১৫ স্টিম পাওয়ার বৃদ্ধি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

20220705_212552.jpg

বন্যা কবলিত এলাকায় কয়েকদিন প্রচন্ড ব্যস্ত থাকতে হয়েছে। আপনারা ইতিমধ্যেই আমার বিগত তিন দিনের পোষ্টের মাধ্যমে সেটা জানতে পেরেছেন। একেতো ওই অঞ্চল গুলোর যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন। যেখানেই যাবেন নৌকা যোগে যেতে হয়। তাই কয়েকদিনের প্রচন্ড রোদ সব মাথার উপর দিয়েই গেছে। অসহ্য এই গরমের মধ্যে সারাদিন কাজ করে বাসায় ফিরে আসি একটু প্রশান্তির জন্য। কিন্তু যখন বাসায় ফিরে দেখি বিদ্যুৎ নেই তাহলে মনের অবস্থা কেমন হতে পারে বলেন।

এই কয়েকদিন খুব অসুবিধা হলেও সহ্য করে নিয়েছি কিন্তু আজ আর পারছি না। দুপুরের পর থেকেই খারাপ লাগা শুরু হয় যত সময় এগিয়ে যাচ্ছে মাথার যন্ত্রনা কমেই বেড়ে চলেছে। মনে হচ্ছে আর বেশিক্ষণ জেগে থাকতে পারবো না খুব তাড়াতাড়ি মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়তে হবে। অসুস্থতার কারণে খুব বেশি লেখালেখি করার ইচ্ছা করছে না। তাই তাড়াতাড়ি করে পাওয়ার আপ পোস্টটি করে নেই। যাইহোক আমি আজকে আমার লিকুইড স্টিম থেকে ১৫ স্টিম পাওয়ার আপ করতে চাই।

20220705_212401.jpg

বর্তমানে আমার ওয়ালেটে লিকুইড স্টিম আছে ৩৫.৬৭৬ এবং স্টিম পাওয়ার আছে ৭০৩.৩৭৮ স্টিম। এখন আমার লিকুইড স্টিম থেকে ১৫ স্টিম পাওয়ার আপ করব। পাওয়ার আপ করার জন্য পরবর্তী স্টেপ গুলো শুরু করছি।

20220705_212323.jpg

যেহেতু আমি ১৫ স্টিম পাওয়ার আপ করতে চাই তাই এমাউন্ট এর ঘরে ১৫ লিখব। এমাউন্টের ঘরে ১৫ স্টিম লিখার পর power up অপশনে ক্লিক করতে হবে।

20220705_212143.jpg

Power up অপশনে ক্লিক করার পর ok অপশন আসবে। এখন ok তে ক্লিক করে পাওয়ার আপ সম্পন্ন করতে হবে।

20220705_212057.jpg

এইভাবে ok তে ক্লিক করার পর পাওয়ার আপ সম্পন্ন হয়ে যাবে। পাওয়ার আপ সম্পন্ন হয়ে যাওয়ার পর আমার ওয়ালেটে লিকুইড স্টিম হয়েছে ২০.৬৭৬ স্টিম এবং স্টিম পাওয়ার হয়েছে ৭১৮.৩৭৮ স্টিম।

এভাবেই প্রতিনিয়ত পাওয়ার করতে পারলে খুব দ্রুতই আমি যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে পৌঁছে যাব। তাছাড়া পাওয়ার আপ করলে আমাদের স্টিম গুলোও নিরাপদ থাকে। আমরা দীর্ঘমেয়াদে স্টিমিট প্লাটফর্মে কাজ করতে চাইলে নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের স্টিম পাওয়ার গুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য @heroism এর মত প্রজেক্টে ডেলিগেট করে সর্বোচ্চ সাপোর্ট পেতে পারি।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Logo-1.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Sort:  
 3 years ago 

১৫ স্টীম পাওয়ার আপ করার মাধ্যমে এগিয়ে গেলেন ভাই।
আপনি পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রেখেছেন এটাই সবথেকে বড় বিষয়।
এগিয়ে যান দোয়া রইল 🥀

 3 years ago 

দোয়া করবেন ভাই আমিও যেন আপনাদের সাথেই থাকতে পারি।

 3 years ago 

পাওয়ার আপ আমাদের প্রতিটি ইউজারের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ১৫ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আমার পাওয়ার আপ পোস্ট দেখলেই অনেক ভালো লাগে ভাই। আপনার পাওয়ার আপ সফল হোক। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চেষ্টা করছি ভাই গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার।

 3 years ago 

ভাইয়া আপনি স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লাগলো। পাওয়ার আপ আমাদের
জন্য অনেক গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ এর মাধ্যমে আমরা আমাদের শক্তি বৃদ্ধি করতে পারি। তাই নিজের একাউন্টের সক্ষমতা বাড়াতে হলে প্রতিনিয়ত আমাদেরকে পাওয়ার করতে হবে।

 3 years ago 

একদম ঠিক দীর্ঘ মেয়াদে কাজ করতে চাইলে আমাদের শক্তি বৃদ্ধি করতেই হবে।

 3 years ago 

আসলে এই প্রচন্ড গরম সহ্য করার মতো না। তার ওপর বিদ্যুৎ বার বার চলে যাচ্ছে।
যাইহোক আপনি‌ ৭১৮.৩৭৮ স্টিম পাওয়ার আপ করে ফেলেছেন। এভাবে সামনে এগিয়ে যান ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার পোস্টে এসে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার পাওয়ার আপ পোস্ট দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। যে যত বেশি পাওয়ার আপ করবে সে তত তাড়াতাড়ি সক্ষমতা অর্জন করতে। আমি পাওয়ার আপ কে ভীষণ ভালোবাসি। আপনার পাওয়ার আপ দেখে অনেক উৎসাহিত হবে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আমিও আপনাদের পাওয়ার আপ দেখে প্রতিনিয়ত উৎসাহিত হই।

 3 years ago 

পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত এভাবেই আমাদের পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখা। আপনার জন্য দোয়া রইল ভাইয়া আপনি যেন আপনার এই পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমিও ভাই ধারাবাহিকতাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি।

 3 years ago 

পাওয়ার আপ আমাদের সবার জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার পাওয়ার আপের পোস্ট দেখে ভালো লাগলো ভাইয়া। এভাবে ধারাবাহিকতা বজায় রাখলে আশা করি খুব শীঘ্রই লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আসলেই আমাদের সবাইকে মনে মনে একটি লক্ষ্য স্থির করেই এগিয়ে যাওয়া উচিত।

 3 years ago 

বর্তমান সময়ে আপনি অনেক ভালো একটা স্টিম পাওয়ার আপ দিয়েছেন। আসলে আমাদের প্ল্যাটফর্মের টিকে থাকার জন্য পাওয়ার আপের এর কোন বিকল্প নেই। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য এরকম একটু করে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।
আমার পাওয়ার আপ পোস্ট ভিজিট করে সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার পাওয়ার আপ পোস্ট টি দেখে সত্যিই খুব ভালো লাগলো ভাইয়া। পাওয়ার বৃদ্ধি করার মাধ্যমে আমরা এই কমিউনিটিতে নিজের সক্ষমতা বৃদ্ধির সাথে এগিয়ে যেতে পারবো। এই পোস্টটি করে আপনি যেমন নিজের সক্ষমতা বৃদ্ধি করতে পারছেন। তেমনি অন্য কেও উৎসাহিত করতে পারছেন। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

নিয়মিত কাজ করার মাধ্যমে এগিয়ে যেতে চাইলে পাওয়ার আপের কোন বিকল্প নেই।

 3 years ago 

শরীর ক্লান্ত থাকলে কিছু করতে ভালো লাগে না ভাইয়া।তার উপরে অসহ্য গরম এবং বিদ্যুৎ না থাকলে মন খুবই বিগড়ে যায়।তবু আপনি সমস্যার মধ্যে ও পোস্ট করেছেন এটিই বড়ো বিষয়।আর পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

একদম শরীর ও মন ঠিক না থাকলে কোন কাজেই ঠিক মতো মন বসতে চায়না।
তাছাড়া দীর্ঘ মেয়াদে কাজ করতে চাইলে পাওয়ার আপের কোন বিকল্প নেই।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 107869.41
ETH 3771.08
USDT 1.00
SBD 0.58