DIY : রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি ।। প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ১০% বেনিফিসারী

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয় বন্ধুগণ


আশা করি সবাই ভাল আছেন । আমিও ভাল আছি, আলহামদুলিল্লাহ ।

রঙ্গিন কাগজ নিয়ে পছন্দমত কিছু তৈরি করতে ভাল লাগে । আজ তেমনি একটা চমৎকার ফুল তৈরি করতে যাচ্ছি । আশা রাখছি এটা আপনাদের ভাল লাগবে, অল্প কিছু উপাদান আর সল্প সময়ের মাঝে বানিয়েও ফেলতে পারবেন আপনিও ।

IMG_২০২২০৩০১_০৯২৩০৮.jpg


প্রয়োজনীয় উপকরণ

  • রঙিন কাগজ
  • কলম
  • কাঁচি
  • আঠা
  • স্কেল
  • জি আই তার

IMG_২০২২০২২৮_২১৪৫১৫.jpg


ফুল তৈরির প্রাথমিক ধারণা



আমি ডাল পাতা এবং ফুল তৈরির জন্য তিন রকমের কাগজ নিয়েছি।
লাল রঙের কাগজ ফুলের জন্য।
সবুজ রঙের কাগজ পাতা ও দলের জন্য।
টিয়া রঙের কাগজ নিয়েছি বৃন্ত সহ ডাল তৈরির জন্য।

IMG_২০২২০৩০১_২০৩০৪৮(1).jpg


ফুল তৈরির বিবরণ


ধাপঃ০১

প্রথমে ফুলের পাপড়ি তৈরির জন্য লাল রঙের কাগজ ১০*১০ সে. মি. ৪ টুকরা কেটে নিবো ।

IMG_২০২২০২২৮_২১৪৮৪৫.jpg


ধাপঃ০২

এরপর প্রতিটা টুকরা কোনাকুনি বরাবর ভাজ দিবো

IMG_২০২২০২২৮_২১৪৯৪১.jpg



এরপর মাঝ দিয়ে আরো একবার ভাজ দিবো

IMG_২০২২০২২৮_২১৫০৩৯.jpg



আরো একবার মাঝ বরাবর ভাজ দিয়ে নিতে হবে । যা দেখতে ত্রিভুজ আকৃতির হবে ।

IMG_২০২২০২২৮_২১৫১৪৩.jpg


ধাপঃ০৩

ত্রিভুজ আকৃতির কাগজ গুলোর যে কোন একটির উপরের ( প্রশস্ত ) অংশে অর্ধবৃত্তাকৃতির মত করে কলম দিয়ে দাগ টেনে নিবো ।

IMG_২০২২০২২৮_২১৫২৪৭.jpg


ধাপঃ০৪

কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে নিতে হবে ।
এর পর এই কাগজের মাপে বাকি কাগজ গুলো একই ভাবে কেটে নিবো ।

IMG_২০২২০২২৮_২১৫৫৩১.jpg


ধাপঃ৫

এরপর কাগজের ভাজ গুলো খুলে ফেলতে হবে ।
যা একসাথে ৮টি ওয়েভ আকৃতির দেখাবে ।

IMG_২০২২০৩০১_১৯৫৩১৭.jpg


ধাপঃ০৬

আমরা ক্রমান্বয়ে প্রথমটিকে ১ এবং ৭ ভাগে কেটে নেব । দ্বিতীয়টি ২ ও ৬ টি ভাগে কেটে নেব ।
তৃতীয়টি ৩ ও ৫ ভাগে কেটে নেব ।
শেষেরটি দুইভাগে কেটে নেব ।

IMG_২০২২০২২৮_২১৫৭৫৬.jpg


ধাপঃ৭

এরপরের ধাপে আমরা প্রতিটা কাগজের টুকরাকে প্রথম প্রান্তের সাথে শেষের প্রান্ত আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব ।

IMG_২০২২০২২৮_২২০৯২২.jpg



এখন আমার ফুলের পাপড়ি গুলো তৈরি হয়ে গেছে ।

IMG_২০২২০২২৮_২২১৪১৮.jpg


ধাপঃ০৮

এবার বৃন্ত তৈরি করে নেব ।
এর জন্য আমার উপকরণের মাঝে থাকা জিআই তারের টুকরোটিকে টিয়া রঙের কাগজে আঠা লাগিয়ে মুড়িয়ে ফেলবো ।

IMG_২০২২০২২৮_২২০৭১৩.jpg



বৃন্ত তৈরি শেষ ।

IMG_২০২২০২২৮_২২০৮৫৪.jpg


ধাপঃ০৯

এখন পাপড়ি গুলো একে একে বৃন্তের সাথে আঠা দিয়ে লাগিয়ে নিবো ।
প্রথমে ১ নং পাপড়ি, ক্রমান্বয়ে ২ ও ৩ নং পাপড়ি লাগিয়ে নিবো ।

IMG_২০২২০২২৮_২২১৭১৮.jpg



৪,৫,৬ ও ৭ নং পাপড়ি গুলো লাগানোর পুর্বে কলম দিয়ে উল্টা দিকে ঘুরিয়ে নেব যাতে দেখতে সুন্দর লাগে ।




আমাদের ফুলের পাপড়ি এবং বৃন্ত সহ ডাল তৈরি হয়ে গেছে । এখন পাতা এবং বৃতাংশ তৈরি করে নেব ।



ধাপঃ১০

সবুজ কাগজটিকে ৮ সে.মি. করে লম্বালম্বি কেটে নিয়ে মাঝ দিয়ে ভাজ করে নিবো ।
এরপর অর্ধপাতাকৃতির চিহ্ন করে নিতে হবে ।

IMG_২০২২০২২৮_২২২৩৩৬.jpg


ধাপঃ১১

কাঁচি দিয়ে কেটে নিবো ।



আমাদের একটি পাতা তৈরি হয়ে গেছে ।
এর মাপ দিয়ে আরো কিছু সবুজ রঙের কাজ দিয়ে পাতা তৈরি করে নেব ।

IMG_২০২২০২২৮_২২৩১৩৫.jpg


ধাপঃ১২

বৃত্তাংশ তৈরি করতে আমরা পাপড়ির মত একই নিয়ম অনুসরণ করব ।
১০*১০ সে.মি. করে কেটে নিব ।
কোনাকুনি বরাবর ভাজ দিবো ।
মাঝ বরাবর দুই বার ভাজ দেব ।
পাপড়ির মাপে কেটে নেব ।
এবং এর সংকুচিত অংশটির খানিকটা অংশ কেটে নেব ।
ভাঁজ খোলার পার যা এই রকম দেখাবে ।

IMG_২০২২০২২৮_২২৩৩২০.jpg


ধাপঃ১৩

এই বৃতাংশটি আঠা দিয়ে বৃন্তে লাগিয়ে দেব ।

IMG_২০২২০২২৮_২২৩৪৪৯.jpg



এরপর পাতা গুলো আঠা দিয়ে বৃন্তে লাগিয়ে দিবো ।
খেয়াল রাখবো যেন একটা আরেকটার নিচে বিপরীত দিকে এবং সমান দূরুত্বে হয় ।

IMG_২০২২০২২৮_২২৩৫৪৬.jpg



একটি সম্পুর্ণ ফুল তৈরি হয়ে গেছে ।
যার চিত্রটি নিচে দেখতে পারছেন ।

IMG_২০২২০২২৮_২২৩৭১৭.jpg



এমন ফুল তৈরি করে নিজের পড়ার টেবিলে সাজিয়ে রাখা যায় ।

IMG_২০২২০২২৮_২২৪২৩৯.jpg



পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
ভাল থাকবেন ।

আমার নাম@marufhh🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইস মোবাইল
মোবাইল Redmi 9A
ক্যামেরা 8mp

received_2144945912336733.webp


Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ফুল তৈরি করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ফুল টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রঙিন কাগজের ফুল আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আপনার কাছ থেকে পরবর্তীতেও এরকম সুন্দর সুন্দর রঙিন কাগজের নানা ধরনের জিনিস আশা করব। শুভকামনা রইল আপনার জন্য

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর করে গোলাপ ফুলটি তৈরি করেছেন। দেখতে একদম বাজারে কেনা ফুলের মত লাগতেছে। আর আপনি অনেক সুন্দর করে সেটি বর্ণনা করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাগান থেকে ছিড়ে আনা একদম টাটকা লাল টকটকে একটি গোলাপ। কি সুন্দর তার মন মাতানো ঘ্রান। আমি প্রথমে এমনটি ভেবে ছিলাম। পরে দেখলাম এটা কাগজের তৈরি গোলাপ কিন্তু সত্যি কারের ফুলের সঙ্গে কোনো পার্থক্য নেই। শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি লাল সবুজ ফুল তৈরি করেছেন। যা দেখতে খুবই চমৎকার লাগছে। আপনার উপস্থাপনার প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

লাল এবং সবুজ রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করেছেন ভাইয়া। এইভাবে গোলাপ ফুল তৈরি করে ফুলদানিতে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগবে। আপনার উপস্থাপনা হয়েছে অনেক সুন্দর। ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা রঙিন কাগজের ফুল আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি সুন্দর ভাবে ফুল তৈরির প্রসেস উপস্থাপন করেছেন। ফুল তৈরি করে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা আপনার এই ফুলটি দেখতে এক কথায় অসাধারণ লাগছে ।বিশেষ করে আপনি লাল রঙ্গের রঙ্গিন পেপার ব্যবহার করেছেন বলে দেখতে অনেক আকর্ষনীয় লাগছে। আপনি আপনার পোস্টটে এই ফুলটি তৈরি করার প্রসেস টি ধাপে ,ধাপে অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ খুবই সুন্দর হয়েছে ফুলটি। আমি তো হঠাৎ করে দেখে সত্যিকারের ফুল মনে করেছিলাম রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুল আপনি তৈরি করে দেখালেন দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে আপনি একটি ফুল বানিয়েছেন, এবং এই ফুলটি দেখতে গোলাপ ফুলের মত মনে হচ্ছে। বেশ চমৎকার হয়েছে আপনার এই কাজটি, প্রশংসার দাবীদার আপনার কাজটি। অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।

 2 years ago 

আপনার ফুল তৈরি অনেক সুন্দর হয়েছে ভাই ।খুব সুন্দর ভাবে দক্ষতার সাথে ধাপে ধাপে ফুলটি তৈরি করেছেন এবং কিভাবে ফুলটি তৈরি করেছেন তা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58833.91
ETH 3155.94
USDT 1.00
SBD 2.44