাবে কাটাতে খুব ভালোই লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার ঈদের সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।এবং আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল ঈদ মোবারক।

 2 years ago 

আসলে সকলকে নিয়ে একসঙ্গে আনন্দ করাটাই ঈদের তাৎপর্য।

 2 years ago 

সত্যি মামা পরিবারকে সঙ্গে নিয়ে আপনার ঈদের দিন টা দারুন কেটেছে। খুবই ভালো লাগলো আপনার ঈদের দিনে কাটানো আনন্দঘেরা মুহূর্ত গুলো পড়ে। অনেক অনেক দোয়া রইল মামা আপনার প্রত্যেকটা দিনই এরকম আনন্দের সাথে কাটুক। ধন্যবাদ।

 2 years ago 

তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার প্রতিটা মুহূর্ত কাটুক ঈদের দিনের মতো অনাবিল আনন্দে।

 2 years ago 

ঈদ মোবারক
পরিবারের সাথে আপনার ঈদ ভালোই কাটছে দেখতে পাচ্ছি।আসলে প্রিয়জনদের সাথে ঈদ ভাগাভাগি করা অনেক আনন্দের। সুন্দর সময় গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।আপনি ভালো সময় পার করছেন দেখে আমারো ভালো লাগল এটাই ভালোবাসা।

 2 years ago 

আসলেই ঈদের আনন্দ তখনি পরিপূর্ণতা পায় যখন নিজেকে সবার মাঝে বিলিয়ে দেয়া যায়। ধন্যবাদ।

 2 years ago 

সব মিলিয়ে বুঝতে পারলাম খুবই সুন্দর ভাবে ঈদের দিনটা উদযাপন করেছেন আত্মীয়-স্বজনদের সাথে নিয়ে। আসলে আপনজনদের মাঝে ঈদ করার মজাটাই আলাদা। যাই হোক সব মিলিয়ে খুব সুন্দর ভাবে ঈদের পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আসলে ঈদের আনন্দ তখনি পরিপূর্ণতা পায় যখন সবাই মিলে একসঙ্গে ঈদ আনন্দ উদযাপন করা হয়।

 2 years ago 

ঈদের শুভেচ্ছা নিয়েন ভাই ঈদ মুবারক।

যাইহোক। তিন প্রজন্ম এক ফ্রেমে সত্যিই দারুন ব্যাপার।আপনার ছেলে কোনো একদিন এই ছবি দেখলে তার দাদুকে খুব ভালোবাসবে😍

 2 years ago 

ঈদ মুবারক
আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ঈদ এর শুভেচ্ছা রইলো।
পরিবার এর সাথে ঈদ পালন করার মজাই আলাদা। ঈদ এর দিন সকাল এ আমাদের বাসায় এসেছিলেন তাই খুব ভালো লেগেছিলো। আপনার ঈদ এর দিন এর ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ঈদ এর আনন্দঘন মূহুর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

তোমাকেও ঈদের শুভেচ্ছা
নামাজ পড়ে তোমাদের বাসায় গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আমার খুব ভালো লেগেছে। তোমার বানানো নাস্তা রেসিপি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। ধন্যবাদ।

 2 years ago 

ঈদের দিনে কাটানো পরিবারের সাথে খুবই সুন্দর কিছু অনুভূতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।

বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পেরেছি ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে

আমাদের গ্রামের অবস্থা ছিল এই ধরনের আমাদের ঈদের নামাজের সময় দিয়েছিল 7:30 এ কিন্তু বৃষ্টিপাতের কারণে সেটি হয়েছে 10:10 মিনিটে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32