রেসিপি ।। চিকেন বিরিয়ানি ।। ১০% বেনিফিশিয়ারী @shy-fox ।। ৭% @abb-school এর জন্য ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভাল আছেন ।
ঈদের আমেজ এখনো আমার মত অনেকেরই হয়তো আছে । তাই বাড়ির সবাই মিলে এক সাথে আড্ডা দিচ্ছি সাথে মজার মজার রান্না করে খাচ্ছি ।
আজ ছিল ঈদের চতুর্থদিন আজ রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি ।
এখন আপনাদের সাথে রেসিপির শুরু থেকে শেষ অব্দি শেয়ার করতে চলেছি ।

IMG_২০২২০৫০৬_১৮৪২০৬.jpg

প্রয়োজনীয় উপকরণঃ ( মাংস রান্নার জন্য )

উপকরণের নাম পরিমাণ
মুরগির মাংস আধা কেজি
পেয়াজ কুচি ১টেবিল চামচ
এলাচ ২টি
দারচিনি ২টি
তেজ পাতা ২টি
জিরা গুঁড়া ১ চা চামচ
লবণ পরিমাণ মত
পাঁচ ফোড়ন ১ চা চামচ
পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
কাঁচা মরিচ পরিমাণ মত
সয়াবিন তেল আধা কাপ
আদা বাটা ১ চা চামচ

IMG_২০২২০৫০৬_১৫০৯০৪.jpg

প্রয়োজনীয় উপকরণঃ ২য় ( চাল রান্নার জন্য )

উপকরণের নাম পরিমাণ
চাল ১ কেজি
এলাচ ২টি
দারচিনি ২টি
তেজ পাতা ২টি
লবণ পরিমাণ মত
পাঁচ ফোড়ন ১ চা চামচ
পেঁয়াজ কুঁচি আধা কাপ
রসুন ২ টেবিল চামচ
আদা বাটা ২ টেবিল চামচ
কাঁচা মরিচ ৫টা
বিরিয়ানি মসলা ১ চা চামচ
সয়াবিন তেল চার টেবিল চামচ

IMG_২০২২০৫০৬_১৬১৬২১.jpg

ধাপঃ০১

প্রথমে আদা, রসুন, পেয়াজ, খোসা ছাড়িয়ে বেটে নেব ।
কাঁচা মরিচ মাংসে দেওয়ার জন্য বেটে নেব ।
কিছু পেয়াজ তেলে ছাড়ার জন্য কুচি করে কেটে নেব ।

IMG_২০২২০৫০৬_১৬০০৪৪.jpg

ধাপঃ০২

চাল ভাল করে পানি দিয়ে ধুয়ে চালনীতে রেখে দেব ।
যেন মুরগীর মাংস রান্না করার সময় পানি ঝরে সম্পুর্ণ ঝরঝরা হয়ে যায় ।

ধাপঃ০৩

একটা বাটিতে মুরগীর মাংস নিয়ে তাতে মাংসের জন্য রাখা আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা, জিরা গুড়া, লবণ, পাঁচ ফোঁড়ন দিয়ে মাখিয়ে রেখে দেব ৩০ মিনিটের জন্য ।

IMG_২০২২০৫০৬_১৬০৫২৯.jpg

ধাপঃ০৪

একটা কড়াই চুলার উপর রাখবো পর্যাপ্ত গরম হয়ে এলে তাতে তেল দিয়ে দেব ।
তেল গরম হয়ে এলে পেঁয়াজ দিয়ে দেব ।
হাল্কা বাদামী করে ভেজে নেব ।
পেঁয়াজ ভাজা হয়ে আসলে কড়াইয়ে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দেব ।

Untitled design (8).jpg

ধাপঃ০৫

উপরোক্ত মসলা গুলো হাল্কা ভেজে নিয়ে তাতে মেরিনেট করে রাখা মুরগীর মাংস দিয়ে দেব ।
মুরগীর মাংস সিদ্ধ হয়ে আসলে নামিয়ে রাখবো ।

IMG_২০২২০৫০৬_১৬১৬৫২.jpg

ধাপঃ০৬

একটা হাঁড়িতে ১০ কাপ পানি দিয়ে সিদ্ধ করে নেব ।
পানি ফুটে উঠলে নামিয়ে চুলার পাশে রেখে দেব ।

IMG_২০২২০৫০৬_১৬২৪৪২.jpg

ধাপঃ০৭

২ কেজি পরিমাণ চাল রান্না করা যায় এমন একটি হাঁড়ি নেব ।
চাল রান্নার জন্য পরিমাণ মত তেল ঢেলে দেব ।
তেল পর্যাপ্ত গরম হয়ে এলে পেঁয়াজ দিয়ে দেব ।
এরপর একে একে আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা, বিরিয়ানি মসলা, লবণ দিয়ে দেব ।

Untitled design (9).jpg

ধাপঃ০৮

সমস্ত মসলা ভাল করে ভেজে নিয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডেলে দেব ।
একটু নাড়াচাড়া করে চাউলের সাথে মসলা মাখিয়ে নেব ।

IMG_২০২২০৫০৬_১৬৩৮১৫.jpg

ধাপঃ৯

চাউল পরিমাণ মত ভাজা হয়ে আসলে তাতে ভেজে রাখা মুরগীর মাংস দিয়ে দেব ।

IMG_২০২২০৫০৬_১৬৪৩৪৬.jpg

ধাপঃ১০

চাউলের সাথে মাংস গুলো ভালভাবে মিশিয়ে নেব ।
চাউলের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব ।

IMG_২০২২০৫০৬_১৬৪৭৫০.jpg

ধাপঃ১১

চাউল সিদ্ধ হয়ে আসলে উপরে কাঁচা মরিচ বিছিয়ে ঢেকে দেব ।

IMG_২০২২০৫০৬_১৭০০৫০.jpg

ধাপঃ১২

বিরিয়ানী একটু আঠালো ভাব থেকে যাওয়া পর্যন্ত চুলার উপর অল্প আঁচে রেখে দেব ।
ঝরঝরা হয়ে আসলে প্লেটে পরিবেশন করবো ।

IMG_২০২২০৫০৬_১৮৪৩৩২.jpg

বিরিয়ানি অনেকেই অনেক ভাবে রান্না করে থাকেন । তবে আমি উপরোক্ত উপায়ে রান্না করি, স্বাদ এবং গন্ধে অটুট থাকে এবং খেতেও অনেক ভাল লাগে ।
খুব সহজ ভাবে আমার রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ।
পোস্টের কোথাও কোন কঠিন অথবা আঞ্চলিক ভাষা থাকার কারণে বুঝতে না পারলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
ধন্যবাদ সবাইকে ।

নামঃ @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

image.png

image.png

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 2 years ago 

চিকেন বিরিয়ানি খেতে আমি খুব পছন্দ করি ।এটা আমার কাছে খুবই ভালো লাগে। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে ।আপনার বিরিয়ানি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে ভাইয়া । খুব সুন্দর আপনার রেসিপিটি তৈরি করেছেন। আপনাকে ধন্যবাদ চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করার জন্য আপনার জন্য। শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনার উপস্থাপন করা চিকেন বিরিয়ানি রেসিপি টা দেখে লোভ সামলিয়ে রাখা মুশকিল। বিরিয়ানি খেতে আমি অনেক ভালবাসি অনেকদিন পর বিরানি রেসিপি দেখে অনেক ভালো লাগতাছে। মনে হচ্ছে আপনার রেসিপিটা বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আঙ্কেল এমন চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

আমারো এখনো আছে ভাইয়া, ঈদের আনন্দ এতো তাড়াতাড়ি যাইতে দিবো না, যাই হোক আপনি অনেক সুন্দর করে চিকেন বিরয়ানী রান্না করেছেন ভাইয়া, দোখে অনেক লোভ লেগে গেলো, একটু পার্সেল করে দিতেন. 😋

 2 years ago 

আমি বিরিয়ানি দেখলে আর লোভ সামলাতে পারিনা। এত সুন্দর ভাবে বিরিয়ানি রান্না করলেন দেখেইতো ইচ্ছে করছে একটু খেয়ে ফেলি। আবার খুব সুন্দর করে পরিবেশন করেছেন। শসা দিয়ে গরম গরম পরিবেশন খুবই মজা লাগে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে বিরিয়ানি তৈরি করে দেখিয়েছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব ভালো লাগলো আপনার চিকেন বিরানি রেসিপি দেখে, সহজ ও সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং চমৎকার লাগলো আপনার পোষ্টের সাজানো-গোছানো পরিবেশ দেখে। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

মজাদার চিকেন বিরিয়ানির শেয়ার করেছেন দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। কিভাবে চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করতে হয় সেটা সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

খুবই সুস্বাদু চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি চিকেন বিরিয়ানি খেতে অনেক মজা হয়েছে বলে আশা করছি।বিরিয়ানি খেতে আমার খুবই ভালো লাগে। আর এই ভালোলাগা চিকেন বিরিয়ানি আপনি কিভাবে তৈরি করেছেন তাঁর প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার করা চিকেন বিরিয়ানি অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে চিকেন বিরিয়ানি রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার বিরিয়ানি আমার বেশ ভাল লেগেছে। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চিকেন বিরিয়ানি রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। আমার বাচ্চা খুবই পছন্দ করে এই চিকেন বিরিয়ানি। আমিও মাঝে মধ্যে বাসায় রান্না করি। আপনার চিকেন বিরানি দেখে মনে হচ্ছে যে খুবই সুস্বাদু হয়েছিল। দেখেই খেতে ইচ্ছা করছে।

 2 years ago 

বিরিয়ানি আমার খুব পছন্দের একটি খাবার। আমার মা ও এভাবে বিরিয়ানি রান্না করেন। গত বছর তিনি যখন বিরিয়ানি রান্না করেছিলেন তখন আমি পাশে বসে সম্পূর্ণ রান্নার প্রক্রিয়াটি দেখেছিলাম। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57883.59
ETH 3070.40
USDT 1.00
SBD 2.34