DIY ।। কলি সহ রিয়েলস্টিক গোলাপ ফুল তৈরি ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ বৃহস্পতিবার ।। ১৯শে মে ২০২২ ।। ৫ই জ্যৈষ্ঠ ১৪২৯ ।। ১৭ই শাওয়াল ১৪৪৩ ।

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুগন, পরম করূণাময়ের অসীম দয়ায় আশা করি ভাল আছেন ।
আজ ঘর সাজাতে মাথায় একটা ফুল তৈরির আইডিয়া ঘুরছিল । তাই তৈরি শুরু করে দিলাম ।
দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ।
আমি এর আগেও অন্য আরেকভাবে গোলাপ ফুল তৈরি করেছি । কিন্তু এই পদ্ধতিটা ছিল সম্পুর্ণ নতুন ।
আশা করি আপনাদের ভাল লাগবে আজকের এই 'কলি সহ রিয়েলস্টিক গোলাপ ফুল তৈরি'

Untitled design (14).jpg

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরনঃ

  • রঙিন কাগজ
  • স্কেল
  • কাঁচি
  • আঠা
  • মার্কার পেন
  • কলম
  • গ্লু গান

IMG_২০২২০৫১৭_২০১৯০১.jpg

ধাপঃ ০১

প্রথমে আমি হলুদ রঙের কাগজ ৯ * ৯ বর্গ সে.মি আকারে কেটে নিলাম মোট ১২ পিস । কাগজ গুলো প্রথমে কোণাকুণি বরাবর ভাজ দিয়ে নিলাম । পুনরায় ডানে আরেক বার মাঝ বরাবর অল্প খানিক ভাজ করে নিলাম । এবার ডান কর্ণার এবং বাম কর্ণার সামানুপাতিক হারে ভাজ দিয়ে নিলাম।

Untitled design (16).jpg

ধাপঃ ০২

চিত্র অনুরুপ শেপে সব গুলো একই মাপে কলম দিয়ে দাগ টেনে দিলাম।
এবার কেটে নেব । খুব যত্ন সহকারে কেটে নিতে হবে নতুবা তৈরিকৃত ফুল অসমান হয়ে যাবে।

IMG_২০২২০৫১৭_২১০১৩২.jpg

এবার সব গুলোর ভাজ খুলে ফেলবো।

ধাপঃ ০৩

আমাদের ফুল তৈরির জন্য ৮টি টুকরা প্রয়োজন হবে কলি তৈরির জন্য প্রয়োজন হবে ৪টি ।

IMG_২০২২০৫১৭_২১০৫৪৯.jpg

ধাপঃ ০৪

এবার চারটি কেটে রাখা কাগজ নিয়ে কলম দিয়ে মাঝ দিয়ে হাল্কা ভাজ দিয়ে দিব ।

IMG_২০২২০৫১৭_২১০৮১৯.jpg

ধাপঃ ০৫

ভাজ দেয়া কাগজ একটি নিয়ে একটি পাপড়ি তার বিপরীত দিকেরটার সাথে আঠা লাগিয়ে জুড়ে দেব ।
এরপর আরো একটা কেটে রাখা কাগজ নিয়ে আঠা দিয়ে চিত্র অনুরুপ আঠা লাগিয়ে দেব ।

IMG_২০২২০৫১৭_২২১৭১৭.jpg

ধাপঃ ০৬

আরো দুইটা কাগজ নিয়ে একটা একটা করে পাপড়ি এক পাশে করে কলম দিয়ে ঘুরিয়ে দেব ।

IMG_২০২২০৫১৭_২২১৫০৮.jpg

চিত্র অনুরুপ আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব ।

IMG_২০২২০৫১৭_২২৩৩০৯.jpg
এভাবে আমাদের ফুলের কলিটা তৈরি হয়ে গেল ।
সম্পুর্ণ ফুল তৈরিতে আরো চারটি কেটে নেওয়া কাগজ একের পর এক জুড়ে দিতে হবে ।

ধাপঃ ০৭

এবার সবুজ কাগজ দিয়ে চিত্র অনুরুপ বৃত্তি তৈরি করে নেব । ফুলের ক্ষেত্রে একটু বড় সাইজের এবং কলির ক্ষেত্রে একটু ছোট সাইজের করে নিতে হবে ।
একই ভাবে আরো কিছু একক পাতা তৈরি করে নেব ।

IMG_২০২২০৫১৭_২২৪৭৪৭.jpg

ধাপঃ ০৮

এবার সবুজ কাগজ মুড়িয়ে দুইটা ডাল তৈরি করে নেব।

Untitled design (15).jpg

ধাপঃ ০৯

এবার একে একে ফুল, বৃত্তি এবং পাতা ডালের সাথে জুড়ে দেব ।
এভাবেই আমার কলি সহ গোলাপ ফুল তৈরি হয়ে গেল।

IMG_২০২২০৫১৭_২৩১১৫২.jpg

IMG_২০২২০৫১৮_১০৫১৫৩.jpg

এটি দেখতে নিজের কাছেই কিছুটা রিয়েলস্টিক মনে হচ্ছে । বেশ ভালই লাগছে । আশা করি আপনাদের ও ভাল লাগবে । ভাল থাকবেন সবাই । সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ।

আল্লাহ্‌ হাফেজ ।

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 2 years ago 

আমিও একবার বানিয়েছিলাম কাগজের গোলাপ। তবে আমারটা ছিল লাল আর আপনারটা হলুদ। চমৎকার বানিয়েছেন গোলাপটি। সত্যিই প্রশংসা পাবার যোগ্য। ধন্যবাদ

 2 years ago 

সত্যি অনেক রিয়ালিস্টিক মনে হয়েছে। খুব সুন্দর আপনি ফুল তৈরি করতে পেরেছেন, আর দু একটি ধাপ তৈরি করলে ভালো হতো অর্থাৎ পাতা ফুল এগুলোকে একত্রে করার ধাপটি দিলে পোস্টটি স্বয়ংসম্পূর্ণ হতো, তবে আপনি অসম্ভব রকম সুন্দর ফুল তৈরি করতে সক্ষম হয়েছেন যা সত্যিই রিয়েলিস্টিক।🥰

 2 years ago 

অনেক সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করেছেন হলুদ কাগজ আর সবুজ কাগজের সমন্বয় মনে হচ্ছে গোলাপের হলুদ পাপড়ি সবুজ পাতার উপর অবস্থান করছে একদম বাস্তব ভাবে। আপনার দক্ষতার প্রমাণ দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওয়াও আপনার তৈরি গোলাপ ফুলটি দেখতে চমৎকার লাগছে। আপনি খুব দক্ষতার সাথে এটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

এককথায় অসাধারণ হয়েছে ভাই। আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। রঙিন কাগজ দিয়ে যে এতো সুন্দর গোলাপ তৈরি করা যায় এটা আমার ধারণার বাইরে ছিল। এবং হলুদ কাগজ নেওয়ার জন্য যেন গোলাপ টা আরও বেশি ভালো লাগছে। অনেক সুন্দর ছিল।

 2 years ago 

আপু আপনার এই গোলাপ যে রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন তা বুঝতে আমার কিছুক্ষণ সময় লেগেছে। কারণ এত চমৎকার হয়েছে যে কি আর বলবো। রঙিন কাগজ দিয়ে যে এত সুন্দর গোলাপ বানানো যায় তা আপনার গোলাপ ফুল না দেখলে বুঝতেই পারতাম না। খুব ভালো লেগেছে আমার কাছে আপনার গোলাপ ফুল তৈরি।

 2 years ago 

এক কথায় অসাধারন একটি গোলাপ ফুলের ক্রাফট প্রস্তুত করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে আপনার ইউনিক বুদ্ধির তারিফ না করে আর পারছিনা। ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কলি সহ রয়েল স্টিক গোলাপ ফুল তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনি অনেক দক্ষতার সাথে এবং অনেক সময় দিয়ে এই গোলাপ ফুল দুটি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন একে একে। খুবই ভালো লাগলো আপনার গোলাপ ফুল তৈরি। আমাদের মাঝে এত সুন্দর গোলাপ ফুল তৈরি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার তৈরি গোলাপ ফুলটি দেখে মুগ্ধ হলাম ।সত্যিই খুবই চমৎকার লাগছে দেখতে।
আপনি খুবই দক্ষতার সহিত গোলাপ ফুলটি তৈরি করেছেন ।
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে যে স্টিক গোলাপ ফুল তৈরি করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে আমি আসলে আপনার তৈরি এই গোলাপ ফুলটি দেখে মুগ্ধ। সত্যি অসাধারণ হয়েছে আপনার তৈরি করা ফুল

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62468.23
ETH 2442.12
USDT 1.00
SBD 2.61