চাল কুমড়া দিয়ে দেশী মুরগির মাংসের ঝোল

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

20220820_212516.jpg

বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু একটি সবজি চালকুমড়া। চাল কুমড়া এই সিজনে আমার প্রচুর খাওয়া হয়। এই সবজিটা কেনার পেছনে সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। সুবিধা হচ্ছে চাল কুমড়া দিয়ে আমরা অনেক প্রকার রেসিপি করে খেতে পারি। মাছ অথবা মাংস দিয়ে সাধারণত বেশি খাওয়া হয়। কিন্তু চাল কুমড়া ভাজিও কোনভাবে পিছিয়ে নেই। চাল কুমড়া ভাজি করে খেতেও অনেক ভালো লাগে। চাল কুমড়া খেতে আবার মাঝে মাঝে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। এই গরমে সাধারণত স্কিন ইনফেকশন হয়ে থাকে। এলার্জি ও চুলকানির সমস্যা লেগেই আছে। তাই অনেক সময় বাজারে চাল কুমড়া দেখলেও দুই হাত পিছিয়ে আসি। আপাতত আমি সেই সমস্যায় এখনো পড়িনি। যেহেতু স্কিন প্রবলেম নেই তাই চালকুমড়া খাওয়াই যায়। আজকে চাল কুমড়া দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল করব। এখন কথা না বাড়িয়ে রেসিপির দিকে চলে যাওয়া যাক।

Picsart_22-08-20_21-50-41-230.jpg

প্রয়োজনীয় উপকরণ:

উপকরণপরিমাণ
চাল কুমড়ামাঝারি ১টা
দেশী মুরগীমাঝারি দুইটা
সয়াবিন তেলপরিমাণমতো
লবনস্বাদমতো
পেঁয়াজ৩-৪ টা
কাচা মরিচ৭-৮ টা
জিরা গুঁড়া১ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া১ টেবিল চামচ
পাঁচফোড়ন গুঁড়া১ চা চামচ
শুকনা মরিচের গুঁড়া১ টেবিল চামচ
গরম মশলাপরিমাণমতো
আদা বাটা১ টেবিল চামচ
রসুন বাটা১ টেবিল চামচ
তেজপাতা৩-৪ টা পাতা
হলুদ গুঁড়াপরিমাণমতো

রন্ধন প্রণালী:

শুরু করছি:

20220820_214215.jpg

প্রথমেই মুরগির মাংসগুলো ভালোভাবে ভুনা করে পাত্রে তুলে রেখেছি। যেহেতু চাল কুমড়া রেসিপি শেয়ার করব তাই আর মাংসগুলো রান্না করার প্রতিটা স্টেপ তুলে ধরলাম না। এখন সরাসরি চাল কুমড়া রান্নার দিকে চলে যাই।

20220820_214255.jpg

চাল কুমড়াটা পছন্দমত সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে আলাদা একটি পাত্রে তুলে রেখেছি।

20220820_214032.jpg

চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নেয়ার পর সেখানে মরিচকুচি ও পেঁয়াজ কুচি দিয়েছি।

20220820_214004.jpg

এখন পেঁয়াজ ও মরিচকুচি গুলো হালকা করে ভেজে নিয়েছি।

20220820_213932.jpg

এখন কেটে রাখা চাল কুমড়ার পিসগুলো কড়াইতে ঢেলে দিয়েছি। চাল কুমড়া আগেই ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল।

20220820_213859.jpg

চাল কুমড়া কড়াইতে ঢেলে দেয়ার পর স্বাদমতো কিছুটা লবণ দিয়েছি। লবণ অবশ্যই যে যার ইচ্ছামত কমবেশি করতে পারেন। তরকারিতে কেউ লবণ কম খায়, আবার কেউ একটু বেশি খায় তাই স্বাদ মতো দিতে হবে।

20220820_213836.jpg

তারপর অল্প পরিমাণ হলুদ গুড়া দিয়েছি। যেহেতু মাংস পূর্বেই রান্না করা আছে। আর চাল কুমড়ার তরকারিতে হালকা হলুদ দিলেই কালার টা দেখতে খুব সুন্দর হয়।

20220820_213807.jpg

এখন অল্প পরিমাণ আদাবাটা দিয়েছি। এক চা চামচ পরিমাণ দিব কারণ আগেই বলেছি মাংস রান্না করা আছে।

20220820_213710.jpg

অল্প পরিমাণ রসুন বাটা দিয়েছি। এক চা চামচের কিছুটা কম করে দিয়েছিলাম। আমার যে কোন তরকারিতে রসুন বেশি ব্যবহার করলে কেমন যেন একটু গন্ধ আসে। তাছাড়া মাংস রান্না করাই ছিল আমার কাছে মনে হয়েছিল রসুন বেশি হলে খেতে খারাপ লাগবে।

20220820_213623.jpg

এখন জিরা গুড়া, ধনিয়া গুড়া ও পাঁচফোড়ন গুড়া মিক্সার করে রাখা থেকে পরিমাণমতো দিয়ে দিয়েছি।

20220820_213551.jpg

এক চা চামচ পরিমাণ গরম মসলার গুড়া দিয়েছি। পূর্বেই ব্লেন্ডার মেশিনে গরম মসলা গুড়া করে রেখেছিলাম।

20220820_213523.jpg

সবগুলো উপকরণ চাল কুমড়ার সাথে ভালো করে মেখে কষিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে মসলাগুলো যেন ভালো করে মিশিয়ে নেয়া হয়।

20220820_213439.jpg

কষিয়ে নেয়ার পর ঢাকনা দিয়ে কিছুখন ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর চালকুমড়া থেকে পানি ছেড়ে দেবে।

20220820_213319.jpg

এখন রান্নাটা এগিয়ে নেয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি। যেন সবজিটা ভালো ভাবে সিদ্ধ হয়ে যায়।

20220820_213248.jpg

ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ১০-১৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

20220820_213204.jpg

এখন ঢাকনা খুলে দিয়ে পূর্বেই রান্না করে রাখা মুরগির মাংস থেকে অর্ধেক পরিমাণ মাংস চালকুমড়ার তরকারিতে ঢেলে দিয়েছি।

20220820_213053.jpg

মাংস ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর ঝোল কিছুটা কমে আসবে। তারপর পরিবেশনের জন্য নামিয়ে নেব।

পরিবেশনের জন্য প্রস্তুত:

20220820_212516.jpg

আজকে চাল কুমড়া দিয়ে দেশী মুরগির মাংসের ঝোল রেসিপিটি সম্পন্ন করলাম। কিছুক্ষণ আগে খেয়ে উঠলাম অসাধারণ হয়েছিল আজকের চাল কুমড়া দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল রেসিপি। এই রেসিপি আমার কাছে খুব প্রিয় তাই আমি মাঝেমধ্যেই করার চেষ্টা করি। চাল কুমড়া সবজি আমরা তো নিশ্চয়ই অনেকেই পছন্দ করেন। এখন থেকে আপনারাও অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করছি খেতে অনেক ভালো লাগবে।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Logo.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 2 years ago 

আপনার তৈরি করা চাল কুমড়া দিয়ে দেশি মুরগির মাংস রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো। অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরি করা পাশাপাশি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

এই রেসিপিটা আমার কাছে খেতে খুব ভালো লাগে তাই প্রায়ই রেসিপিটা করা হয়।

 2 years ago 

আরে ভাই!! তিন নাম্বারে ওটা কি ছবি দিয়েছেন।দেখা মাত্র জিভে পানি চলে আসছে।মুরগির মাংসের লাল টকটকা ঝোল, আহা!সে যেন অন্যরকম এক ভালোবাসা।
চালকুমড়া দিয়ে এভাবে কখনো খাই নাই।তবে আপনার দেয়া ছবি এবং বর্ণনা শুনে মনে হচ্ছে বেশ ভালো লাগে খেতে।
ইনশাল্লাহ একদিন ট্রাই করবো।শুভ কামনা রইলো 🥰☺️

 2 years ago 

হ্যাঁ হ্যাঁ অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।

 2 years ago 

চাল কুমড়ো দিয়ে মুরগীর মাংস কখনো খাওয়া হয় নাই। আপনার এই আন কমন রেসিপি দেখেই আমার খেতে ইচ্ছে করছে। আমি নিজে এই রেসিপি টি বাসায় তৈরির চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ অবশ্যই একবার ট্রাই করে এর টেস্ট গ্রহণ করবেন।

 2 years ago 

দেখেই তো মনে হচ্ছে অসাধারণ হয়েছে খেতে। খেতে তো পারবো না দেখে থাকা ছাড়া! অনেক সুন্দর করে ধাপে ধাপে আপনি আমাদের মাঝে দেশী মুরগির সাথে চাল কুমড়া রান্না করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খেতে না পারলেও স্বাদটা অনুভব করতে পেরেছেন এতেই আমার সার্থকতা।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে চাল কুমড়া দিয়ে দেশী মুরগির মাংসের ঝোল বানিয়েছেন। রেসিপিটি দেখে আমার মুখে জল এসে গেলো। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছেও খেতে খুব ভালো লেগেছিলো

 2 years ago 

দেশি মুরগির মাংসের লোভনীয় সুস্বাদু এবং মজাদার রেসিপি প্রস্তুত করেছেন আপনার প্রস্তুত করার রেসিপি দেখেই জিভে জল চলে আসলো খেতে খুব মজা হবে এতে কোন সন্দেহ নেই

 2 years ago 

খেতে আসলেই অনেক মজার হয়েছিল।

 2 years ago 

চাল কুমড়া দিয়ে দেশি মুরগির মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। আমাদের বাসায় মাঝে মাঝে এই রেসিপি তৈরি করে থাকে। কারণ আমাদের বাসার সকলে কমবেশি এ রেসিপি খেতে অনেক ভালোবাসে। আপনার রেসিপিটি মনে হয় অনেক সুস্বাদু হয়েছে। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ তাহলেতো বুঝতেই পারছেন কি রকম সুস্বাদু হতে পারে। আমার কাছেও খুব ভালো লাগে।

 2 years ago 

চাল কুমড়া দিয়ে দেশি মুরগির মাংসের রেসিপি দারুন হয়েছে ভাইয়া। চাল কুমড়া আমার খুবই প্রিয় সবজি। আপনি অনেক সুন্দর ভাবে মাংসের সাথে চালকুমড়া রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা আমার কাছেও খুব প্রিয় একটি খাবার।

 2 years ago 

দেশি মুরগির মাংস খেতে আমার কাছে খুবই সুস্বাদু লাগে। চাল কুমড়ো দিয়ে এর আগে কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটা দেখতে খুবই লোভনীয় লাগছে ।।শেয়ার করার জন্য ধন্যবাদ।।

 2 years ago 

চাল কুমড়া দিয়ে মুরগির মাংস অসাধারণ হয় খেতে একবার ট্রাই করে দেখবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38