সবজি পাকোড়া ।। ইফতারির জন্য, ১০% বেনিফিশিয়ারী @shy-fox, ৫% বেনিফিশিয়ারী @abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ রবিবার । ২৭শে চৌত্র ।। ১৪২৮ । ১০শে এপ্রিল ।। ২০২২

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুরা আশাকরি সবাই অনেক ভাল আছেন ।

চলছে মুসলিমদের সব চেয়ে প্রিয় মাস "রমজান" ।
আর এই রমজানে খাওয়া-দাওয়া খুব অল্প সময়ের জন্য হলেও রকমারিটা কিন্তু অন্য সব মাসের চেয়ে ঢেঁড় বেশি ।
প্রতিদিন ইফতারিতে কত আয়োজন ।
মৌসুমি ফলের পাশাপাশি তেলেভাজা নানা রকমের খাবার না থাকলে যেন ইফতারিটা চিনি ছাড়া শরবতের মত লাগে ।
আজ ইফতারিতে তেলে ভাজা তেমনি একটি খাবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ।
আশাকরি অনেকে উপকৃত হবেন ।
আজ আমি নিজ হাতে বানিয়েছি " সবজি পাকোড়া" এটা আমাদের এলাকায় সবজি বড়া/ সবজি পিঁয়াজু নামেও পরিচিত ।

IMG_২০২২০৪১০_১৮২১৪৭.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

উপকরণ নেম পরিমাণ
বেসন ১ কাপ
আলু ১টি
স্বজনী শাক পরিমাণ মত
পুঁই পাতা ৫টি
পিয়াজ ৬টি
কাঁচা মরিচ ১০-১২টি
লবণ ২ চা চামচ
ভোজ্য তেল ১ কাপ

IMG_২০২২০৪১০_১৭২১৩৯.jpg

ধাপঃ ০১

প্রথমে আলু, স্বজনী শাক, পুইশাক, পেঁয়াজ, কাঁচা মরিচ একে একে সব গুলো যতটা সম্ভব কুঁচি কুঁচি করে কেটে নিতে হবে ।

IMG_২০২২০৪১০_১৭৪০১১.jpg

ধাপঃ ০২

কেটে রাখা সবগুলো উপকরণ এক সাথে লবণ মাখিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর বেসন দিয়ে দিতে হবে।
বেসন দেওয়ার পর একটু শুকনা হয়ে যাওয়ায় অল্প পরিমাণ পানি দিয়েছি ।

IMG_২০২২০৪১০_১৭৪৪০৪.jpg

ধাপঃ ০৩

গোলাকার আকৃতি দিয়ে চ্যাপটা চ্যাপটা করে পাকোড়া বানিয়ে নিতে হবে ।
একটা শুকনা ট্রেতে কিছুটা আটা ছিটিয়ে নিয়ে তার উপর পাকোড়া গুলো রাখবো যেন লেগে না যায় ।

IMG_২০২২০৪১০_১৭৪৯২৪.jpg

ধাপঃ ০৪

চুলায় ১ কাপের সবটুকু তেলে ঢেলে গরম করে নেব ।
৫ মিনিট পর একটুকরা ছেড়ে দিয়ে চেক করে দেখবো তেল পরিমাণ মত গরম হয়েছে কিনা ।

IMG_২০২২০৪১০_১৮০৬৪৮.jpg

ধাপঃ ০৫

কড়াইয়ের উপরিভাগের সম্পুর্ণ জায়গায় যত গুলো ধরে সবটায় একটা একটা করে দিয়ে দেব ।
চুলার আঁচ যেন ঠিক মত থাকে খেয়াল রাখতে হবে ।
আঁচ কমে গেলেও অনেক বেশি তেল চুষে নেবে আবার বেশি হয়ে গেলেও উপরিভাগটা পুড়ে যাবে তাই এর উপর নজরদারিটাও বেশি জরুরী ।

IMG_২০২২০৪১০_১৮০২২৪.jpg

ধাপঃ ৬

হাল্কা লালচে রং হয়ে গেলে ছাঁকনি দিয়ে তুলে ফেলতে হবে ।
এবার শুধু সময়ের অপেক্ষা ।
আমার একটা প্রিয় পদ রান্না করে ফেলেছি ।

IMG_২০২২০৪১০_১৮২১৩১.jpg

আমার মনে হয় আমাদের এই কমিউনিটিতে অনেকেই আছে আমার মত তেলে ভাঁজা খাবার গুলো খেতে অনেক বেশী পছন্দ করে ।
তারা খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন ।
পুরো প্রসেসিংটা শেষ করতে আমার এক ঘন্টা সময় লেগেছে ।
ভালো থাকবেন সবাই ।

আল্লাহ্‌ হাফেজ

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর করে সবজি পাকোড়া তৈরি করেছেন। আসলে ইফতারিতে সবজির পাকোড়া না থাকলে কেমন যেন শূন্যতা মনে হয়।সবজি পাকোড়া তৈরি পদ্ধতি খুবই অসাধারণ হয়েছে। এত অসাধারণ রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার পাকোড়া খেতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে সবজি দিয়ে পাকোড়া রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে বোঝাই যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। রমজানে এইসব রেসিপির যেন বিকল্প নাই। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার সবজি পাকোড়া রেসিপি খুবই চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।এ ধরনের পাকোড়া খেতে আমার কাছে বেশ ভালো লাগে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

পকোড়া আমাদের সবার প্রিয়। আর নানান রকমের সবজি দিয়ে হলে তো কথায় নেই। লোভ লেগে গেলো এক কথায়। ভালো উপস্থাপনা ছিল।

 2 years ago 

ইফতারে প্রতিনিয়ত আমরা চেষ্টা করি সবজি পাকোড়া করার। ইফতারে সবজি পাকোড়ার বিকল্প কোন কিছু হতেই পারে না। সবজি পাকোড়া আমার ভীষণ পছন্দের একটি রেসিপি। আপনি খুব চমৎকার করে সবজি পাকোড়া রেসিপি আমাদের মধ্যে শেয়ার করেছেন। নিশ্চয়ই আপনার রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছে। সবজি পাকোড়া রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সবজি পাকোড়া আমার খুবই প্রিয় খাবার। আপনি সবজি পাকোড়া খুব সুন্দর ভাবে রেসিপি টি তৈরি করেছেন। আপনার রেসিপি টা আমার খুবই ভালো লেগেছে। সত্যিই অসাধারণ একটি রেসিপি। আপনার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

 2 years ago 

সজনী নাকি সাজনা শাক হবে? তবে সুন্দর ছিল আপনার এখানে ইফতারের সময় বেশ মজাদার হবে খেতে। এবং তৈরি প্রক্রিয়া গুলো অনেক সুন্দর ছিল ধাপে ধাপে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আঞ্চলিক ভাষায় এটা সজনী নামেই পরিচিত। শুদ্ধটা মাথায় ছিল না। 🙂

 2 years ago 

আপনি ইফতারের জন্য অনেক সুন্দর সবজির পকোড়া তৈরি করেছেন ভাইয়া। দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার তৈরি পকোড়া দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসাধারণ হয়েছে আপনারা রেসিপি টি।
এই পিঠাগুলো খেতে ভারি মজাদার। আমি প্রায় এই পিঠাগুলো তৈরি করি বাসায়। মুখেই লেগে থাকে। আপনারা রেসিপি টি ও দেখতে খুবই লোভনীয় হয়েছে।
ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

বিভিন্ন ধরনের সবজি দিয়ে খুবই সুস্বাদু একটি পাকোড়া তৈরি করেছেন ভাইয়া। মনে হচ্ছে যে খেতে খুবই মজাদার হয়েছে। দেখতে অনেক লোভনীয় লাগছে। তাছাড়া পাকোড়া তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58625.96
ETH 3101.66
USDT 1.00
SBD 2.41