সময়ের সাথে সবকিছু পরিবর্তনশীল // 10% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

Picsart_22-02-13_00-08-42-290.jpg

আজকের সকালটা অন্যান্য দিনের মতো শুরু হয়নি আজকে দিনের শুরুটা হয়েছিল দুঃসংবাদ শুনে। একেবারে কাকডাকা ভোরে ফোনের রিংটোন বিকট আওয়াজ করে বেজে উঠলো। শব্দটা শুনে মনের ভিতর কেমন যেন করে উঠল অবচেতন মন শুধু বলতে লাগলো কোনো বিপদ হলো নাতো। ফোনটা রিসিভ করলাম ওপাশ থেকে দুঃসংবাদ দেয়ার জন্য আমার শেলিকা, হ্যালো ভাইয়া বড় খালা মারা গেছে। সংবাদটা আমার সহধর্মিণী শুনতেই কান্না শুরু করলো ব্যাস চলে যেতে হলো। অবশ্য বেশি দূরে না কাছেই এই ধরুন সব মিলিয়ে ২ কিলোমিটার।

আজ ঘুম উঠেই দেখি কি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া চারিদিক যেনো রোদের আলোয় জ্বলজ্বল করছে। কি যে সুন্দর লাগছে সকাল বেলা দুঃসংবাদ টা শুনে দিনের সমস্ত পরিকল্পনা পরিবর্তন করতে হলো। অফিসে জানিয়ে দিলাম আমার শাশুড়ি মারা গেছেন আমি আর আজ কোথাও যাচ্ছি না। দাফন কাফন শেষ করে ৪ টা নাগাদ বাড়ি চলে আসলাম তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম। কেনো জানি আজকের বিকালটা খুব একাকী লাগছে তাই ভাবলাম বাইরে হেটে আসি।

20220213_155810.jpg

হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি সরকারি কলেজের সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ালাম। মন চাইছে একটু ভিতরে যেতে দেখে আসতে কলেজের বর্তমান অবস্থা।

20220212_174200.jpg20220212_174108.jpg
20220212_174029.jpg20220212_174001.jpg

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ-১০
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

ভিতরে ঢুকে আমি রীতিমত স্তম্ভিত এই কয় বছরে এত পরিবর্তন। গেট পার হয়েই বাম পার্শ্বে মসজিদটির অবস্থান এখানে টিনশেড একটি আধাপাকা বিল্ডিং ছিল। আর এখন রীতিমতো সাজানো গোছানো একটা স্থাপনা কত সুন্দর লাগছে দেখতে। এখানে দাড়িয়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেলো। আমি যেখানে নামাজ পড়তাম অজু করার মতো তেমন ব্যবস্থা ছিলনা শুধু একটা টিউবওয়েল ছিল।

20220212_173245.jpg20220212_172908.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ-১০
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

অনেকক্ষন মাঠের মধ্যে ঘোরাঘুরি করলাম দেখলাম হাঁটছে, কেউ খেলছে, কেউ সন্তানদের নিয়ে কলেজ দেখাচ্ছে, আমি এখানে পড়তাম। এই জায়গাটা নতুন করে করা হয়েছে বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরার জন্য।

20220212_173017.jpg20220212_172955.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ-১০
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

শহীদ মিনারের অবস্থানটা এখানেই ছিল তবে এটাকে খুব সুন্দর করে সংস্কার করা হয়েছে। আমাদের ভাষা শহীদদের স্মরণে করা সেই শহীদ মিনার যেমনি হোক আমাদের জন্য গর্বের একটা বিষয়। শুধু শহীদ মিনারের সামনে নয় আমাদের উচিত যেকোন অবস্থানে থেকে তাদের শ্রদ্ধাভরে স্মরন করা।

20220212_212952.jpg20220212_173122.jpg

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ-১০
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

এই সেই ঐতিহাসিক বটতলা এখানে বসে কত আড্ডা কত হইহুল্লোড় আর ঝালমুড়ি, বাদাম খাওয়া। বটতলায় বসে বন্ধুদের কথা খুব মনে পড়তে লাগলো সেই বন্ধু যাদের সাথে সকালে ও বিকালে এখানে আড্ডা দিতাম। সবই ঠিক আছে শুধু বসার জায়গাটা টাইলস দিয়ে বাঁধানো হয়েছে।

20220212_172703.jpg20220212_172637.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ-১০
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

কলেজ প্লে গ্রাউন্ডের অনেক সংস্কার করা হয়েছে আমরা যখন খেলতাম তেমন কোন সুযোগ সুবিধা ছিলনা বললেই চলে। আমরা শুধু ফুটবল আর ক্রিকেটটাই খেলতে পারতাম এখন অনেক কিছু সংযোজন করা হয়েছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে বাস্কেটবল খেলার ব্যবস্থা আমার তো মনে হচ্ছে আমাদের শহরে এটাই প্রথম।

20220212_172552.jpg
20220212_233700.jpg

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ-১০
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

অনেকক্ষন ঘোরাঘুরি করলাম বসে বেশ ভালো সময় কাটালাম কখন যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ার উপক্রম হয়েছে টের-ই পেলাম না। পুরনো স্মৃতিগুলো পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চললাম এবার বাসায় ফেরার পালা। সকাল থেকেই মনটা খুব খারাপ ছিল কোনকিছুতে মন বসছিল। এখন খানিকটা হালকা লাগছে আসলে দিনশেষে আমাদের ভালোলাগা নিয়ে কত কিযে করতে হয় সবাই জানি।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Sort:  
 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। পৃথিবীর কিছু ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো। খুব সুন্দর করে করেন। অসাধারন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

আপনার শাশুড়ির মৃত্যুর খবর শুনে মর্মাহত হলাম। আল্লাহ উনাকে যেনো জান্নাস বাসি করেন। বেশি কিছু আর বলার নাই।। ভাবিকে একটু শান্তনা দেন। উনার হয়তো অনেক বেশি খারাপ লাগতেছে। আশা করি শিগ্রই আপনারা দুজন এই শোক কাটিয়ে উঠতে পারবেন।

 2 years ago (edited)

ভাইয়া আপনার শাশুড়িকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস দান করুক 🤲আমিন🤲তবে ভাইয়া এইটা দুঃসংবাদ নয় সুসংবাদ। পৃথিবী ছেড়ে চলে যায় যে সেই হয়তো বেঁচে যায়।মিছে দুনিয়া সব কিছু মিছে মায়া😥।যাই হোক আপনার পোস্ট পড়তে আমার কাছে ভালো লেগেছে। খুব সুন্দর করে সব কিছু উপস্থাপন করেছেন। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ওয়াও ভাইয়া আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি করতে পারেন দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। ❤️ আপনার ফটোকপি গুলোর মধ্য আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং শহীদ মিনারের ফটোগ্রাফি গুলো।‌ তাছাড়াও প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আপনি তুলতে সক্ষম হয়েছেন যাই হোক সব মিলিয়ে পোস্টটি দারুন ছিল। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। ❤️❤️🥰

 2 years ago 

আসলে মানুষ পরিবর্তনশীল এবং মানুষ চায় সব সময় পরিবর্তন করতে, যার কারণে আমরা এখন সবকিছুই পরিবর্তন দেখতে পাই সময়ের সাথে সাথে। ধন্যবাদ আপনাকে কিছু চরম বাস্তবতা তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58617.29
ETH 3164.87
USDT 1.00
SBD 2.44