আমার পছন্দের জায়গা || জয়গঞ্জ এর ঘাট || ২২-০৮-২০২১

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ
এর সকল মেম্বারদের আবার জানাই আসসালামুয়ালাইকুম ,আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।



আজ আমি আমার একটি প্রিয় জায়গার সাথে আপনাদের পরিচয় করাবো।
এটি আমার একটি খুব পছন্দের জায়গা ।

dropshadow_1629565350537.jpg


এই জয়গাটির নাম জয়গঞ্জ এর ঘাট। এটি নিলফামারী শহড় থেকে ১৫ কি:মি: দূরে অবস্থিত।
এই জায়গাটি আমার খুব পরিচিত জায়গা। এই জায়গায় প্রতি বছর একবার হলেও আসতে হয় ।কারন এই ঘাটটি পাড় হয়ে আমার নানু বাড়ি যাওয়া লাগে।😁


dropshadow_1629565303725.jpg

সেই স্থানে তুলা ছবি , সেদিন আকাশের আবহাওয়া ও‌ খুব সুন্দর মিষ্টি বাতাস বইছিলো। এসব দৃশ্য দেখলে আসলে মন প্রাণ জুড়ে যায়। পাখিরা গান করছিল শুনতে খুব ভালোই লাগছিলো।

dropshadow_1629565251214.jpg

এই ঘাটে অনেক স্থান থেকে পর্যটকরা ঘুড়তে আসে। এই পানিতে গোসল করে ,অনেকে মাছ মারে এবং প্রতিনিয়ত শত শত লোক যাতায়াত করে।

dropshadow_1629565187551.jpg

এভাবেই নৌকায় করে প্রতিনিয়ত শত শত লোক নদীটি পারাপার করে আসছে।

dropshadow_1629565094161.jpg

অনেক বছর আগে থেকেই এভাবেই মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে মোটরসাইকেল,ভ্যান ইত্যাদি নিয়ে ঘাটের একপাড় থেকে অন্য পাড়ে যাতায়াত করে আসছে । গ্রীষ্মের সময় পানি সুকিয়ে যাওয়ায় বাঁশের সাঁকো তৈরি করা হয় এবং বর্ষায় পানি বেশি থাকায় নৌকায় করে পাড়া পাড় করতে হয়।

dropshadow_1629565041157.jpg

এই ঘাট থেকে
ট্রাক্টরের মাধ্যমে বালুও সরবরাহ করা হয়।

dropshadow_1629565000919.jpg

এই ছবিটি দেখলে মনে হয় এটি মরুভূমির দেশের মতো বালু আর বালু...😁

dropshadow_1629564841800.jpg

ফটোগ্রাফারলোকেশনডিভাইস
@masrafiNilphamariRedmi Note 7pro

আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না ..আজ এখানে শেষ করছি .. আগামীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো "ইনশাআল্লাহ"।

ততক্ষণ আমার বাংলা ব্লগ এর সকল সদস্যরা ভালো থাকুন সুস্থ থাকুন , এই কামনায় করি।

"আল্লাহ হাফেজ"

20210616_120145.png

Sort:  
 4 years ago 

আপনার প্রথম ছবিটি আমার অনেক বেশি ভালো লেগেছে। রাউন্ড না করলে হয়তো ওয়ালপেপার হিসেবেও ব্যবহার করা যেতো।

ধন্যবাদ আপনাকে❤️

 4 years ago 

হম ভাইয়া অবশ্যই .. রাউন্ড করেছি ছবটি ভালো ভাবে ফুটানোর জন্য...তবে পুরো ছবিটি আমার কাছে আছে এবং আমি তা ওয়ালপেপার হিসাবে ব্যবহার করছি ভাইয়া।।🥰🥰❤️❤️

 4 years ago 

অপূর্ব দৃশ্য। চমৎকার ফটোগ্রাফি

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া...❤️❤️

 4 years ago 

বাহ্ আপনিতো অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন।জায়গাটি অনেক সুন্দর আপনি জায়গাটি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ফলে আরো সুন্দর হয়ে গেছে।

 4 years ago 

এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া...🥰🥰

 4 years ago 

এত চমৎকার ভাবে জয় গঞ্জের হাট কে পরিচয় করে তা সত্যিই প্রশংসনীয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে শুভকামনা জানাচ্ছি♥

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আন্টি আপনাকে..🥰 এভাবে পাশে থাকার জন্য...❤️

The place is awesome to look at. I like the place very much.

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.030
BTC 83200.32
ETH 1945.47
USDT 1.00
SBD 0.80