DIY "এসো নিজে করি" ।। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুগন, আসা করছি সবাই অনেক ভাল আছেন সুস্থ আছেন ।

আজ আমি আপনাদের সাথে একটি DIY পোস্ট শেয়ার করতে যাচ্ছি ।
আশা করি আপনাদের ভাল লাগবে ।

IMG_২০২২০৪২০_১৭০৭৫৬.jpg

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরনঃ

  • রঙিন কাগজ
  • কার্টুন বোর্ড
  • স্কেল
  • কাঁচি
  • আঠা
  • ছুরি

IMG_২০২২০৪২০_১৩০৯৫৫.jpg

ধাপঃ ০১

প্রথমে আমরা কার্টুন বোর্ড দিয়ে ফ্রেম টা বানিয়ে নেব ।
বোর্ডটি ১০" * ১২" মাপে কেটে নেব ।
চারিপাশে ২" এবং মাঝে ২" রেখে মাঝের অংশে চার স্থানে ৩" * ২" করে কেটে নেব ।
চিত্রের অনুরুপঃ

IMG_২০২২০৪২০_১৩২৪৪৪.jpg

ধাপঃ ০২

পুর ফ্রেম সাদা কাগজ দিয়ে র‍্যাপিং করে দিয়েছি । লাল এবং নীল রঙের কাগজ দিয়ে বর্ডার দিয়েছি ।
ফ্রেমটা দেখতে এখন দারুন লাগছে ।

IMG_২০২২০৪২০_১৪০৮৪১.jpg

ধাপঃ ০৩

এবার ফুল তৈরি করে নেব । এর জন্য লাল, নীল, এবং হলুদ রঙের কাগজের টুকরা নিয়েছি । এটা ১০সেমি * ১০ সেমি মাপে নিতে হবে ।

IMG_২০২২০৪২০_১৪১২৩২.jpg

ধাপঃ ০৪

প্রতিটা কাগজ প্রথমে মাঝ দিয়ে এক ভাজ দিয়ে নেব । ডানে অথবা বামে মাঝ দিয়ে আরো একটা ভাজ দিয়ে দেব ।
কাগজটি বর্গাকৃতির হয়ে যাবে ।
এবার কোণাকুণি বরাবর মাঝ দিয়ে আরো একটি ভাজ দিয়ে নেব ।

Untitled design (3).jpg

ধাপঃ ০৫

এবার চিত্রে দেখানো অনুরুপ ভাবে প্রতি টুকরা কাগজ কেটে নেব ।

IMG_২০২২০৪২০_১৪৩০৫১.jpg

বাইরের দিক থেকে ৩/৪ মিলি রেখে চিত্রের অনুরুপ আবারো কেটে নেব ।

IMG_২০২২০৪২০_১৪৩৮২৩.jpg

ধাপঃ ০৬

এবার কাগজের টুকরা গুলোর ভাজ খুলে ফেলবো ।

IMG_২০২২০৪২০_১৪৪২০২.jpg

দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে ।

ধাপঃ ০৭

একটির উপর আরেকটি রেখে আঠা লাগিয়ে জোড়া দিয়ে দেব ।
খেয়াল রাখবো যেন নীচের পাপড়ি এবং উপরের পাপড়ি গুলো যেন একটি আরেকটির মাঝে অবস্থান করে ।

IMG_২০২২০৪২০_১৪৪৫৩৭.jpg

ধাপঃ ০৮

নিচের পাপড়ির প্রতিটার মাঝের অংশ ঘুরিয়ে উপরে লাগিয়ে দেব ।
চিত্রের অনুরুপঃ

IMG_২০২২০৪২০_১৫১৬৪৫.jpg

ধাপঃ ০৯

এবার উপরের পাপড়ির মাঝের অংশ গুলো ঘুরিয়ে মাঝে লাগিয়ে দেব ।
আমাদের ফুল গুলো তৈরি হয়ে গেল ।

IMG_২০২২০৪২০_১৫২৫৩৯.jpg

ধাপঃ ০৯

সবুজ রঙের কাগজ ২০সেমি * ২০সেমি করে কেটে নেব ।
প্রথমে মাঝ দিয়ে ভাজ দিবো ।
আবার ও মাজগ দিয়ে ভাজ করে বর্গাকার করে নিব ।
কোণাকুণি ভাজ দিয়ে নেব ।

Untitled design (4).jpg

ধাপঃ ১০

পাতার আকৃতিতে কেটে নেব ।
এভাবে মোট তিনটি তৈরি করে নেব।
ভাজ খুলে ফেলবো দেখতে চিত্রের মত লাগবে ।

IMG_২০২২০৪২০_১৫০১৫৬.jpg

ধাপঃ ১১

পাতা গুলোর একটি ফ্রেমের ঠিক মাঝে লাগিয়ে দেব ।
বাকি দুইটা মাঝে থেকে কেটে চার খন্ড করে নিয়ে চার কর্ণারে লাগিয়ে দেব ।

IMG_২০২২০৪২০_১৫২৯২৬.jpg

ধাপঃ ১২

এবার ফুল গুলো নিয়ে চার কর্ণারের পাতার উপরে । এবং মাঝের পাতাটার উপর লাগিয়ে দেব ।
আমাদের ওয়ালমেট তৈরি হয়ে সম্পূর্ণ হলো

IMG_২০২২০৪২০_১৭০১৪৫.jpg

আশা করি পোস্টি আপনাদের ভাল লেগেছে ।
আমি প্রতিটা ধাপ তুলে ধরার চেষ্টা করেছি ।
যেন এটি আপনারা তৈরি করতে পারেন ।
ধন্যবাদ সবাইকে । পোস্ট টি পড়ার জন্য ।

নামঃ @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

image.png

image.png

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ওয়ালমেট টি খুবই সুন্দর হয়েছে। দেখতে বেশ ভালো লাগছে ।আসলে ওয়ালমেট তৈরির ক্ষেত্রে কাগজের কালারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি চমৎকার কাগজের কালার বেছে নিয়েছেন ।তার জন্য আপনার ওয়ালমেট টি বেশি সুন্দর লাগছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করবার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাই।যা দেখে অনেক ভালো লাগলো।রঙিন কাগজের কারুকাজ গুলো আমার কাছে অনেক ভালো লাগে।আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ এর বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন।এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি ওয়ালমেটটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দরভাবে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আশা করি ভবিষ্যতে আপনার মাধ্যমে আমরা আরো অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট দেখতে পাবো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া, দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। রঙিন কাগজের তৈরি ওয়ালমেট গুলো দেখতে সত্যিকার অর্থে অনেক সুন্দর হয়ে থাকে। আপনি খুবই নিখুঁতভাবে এই ওয়ালমেটটি তৈরি করেছেন। আপনার নিখুঁত হাতের অসাধারণ সুন্দর ওয়ালমেটটি কিভাবে তৈরি করেছেন তার প্রত্যেকটি ধাপ তুলে ধরেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি ওয়ালমেট টি দেখতে অনেক চমৎকার লাগছে। রঙিন কাগজের এরকম ওয়ালমেট ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ওয়ালমেট বানিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে রঙির কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট দেখতে খুবই সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাই রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেটটি সত্যি দারুন লাগছে। বিশেষ করে এর রং এর কারণে দেখতে আরো আকর্ষণীয় লাগছে। এটা ওয়ালে লাগালে দেখতে সত্যিই খুবই সুন্দর লাগবে। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা ওয়ালমেটটি। ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন ভাই দারুন হয়েছে খুব গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া, আপনার ওয়ালমেট তৈরি আমার খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর করে আপনি ধাপ গুলো উপস্থাপনা করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অনেক ভালো লাগে আমিও চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য। আপনার কাজের ধারাবাহিক ধাপ গুলো অনেক ভালো ছিল। ভাই আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60832.40
ETH 2912.20
BNB 525.30
SBD 2.31