কয়েকটি ফুলের সাথে পরিচিত হই || ১০% shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷



ফুলের ফটোগ্রাফি ও পরিচিত


↘️
চলুন তাহলে শুরু করা যাক↙️



1632813228608.jpg

20210902_144426.png

  • এই ফুলটি হচ্ছে গোলাপি জবা। এই ফুলটি খুব কম দেখা যায়।

1632813209132.jpg

20210902_144426.png

  • এই ফুলটির নাম বিস্কুট ফুল । এই ফুল পাঁচ পাপড়ি বিশিষ্ট হয়। এই ফুলটি গোলাপি, হালকা গোলাপি ও সাদা রঙের হয়ে থাকে। তবে এই ফুলে গন্ধ নেই।

20211002_141317.jpg

20210902_144426.png

  • আমাদের দেশের প্রায় সব জায়গায় লাল জবা দেখতে পাওয়া যায়। এই ফুলের নাম রক্তজবা, জবা কুসুম, জবা। এই ফুলটি প্রায় সারা বছরই ফুটে।

1631159264145.jpg

20210902_144426.png

  • এটি একটি পাতা বাহার এর গাছ ।এই গাছটির নাম আমার জানা নেই।

1631159283504.jpg

20210902_144426.png

  • এই ফুলটির নাম Cosmei ফুল। এই ফুলটি দেখতে খুব সুন্দর এবং কিছুটা কমলা গাঁদা ফুলের মতো।

1631159319254.jpg

20210902_144426.png

  • এই ফুলটির নাম আমার জানা নেই ।এই ফুলটির ছবি আমি গ্ৰামের জংগল থেকে সংগ্রহ করেছি। এই ফুলটির নাম আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন।
ফটোগ্রাফারলোকেশনডিভাইস
@masrafiNilphamariRedmi Note 7pro

আমার বাংলা ব্লগ (কমিউনিটি)

আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।

"আল্লাহ হাফেজ"

20210907_111554.png

IMG_20210825_005021.png

"আমি মোঃ মাশরাফি ইসলাম। আমার বাসস্থান নিলফামারী শহরে। আমি একজন ছাত্র ।আমি নিলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ পড়ি,এবার SSC দিবো। আপনারা সকলে আমরা জন্য দোয়া করবেন । আমার নেটওয়ার্ক ও ইলেকট্রনিক জিনিস তৈরিতে আগ্ৰহ বেশি। এসব বিষয়ে ঘাটা ঘাটি করতে আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হল অসহায় ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে । আল্লাহ যেন আমাদের সকলকে নিরীহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।"

20210907_111654.png

20210616_120145.png

Sort:  

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। উপস্থাপনা করেছেন সুন্দর ভাবে।শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভাইয়া।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ❤️

 3 years ago 

সত্যিই অসাধারণ ছিলো আপনার পোস্ট টা। আপনার পোস্ট টা পড়ে আমি মুগ্ধ। আপনার ফুলের ফটোগ্রাফি এবং উপস্থাপনা দারুণ হয়েছে। শুভ কামনা রইলো আপনার জন্য

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে 🥰

 3 years ago 

খুবই চমৎকার হয়েছে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো। সেই সাথে ফুলের পরিচিতি গুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপনার জন্য

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ 🥰

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি,,,,,

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

সত্যিই অসাধারণ থেকে অসাধারণ ছিল আপনার রাইটিং এবং ফটোগ্রাফি গুলো। পুরো বিষয়টি সম্পূর্ণ ভাবে উপস্থাপন করেছেন অনেক সুন্দরভাবে

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ❤️

 3 years ago 

ভালোবাসা অবিরাম

 3 years ago 

❤️

 3 years ago 

আসলে ভাই আপনার প্রশংসা করতেই হয় আপনি এত সুন্দর ফটোগ্রাফি করেছেন যা দেখার মত। মানে এত দক্ষতার সাথে শুধু গুলো ক্লিক করেছেন। বিস্কুট ফুল,জবা ফুল সুন্দরভাবে পরিবেশন করেছেন আমাদের মাঝে বর্ণনা অসাধারণ ছিল। আপনার জন্য শুভ কামনা রইল ভাইয়া এবং আপনার মার্কডাউন গুলো অনেক সুন্দর হয়।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে । সুন্দর মন্তব্যের জন্য।

অনেক সুন্দর করে ফটোগ্রাফি উস্থাপনা করছেন।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ❤️

 3 years ago 

আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ লাগছে সেই সাথে প্রত্যেকটা ফটোগ্রাফির সুন্দর করে বর্ণনা করেছেন খুবই ভালো লাগলো আপনার পোস্টটি দেখে

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ 🌷

 3 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। সেই সাথে প্রতিটা ফুলের নিচে তার অসাধারণ বর্ণনা দিয়েছেন। ফটোগ্রাফি এবং উপস্থাপনা দুটোই বেশ ভালো ,আমাদের সাথে সুন্দর সুন্দর ফুল শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া,, আপনার মন্তব্যটি পড়ে আমার খুব ভালো লাগলো ❤️

 3 years ago 

ওয়াও! কি অসাধারণ ফটোগ্রাফি। ফুলের ছবি তুলতে আমার কাছেও খুব ভালো লাগে। খুব ভালো হয়েছে ভাই। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ❤️

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 91909.62
ETH 2493.20
USDT 1.00
SBD 0.68