You are viewing a single comment's thread from:

RE: কোন কাজকে ছোট করে দেখা ঠিক নয় || [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

সত্য কথা বলতে প্রতিবছর যে পরিমান ছাত্র/ছাত্রী গ্রাজুয়েশন সম্পুর্ণ করছে চাকরী তার ২৫% ও হয়তো নেই যে মান সম্মত একটা স্কেলে জব শুরু করবে । তবে এটা কোন সমস্যা ছিল না । যদি পরবর্তীতে তাদের জব লাইফটা আশার আলো দেখতে পেতো । বরং কিছু চাকুরী এমন ও আছে যেখানে কার্যকলাপ কিছুটা রোবটিক বটে । সপ্তাহে একটা ছুটির দিন সেইটা ও চলে যায় অফিসের দখলে । আমি মন থেকে ওই চাকুরী গুলোকে ভীষণ ভাবে অপছন্দ করি । তবে একটা কথা আমাদের প্রথম থেকেই ভাবা উচিৎ আমাদের লেখা পড়ার উদ্দেশ্য যেন চাকুরী না হয় । অবশ্যই আমাদের জীবিকার চেষ্টা করতে হবে ।
তবে সেইটা নিজেকে বিসর্জন দিয়ে নয় । উপভোগের মাঝে ।
ধন্যবাদ প্রিয় ভাই । পোস্টটি পড়ে বেশ ভাল লাগলো । তাই ব্যক্তিগত অভিমত ও অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করলাম ।
ভাইয়া আপনার মায়ের চিঠি সম্পর্কে জানার ইচ্ছে জাগছে । যদি শেয়ার করতেন আমরাও হয়তোবা উপকৃত হওয়ার সুযোগ পেয়ে যেতাম ।

Sort:  
 2 years ago 

বর্তমানের বাস্তব চিত্রটা আপনি তুলে ধরেছেন ভাই, আপনার মন্তব্য দেখে সত্যিই অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60384.14
ETH 2591.97
USDT 1.00
SBD 2.55