ব্রম্মপুত্র নদের পাশে এক দিনের মেলায় ফটোগ্রাফি || 10% beneficiary to @shy-fox.

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_22-04-13_22-31-48-312.jpg
এখন থেকে তিন চার দিন আগের কথা একটা অফিশিয়াল ট্যুরে ব্রহ্মপুত্র নদের পাশের উপজেলা চিলমারীতে গিয়েছিলাম। সেখানে প্রতিবছর অষ্টমী স্নান উপলক্ষে বিভিন্ন জায়গায় একদিনের জন্য মেলা বসে। অন্যান্য মেলার থেকে এই মেলা গুলো একটু ভিন্ন রকম হয়। এখানে বিচিত্র রকমের জিনিসপত্র পাওয়া যায়। তাছাড়াও আশেপাশের গ্রামের ছোট বাচ্চারা মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের খেলা নিয়ে উপস্থিত হয়। আমি সেখানে অনেক সকালে গিয়েছিলাম তখনও ঠিকমত মেলা জমে ওঠেনি। কেবল-ই একটা দুইটা করে স্টল বসানো হচ্ছিল। আমার একটা বিষয় দেখে খুব ভালো লেগেছে এখানে স্থানীয় বেশ কয়েকটি পুকুর থেকে প্রতিবছরই এই মেলাতে বড় বড় মাছ তোলা হয়। আমি সকালবেলা যতক্ষণ ছিলাম ততক্ষণ দুই একটা মাছের দোকান বসে ছিল। সেখানে আমি লক্ষ্য করলাম অনেক বড় বড় বেশ কয়েকটি কাতলা মাছ উঠেছে। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম এখানে এর থেকেও বড় মাছ উঠবে। সময় স্বল্পতার কারণে বেশিক্ষণ থাকতে পারিনি আর সে কারণেই জমজমাট মেলাটি শেষ না করেই ফিরে আসতে হয়েছে। আমি মেলায় ততক্ষণ ছিলাম সেই সময়কার কিছু ফটোগ্রাফি শেয়ার করছি।

20220413_194804.jpg
20220413_194742.jpg

যে কোন মেলায় ছোট বাচ্চাদের জনপ্রিয় একটি দোকান হচ্ছে এই হাওয়াই মিঠাই এর দোকান। এই হাওয়াই মিঠাই এর মূল উপাদান হচ্ছে চিনি। মাঝখানে ছোট জায়গাটাতে চিনি দিয়ে হাত দিয়ে ঘোরানোর ফলে মাকড়সার জালের মত চারিদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এটি কাঠী নিয়ে সেগুলো গোল গোল করে ঘুরিয়ে এইভাবে বল তৈরি করে।

20220413_194717.jpg

মেলা প্রাঙ্গণের পাশেই ছেলেটার বাসা সুধমাত্র আনন্দ করার জন্যই বরি থেকে একটা টেবিল নিয়ে পান চকলেট এর দোকান দিয়েছে। এরকম দোকান বেশ কয়েকটা চোখে পরেছিল।

20220413_194657.jpg

চটপটি ফুচকা বিজ্ঞাপন লেখা দোকানে কলার জন্য দোকান বসেছে। যেহেতু মেলাটা একদিনের জন্য বসে তাই যে যা পারে আনন্দ করার উদ্দেশ্যে মেলাতে নিয়ে আসে।

20220413_194630.jpg
20220413_194536.jpg

এটা হচ্ছে গ্রামেগঞ্জে মেলায় মিষ্টির দোকান। গ্রামের লোকজন প্রচুর মিষ্টিজাতীয় খাবার খায়। এই দোকানের বিশেষত্ব হলো পাশে বড় আয়োজন করে জিলাপি বানানোর দৃশ্য। দোকানের পাশেই নিচে জিলাপি তৈরী করে বিক্রয়ের জন্য সরবরাহ করা হয়।

20220413_194510.jpg

এখানে গ্রাম গঞ্জের মেলা গুলোর মূল আকর্ষণ হচ্ছে মুড়ি মুরকির দোকান। মুড়ি মুড়কি খেতে আমারও খুব ভালো লাগে।

20220413_191841.jpg

মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে আজকে এখানে বেশকিছু স্টল দেখেছিলাম মাটি তৈরি বিভিন্ন পণ্যের উপর সুন্দর করে রং করার দৃশ্য। মাটির তৈরি জিনিস গুলো রং করার পর দেখতে অনেক আকর্ষণীয় মনে হয়।

20220413_191241.jpg

ছোট্ট ছেলেটি অদ্ভুত ধরনের লটারির দৃশ্য দেখে আমার খুব ভালো লাগলো। প্রত্যেকবার ৫টি করে টিকিট নিয়ে লটারি খেলা হয়। প্রতি টিকিটের মূল্য ৫ টাকা আর একটি ডিমের দাম বর্তমান বাজারে ৮ টাকা যেহেতু প্রত্যেকবার একজনকে পুরস্কৃত করা হয় তাই প্রত্যেক খেলায় ১৭ টাকা করে লাভ হয়।

20220413_191200.jpg

গ্রামগঞ্জের ছোট মেলাতে অনেক বড় বড় মাছ উঠেছে দেখে খুব আশ্চর্য হলাম। আরো বেশি আশ্চর্য হয়েছি শুনি কিছুক্ষণের মধ্যে প্রচুর বড় বড় মাছ চলে আসবে। তাদের ভাষায় বড় বড় মাছের প্রদর্শনী।

20220413_191110.jpg20220413_191040.jpg
20220413_191018.jpg20220413_190951.jpg
20220413_190925.jpg20220413_190859.jpg

সকাল থেকেই নতুন নতুন দোকান বসেছে দোকান বলছি কারন এখানে বেশিরভাগই চটি দোকান। যেহেতু মেলাটা একদিনের সকাল থেকে শুরু হয় সন্ধ্যা নামতেই শেষ হয়ে যায়।
এলাকার লোকজন আনন্দ উল্লাস করে। এখানে ছোট ছোট বাচ্চারা আনন্দ করার উদ্দেশ্যে বাড়ি থেকে টেবিল নিয়ে এসে সেখানে চকলেট পান কিনে নিয়ে এসে বিক্রি করে। কেউ আবার সেভেনআপ কিনে নিয়ে এসে লটারি খেলে। একজন আবার দেখতে পেলাম অল্প পরিমাণে কিছু তরমুজ নিয়ে এসে দোকান দিয়ে বসেছে। এখানে বেশ কিছু খেলনা ও কসমেটিকস এর দোকান বসে শুরু করেছে তার দোকান সাজগোজ করার।

20220413_191500.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
ফটো@mayedul
লোকেশনw3w location

বোতলের গলায় চুরি ঢোকানোর খেলা দেখে বেশ মজা লাগলো। এই খেলার নিয়ম হচ্ছে একটি লাঠির মাথায় ঝুলানো চুরি আর নিচে সারিবদ্ধভাবে রাখা আছে সেভেন আপ এর বোতল। সেই বোতলের গলায় চুরি। এখানেও ৫ জনের ৫ টানা টিকেট নিয়ে একটি করে ।প্রতি টিকিটের মূল্য মাত্র ৫ টাকা। আমি কোনদিনই এই খেলার সঙ্গে পরিচিত ছিলাম না। সম্পূর্ণ নতুন একটি খেলা দেখে পাঁচ টাকা দিয়ে টিকেট করলাম আশ্চর্যজনকভাবে সবার আগে আমি বোতলের গলায চুরি পরিয়ে দিলাম। প্রথম পর্যায়ে একটু কষ্ট হচ্ছিল সুতার মাথায় পাতলা চুরি হালকা বাতাসের কারণে বোতল থেকে দূরে সরে যাচ্ছিল। তারপরেও আমি কোনরকমে সবার আগে বোতলের গলায় চুরি দিলাম আর অমনি খেলা স্টপ। কোনো একজন বোতলের গলায় চুরি পড়াতে পারলেন খেলা শেষ হয়ে যায়। প্রথমবারে খেলাটি খেলে আমি বেশ মজাই পেলাম এবং একটি ২৫০ ml এর পুরস্কার জিতলাম

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Logo-1.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

মেলায় গেলে আসলে ভালোই লাগে কারণ এখানে বিভিন্ন রকমের জিনিস ওঠে যেটা দেখতেও ভালো লাগে আর কিনতেও ভালো লাগে আপনি এই মেলায় ভালো মুহুর্ত কাটিয়েছেন ভাই। ফটোগ্রাফি দেখে বোঝা যায়। ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

এটা একটু অন্যরকম এক দিনের মেলা শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

 2 years ago 

ব্রম্মপুত্র নদের পাশে এক দিনের মেলায় ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় প্রতিটি ফটোগ্রাফি আমাকে অন্যরকম এক বিনোদন দিয়েছে।♥♥

 2 years ago 

মেলায় ছোট বাচ্চারা মনোরঞ্জনের জন্য কিছু খেলা নিয়ে এসেছিল যেগুলো আমাদের ছোটবেলায় আমরা খেলতাম।

 2 years ago 

ব্রম্মপুত্র নদের পাশে এক দিনের মেলায় দারুন ঘুরলেন দেখলাম। আসলে এধরনের মেলার আয়োজন সত্যিই একটা আনন্দের বার্তা নিয়ে আসে। ভালো ছিল আপনার পুরো পোস্টটি ।
শুভ কামনা রইল 🥀

 2 years ago 

এই মেলায় গিয়ে আমার একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে।একদিনের মেলা তো তাই যে যা পারে নিয়ে আসে।

 2 years ago 

বুঝতে পারলাম তবে ওখানে মনে হয় জিনিসপত্র বেশ কম মূল্যে পাওয়া যায়।।।।

 2 years ago 

ব্রম্মপুত্র নদের পাশে বেশ সুন্দর একটি মেলার আয়োজন হয়েছিল। এরকম মেলায় আমি কখনো যাইনি। কিন্তু এই ধরনের মেলা গুলোই গেলে অনেক মজা হয়। মেলার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন বলে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদিনের মেলা হলেও মেলাটি বেশ ভালো ছিল। বিচিত্র রকমের অনেক জিনিস এই মেলায় ওঠে তারমধ্যে স্থানীয় পণ্যই বেশি।

 2 years ago 

মেলা মানেই আনন্দ উৎসব, ব্যক্তিগতভাবে মেলায় ঘুরতে আমার অনেক ভালো লাগে। ব্রহ্মপুত্র নদীর পাশে মেলায় ভ্রমণের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে আজকে আপনি শেয়ার করেছেন ভাইয়া। এমন সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ একই সাথে 250ml জেতার জন্য আপনাকে শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58625.96
ETH 3101.66
USDT 1.00
SBD 2.41