ফিরে দেখা সেইসব দিনগুলি - পর্ব ১ // 10% beneficiary to @shy-fox.@@

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

আজ বৃহস্পতিবার আমার স্পষ্ট মনে আছে এইরকম একটি রৌদ্রোজ্জ্বল চকচকে দিনে আমি পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলাম রংপুরে। সেই দিনটিও ছিল বৃহস্পতিবার ২০১৮ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস হবে বৃহস্পতিবার নিশ্চিত কারণ শুক্রবারকে সামনে রেখে গিয়েছিলাম। আমার মেয়ের ইচ্ছা পূরণের জন্যই মূলত যাওয়া ঠিকাছে আর কথা না বারিয়ে সামনে এগিয়ে যায়। #

Picsart_22-02-17_14-07-11-386.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

রংপুরে পৌঁছে আমার বোনের বাড়িতে উঠে কিছুক্ষন বিশ্রাম নিয়ে চলে গেলাম ঘুরতে। শেষ বিকালে বেশি দূরে না গিয়ে ভাবলাম চিড়িয়াখানা ঘুরে আসলে মন্দ হয় না। যেমন ভাবনা তেমনি কাজ চলে গেলাম চিড়িয়াখানা বিকালের সময়টুকু কাটানোর জন্য খুব ভালো জায়গা।

20220217_134845.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

চিড়িয়াখানার সামনে নেমে গেটের দিকে এগিয়ে গেলাম টিকিট কেটে ভিতরে প্রবেশ করে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। ভিতরের রাস্তা ধরে হাঁটতে লাগলাম বেশ সাজানো গোছানো চিড়িয়াখানার একপাশে সুন্দর একটি লেক আছে। লেকের ওইপাশে ক্যাফে এবং রেস্টুরেন্ট আছে আমরা ব্রিজ পার হয়ে ক্যাফেতে বসে কফি খেয়ে চিড়িয়াখানা ঘুরে দেখলাম।

20220217_132833.jpg
20220217_132710.jpg
20220217_132918.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

সামনে এগিয়ে যেতেই আমরা বেশ অনেক গুলো হরিণ দেখতে পেলাম। হরিণের জন্য দুইটা অনেক বড় বড় জায়গা রাখা হয়েছে যেনো তারা ভালোভাবে বিচরণ করতে পারে। আমি এর আগে একসাথে এতগুলো হরিণ কখনো দেখিনি এমনিতেই হরিণ আমার কাছে খুব প্রিয় তার মায়াবী চেহারার জন্য। হরিণের মায়াবী মুখখানি দেখে মনটা জুড়িয়ে যায় এখানে অনেক শাবক দেখতে পেলাম সম্ভবত এগুলো এখানেই জন্ম নিয়েছে। সবগুলো মিলে একসাথে ঘাস খাচ্ছে কি সুন্দর দৃশ্য কখনো ভুলবার নয়।

20220217_134914.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

এখান থেকে সামনের দিকে হাঁটতে শুরু করলাম এগিয়ে গেলাম সিংহের খাচার দিকে। কিন্তু দুর্ভাগ্যবশত সিংহকে দেখতে পেলামনা বনের রাজা মনে হয় কোনো কারণে রেগে আছে। সম্ভবত বন ছেড়ে খাচার বন্দি থাকাটাই তার রাগের কারণ। আমার মেয়ের মনটাও খারাপ হয়ে গেলো বনের রাজাকে দেখতে না পেরে সে তো ভেতরের ঘরে বিশ্রামরত। তাই আমরাও শুনি খাচার সামনে সেলফি নিয়ে সামনে এগুতে থাকলাম।

20220217_133013.jpg
20220217_133101.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

আমরা এখন বাঘ মামার খাচার সামনে বাঘ মামাতো মানুষ দেখে মাংসের গন্ধ পেয়ে খাওয়ার জন্য ছটপট করছে। আমরা বাঘ মামা ও বাঘিনী দুটোই দেখতে পেল কিন্তু তাদের শরীরে সেই জৌলুস নাই। প্রবাদ আছে বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। পরে শুনতে পেলাম ওদের নাকি বয়স অনেক হয়েছে কিন্তু তারপরেও জঙ্গলে থাকলে ওদের ঠেকায় কে।

20220217_132616.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

সামনের দিকে এগিয়ে আমি জলহস্তীর খাচার সামনে চলে আসলাম। এই প্রাণীটি আমার কাছে অদ্ভুত লাগে পানিতেও থাকে আবার ডাঙায় এসে ঘাসও খায়। এই গায়ে প্রচুর মাংস শরীর এতটাই মাংসবহুল আর পাগুলো ছোট আমার ভাবতে
অবাগ লাগে এই ভার কিভাবে বহন করে।

-20220217_134716.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

সন্ধ্যা হয় হয় অবস্থায় আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে আসলাম। বাইরে আসার আগ মুহূর্তে একটা সেলফি নিয়ে ফ্রেমবন্দি করলাম। দিনশেষে স্মৃতি গুলো বেচেঁ থাকে আর স্মৃতিকে আকড়ে ধরেই আমরা বেচেঁ থাকি। সন্ধ্যার পর বাজারে ঘুরে কিছু খেয়ে হালকা কেনাকাটা করে বাসায় ফিরলাম। রাতে আগামীকাল কোথায় যাব তার পরিকল্পনা করে তড়িঘড়ি করে ঘুমাতে গেলাম।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Sort:  

চিড়িয়াখানায় মেয়ের আবদার পুরন,আর আপনাদের আনন্দ ভ্রমণ, সবমিলিয়ে সব কিছুই ভাল ছিল।

ডিভাইস স্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশন w3w location
ফটোগ্রাফার মাইদুল ইসলাম

একই ছক বার ভাল দেখালেও,একবার হলেও চলত।আসবেন আবার।

 2 years ago 

ঠিক বলেছেন লোকেশন যেহেতু একটা নিচে একবার দিলে চলত। সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা।

শুভকামনা

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60497.39
ETH 2637.52
USDT 1.00
SBD 2.56