DIY "এসো নিজে করি" কান্ড পাতা সহ একটি সূর্যমুখী ফুলের অরিগামি ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ শুক্রবার ।। ৯ই বৈশাখ, ১৪২৯ ।। ২২শে এপ্রিল ২০২২

আসসালামু আলাইকুম ।

প্রিয় বাংলা-ব্লগবাসী আশা করি সবাই অনেক ভাল আছেন ।

আমি ও ভাল আছি । আলহামদু লিল্লাহ ।
যদিও আজ বিকেলের কাল-বৈশাখীর আঘাতে পরিবেশ কিছুটা বিপর্যস্ত ।
তারপরেও হঠাৎই ঠান্ডা আবহাওয়াটাও অনেক বেশি আরামদায়ক মনে হচ্ছে ।
এখন তাই নিরিবিলিতে বসে আপনাদের সাথে একটা অরিগামী শেয়ার করতে যাচ্ছি ।
সেইটা হলো কান্ড পাতা সহ একটি সুর্যমূখী ফুলের অরিগামী ।
ভাবছি এটা আপনারা পছন্দ করবেন ।

IMG_২০২২০৪২২_১৯৪৪২৮.jpg

প্রয়োজনীয় উপকরণ এবং যন্ত্রপাতিঃ

  • রঙিন কাগজ
  • আঠা
  • স্কেল
  • কাচি

IMG_২০২২০৪২২_১১০৩০১.jpg

ধাপঃ ০১

প্রথমে আমি হলুদ রঙের কাগজ ১৫সেমি * ১৫সেমি মাপে কেটে নিয়েছি ।

IMG_২০২২০৪২২_১১০৮০৬.jpg

ধাপঃ ০২

এখন প্রথমে কাগজ গুলোকে প্রথমে কোণাকুণি ভাজ দেব এবং খুলে ফেলবো ।
এরপর মাঝ বরাবর ভাজ দেব এবং ডান অথবা বামে আরো একভাজ দেব ।

Untitled design (5).jpg

ধাপঃ ০৩

সম্পুর্ণ ভাজ খুলে ফেলবো ।
প্রতিটা কোনা একে একে কাগজটির কেন্দ্র পর্যন্ত ভাজ দেব ।

IMG_২০২২০৪২২_১১২৩০৮.jpg

ধাপঃ ০৪

আবার ও প্রতিটা কোনা কাগজটির কেন্দ্র পর্যন্ত ভাজ দেব ।

IMG_২০২২০৪২২_১১২৯৫৩.jpg

ধাপঃ ০৫

সম্পুর্ণ ভাজ খুলে ফেলবো ।
প্রতিটা কর্ণার উপরে টেনে ধরতে হবে ।
দুই কর্ণারের মাঝের অংশ ভাজ দিয়ে দিতে হবে ।
তখন দেখতে ঠিক এমন লাগবে ।

IMG_২০২২০৪২২_১১৩৬২৮.jpg

ধাপঃ ০৬

এরপর কর্ণার গুলো চাপ দিয়ে কেন্দ্র অভিমুখে নিয়ে যাব ।
দুই পার্শ মিলিয়ে দেব ।
চিত্র অনুরুপ ।

IMG_২০২২০৪২২_১১৪০১১.jpg

ধাপঃ ০৭

সম্মুখ ভাগের প্রতিটা অংশ দুই দিক থেকে ভাজ দিয়ে মাঝ বরাবর মিলিয়ে দেব ।

IMG_২০২২০৪২২_১১৪৯৩৫.jpg

ধাপঃ ০৮

মাঝ থেকে একে একে কর্ণার গুলো উঠিয়ে দেব ।
চিত্রে দেখানো ভাবে ।

IMG_২০২২০৪২২_১১৫৭১২.jpg

ধাপঃ ০৯

কর্ণারের উঠিয়ে রাখা অংশ গুলো দুই পাশ থেকে ভাজ দিয়ে মাঝখানে মিলিয়ে নেব ।

IMG_২০২২০৪২২_১২০৭৪১.jpg

ধাপঃ ১০

উল্টো দিকে ভাজ দিয়ে একজায়গায় গুছিয়ে নেব ।
প্রতিটা পাপড়ি আলাদা আলাদা আছে ।
এখন একটার সাথে আরেকটা আঠা লাগিয়ে দেব ।

IMG_২০২২০৪২২_১২২০৩৩.jpg

ধাপঃ ১১

সবুজ রঙের কাগজ নেব ।
একটি অংশ দিয়ে কান্ড বানিয়ে নেব ।

IMG_২০২২০৪২২_১৭৫৬০৯.jpg

অপর গুলো দিয়ে পাতা বানিয়ে নেব ।

IMG_২০২২০৪২২_১৭৫৩৫৩.jpg

ধাপঃ ১২

প্রথমে কান্ডটি ফুলের সাথে জুড়ে দেব ।
এর পর একে একে পাতা গুলোও আঠা দিয়ে লাগিয়ে দেব ।
এভাবেই আজকের সুর্যমূখী ফুলের অরিগামিটি তৈরি হয়ে গেল ।

IMG_২০২২০৪২২_১৯৪৩২৫.jpg

আজকের অরিগামীটি একটু বেশিই জটিল ছিল মনেহয় ।
এদিক ওদিক থেকে প্রচুর পরিমানে ভাজ দিয়ে বানানো ।
তারপরেও সাবলীল ভাবে তুলে ধরার চেষ্টা করেছি ।
আশা করি আপনারা সমস্ত ধাপ গুলো বুঝতে পেরেছেন ।

নামঃ @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

পোস্টটি যত্ন সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

image.png

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 2 years ago 

কাণ্ড পাতা সহ আপনার সূর্যমুখী ফুলের অরিগামি টি সত্যি অসাধারণ হয়েছে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানো আমার কাছে বেশ ভালই লাগে ।তবে আপনার কাগজের কালার টা বেশ চমৎকার হয়েছে যার জন্য আপনার সূর্যমুখী ফুলটি দেখতে সত্যি সত্যি সূর্যমুখী ফুলের মতোই লাগছে ।প্রতিটি ধাপের উপস্থাপন খুব সুন্দর ছিল ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

কাণ্ড পাতা সহ সূর্যমুখী ফুলের বাড়ি অরিগামি টি চমৎকার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সূর্যমুখী ফুল কাণ্ড ও পাতার প্রত্যেকটি ধাপ অনেক দক্ষতার সাথে সম্পন্ন করেছেন। আপনার সূর্যমুখী ফুলের অরিগামি টি এত সুন্দর হয়েছে যেটা প্রথমে দেখে বুঝতেই পারিনি এটা কাগজের তৈরি। রঙ্গিন কাগজের তৈরি সূর্যমুখী ফুলের অরিগামি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জ্বি ভাইয়া আজকে একটু ঠান্ডা ছিলো তবে এটা সত্যি ঠান্ডা আবহাওয়া অনেক মজার ছিলো, যাই হোক আপনার তৈরি করা সূর্যমুখী ফুলের অরিগামি আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি রিয়াল লাইফেও সূর্যমুখী ফুল অনেক পছন্দ করি, আপনি অনেক সুন্দর করে ধাপ গুলো উপস্থাপনাও করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ভাই সত্যি বলতে খুবই দুর্দান্ত একটি অরিগামি তৈরি করেছেন সূর্যমুখী ফুলের। এবং প্রতিটি ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন টাও অনেক ইউনিক ছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম নিশ্চয় কোন ফুলের ফটোগ্রাফি হবে দেখতে এত চমৎকার লাগছে, এরপর ভাল করে খেয়াল করে দেখতে পেলাম যে না আপনি অরিগামি তৈরি করেছেন অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি দেখতে অনেক ভালো লাগে ।আজকে আপনি খুব সুন্দর করে কাণ্ড পাতা সহ ফুলের অরিগামি তৈরি করলেন। এটা সত্যিই অনেক সুন্দর হয়েছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ সূর্যমুখী ফুলের খুবই সুন্দর একটি অরিগামি দেখতে পেলাম আজকে। আপনার তৈরি কাণ্ড ও পাতা সহ সূর্যমুখী ফুলের অরিগামি আমাকে মুগ্ধ করে দিয়েছে। একদম চমৎকারভাবে আপনি এই অরিগামি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি সূর্যমুখী ফুলের অরিগামি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

কান্ড পাতাসহ সূর্যমুখী ফুলের অরিগামি অত্যন্ত সুন্দরভাবে তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি সূর্যমুখী ফুলের অরিগামি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ সুন্দর এই কাণ্ড পাতা সহ সূর্যমুখী ফুলের অরিগামি ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার একটি সূর্যমুখী ফুল তৈরি করেছেন আপনি। আপনার সূর্যমুখী ফুলটা দেখতে একেবারে সত্যিকারের সূর্যমুখী ফুলের মত লাগছে। এটি বানাতে আপনার অনেক পরিশ্রম হয়েছে তা আপনার বানানোর পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে। সবশেষে ফুলটি দেখতে সুন্দর হয়েছে সেটিই অনেক বড় বিষয়।

 2 years ago 

মাঠের সূর্যমুখীর মেয়াদ শেষ। সব এখন চাষীর ঘরে চলে গেছে।
এখন আমার নয়ন জুড়াবে শুধুই কৃত্তিমতা।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক চমতকার একটি সূযমুখির অরিগামি বানিয়েছেন আপু। এতদিন শুধু এই ফুলের অংকন দেখেছি। আজ আপনি কাগজ দিয়ে বানিয়ে দেখালেন। অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সবুজ কাগজ হলুদ কাগজ ব্যাবহার করে অনেক ইউনিক একটি সূর্যমুখী ফুলের অরিগামি তৈরি করেছেন।দেখতে অনেক সুন্দর হয়েছে।অরিগামি তৈরি পদ্ধতি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57159.76
ETH 2351.81
USDT 1.00
SBD 2.38