diy ।। কার্টুন বোর্ডের গোলাকার ওয়ালমেট তৈরি ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ সোমবার ।। ২৩শে মে ২০২২ ইং ।। ৯ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ ।। ২১শে শাওয়াল ১৪৪৩ হিজরি ।।

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুগণ আশা করি ভাল আছেন । আজ আপনাদের সাথে একটি diy পোস্ট শেয়ার করতে চলেছি । আমি আমার শোবার ঘরের শোভা বর্ধনের জন্য একটি "কার্টুন বোর্ডের গোলাকার ওয়ালমেট" তৈরি করেছি । আশা করি এটা আপনাদের ভাল লাগবে।

IMG_২০২২০৫২৩_২১৫৩৩২.jpg

প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং উপকরণ

  • কার্টুন বোর্ড
  • রঙ্গিন কাগজ
  • পাটকাঠি
  • পুতি
  • সূতা
  • কম্পাস
  • গ্লুগান
  • আঠা
  • মার্কার পেন
  • কলম
  • রঙ
  • কাঁচি
    IMG_২০২২০৫২৩_১৮৪৭৪৭.jpg

ধাপঃ০১

প্রথমে কার্টুন বোর্ড টি কম্পাসের সাথে যুক্ত কলম দিয়ে বাইরে এবং ভিতরের দিকে দুইটা বৃত্ত এঁকে নিব । এবার বৃত্তের বাইরে এবং ভিতর দিয়ে কাঁচি দিয়ে চিত্র অনুরুপ কেটে নিব ।

IMG_২০২২০৫২৩_১৮৫৫০৭.jpg

ধাপঃ০২

***এবার কমলা রঙের কাগজ দিয়ে গোলাকার করে কাটা কার্টুন বোর্ডটি র‍্যাপিং করে দেব ।

IMG_২০২২০৫২৩_১৯১৯৩৭.jpg

ধাপঃ০৩

পাটকাটিগুলো কালো রঙের প্রলেপ দিয়ে দেব । অল্প রঙ দিয়ে ভাল ভাবে ঘষে লাগিয়ে নিতে হবে যেন অল্প সময়ে শুকিয়ে যায় ।
IMG_২০২২০৫২৩_২০২৫১১.jpg

ধাপঃ০৪

এবার গোলাপি রঙের কাগজ ১০ * ১০ বর্গ সেন্টিমিটার আকারে কেটে নেব । মাঝ বরাবর কোণাকুণি সমান ভাবে ভাগ করে নেব । ডান দিকে আরো একবার ভাগ করে নেব । দুই কোণা মাঝে সমান রেখে চিত্র অনুযায়ী ভাঁজ দিয়ে নেব।
IMG_২০২২০৫২৩_১৯৩২০৮.jpg

ধাপঃ০৫

সব টুকরো গুলো একই মাপে কলম দিয়ে আঁকিয়ে নেব । মাঝ বরাবর ভাঁজ দিয়ে নেব । কাঁচি দিয়ে কেটে নেব ।

IMG_২০২২০৫২৩_১৯৪৬১১.jpg

ধাপঃ০৬

সব গুলো কাগজের ভাঁজ খুলে নেব । এগুলো আমাদের ওয়ালমেটের ফুলের পাপড়ি তৈরিতে লাগবে ।

IMG_২০২২০৫২৩_১৯৫১৫০.jpg

ধাপঃ০৭

এবার হলুদ রঙের কাগজ ৫ * ৫ বর্গসেন্টিমিটার আকারে কেটে নেব । একই রকম ভাবে এগুলোও ভাঁজ দিয়ে কেটে নেব । ভাঁজ খুলে দেখতে ঠিক একই রকম লাগবে।
IMG_২০২২০৫২৩_২০০৫৪৬.jpg

ধাপঃ০৮

এবার ফুল তৈরির জন্য গোলাপি রঙের কেটে রাখা কাগজ গুলো একটি আরেকটির উপর আঠা দিয়ে লাগিয়ে দেব । খেয়াল রাখবো দুইটা টুকরো যেন একতি আরেকটির মাঝ বরাবর পড়ে । এরপর হলুদ রঙের কাগজ উপরের পাপড়ি বরাবর আঠা দিয়ে লাগিয়ে দিব । সব শেষে ফুলের মাঝে আঠা লাগিয়ে পুঁতি বসিয়ে দেব ।

IMG_২০২২০৫২৩_২০০৯৪৯.jpg

ধাপঃ০৯

এবার সবুজ রঙের কাগজ ১০ * ১০ বর্গ সেন্টিমিটার আকারে কেটে নেব । মাঝ বরাবর কোণাকুণি সমান ভাবে ভাগ করে নেব । ডান দিকে আরো একবার ভাগ করে নেব । মাঝবরাবর আরো একবার মাঝ দিয়ে নেব । চিত্রে ভাঁজ গুলো একে একে দেখানো হলো ।
IMG_২০২২০৫২৩_২০১২১৬.jpg

ধাপঃ১০

সব গুলো একই মাপে কেটে নিব । চিত্র অনুযায়ী উপরনিচে ঘুরিয়ে ভাঁজ করে নেব । এভার ভাঁজ খুলে ফেলবো । এগুলো আমাদের তৈরি ফুলের পাতা হিসেবে কাজ করবে।

IMG_২০২২০৫২৩_২০১৮৪৩.jpg

ধাপঃ১১

এবার ওয়ালমেটে পাতা গুলো লাগিয়ে দেব । পাতার মাঝে ফুল গুলো লাগিয়ে দিব । চারটি ফুলের একটি পাতা সহ নীচের দিকে এবং অপ্র তিনটি উপরের অংশে লাগিয়ে দেব ।

এবার পাটকাটি গুলো কার্টুনের ফ্রেমের নীচ দিয়ে আঠা লাগিয়ে দেব । চিত্র অনুরুপ ভাবে ।
IMG_২০২২০৫২৩_২০২৭২৫.jpg

ধাপঃ১২

এবার সুতায় পাঁচটি করে পুঁতি গেথে নেব ।

IMG_২০২২০৫২৩_২১৩৭৪১.jpg

এরপর সবুজ রঙের কাগজ ত্রিভূজের আকৃতিতে কেটে নেব । উপর নীচে ভাঁজ দিয়ে পাতা বানিয়ে নেব ।
IMG_২০২২০৫২৩_২১৩৮০১.jpg
পাতা গুলো সূতার শেষ প্রান্তে আঠা লাগিয়ে জুড়ে দেব ।

IMG_২০২২০৫২৩_২১৪৪৩১.jpg

ধাপঃ১৩

সবশেষে সুতা গুলো ফ্রেমের নীচে আঠা দিয়ে আটকিয়ে দেব ।

IMG_২০২২০৫২৩_২১৫৩০৬.jpg

এভাবেই আমাদের আজকের ওয়ালমট তৈরি সম্পুর্ণ করলাম ।
ভাল থাকবেন সুস্থ থাকবেন । সবার জন্য রইলো শুভকামনা ।

আল্লাহ্‌ হাফেজ ।

নামঃ @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 2 years ago 

নিজের বাসায় রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট গুলো দেয়ালে ঝুলিয়ে রাখতে ভালো লাগে। যদিও এই সবগুলো কাজ করার আমার খুব একটা ধৈর্য হয়না। তবে আপনাদের এই রকম ভালো কাজ গুলো দেখতে খুবই ভালো লাগে। এভাবে ভালো কাজগুলো নিয়ে কমিউনিটিতে সামনের দিকে এগিয়ে যান।

 2 years ago 

আপনি কার্টুন বোর্ডের সাহায্যে খুব সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট আমার খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার ওয়ালমেট দেয়ালে অনেক সুন্দর মানিয়েছে ।এত সুন্দর একটি অলমেট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনার তৈরি করা ওয়ালমেট টি আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে ওয়ালমেটে থাকা ফুল গুলো দেখতে বেশি সুন্দর লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে একটি কার্টুন বোর্ডের ওয়ালমেট তৈরি করেছেন। সাপের আইডিয়াটি আমার কাছে বেশ ভালো লেগেছে। সেই সাথে আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। ধন্যবাদ আপনাকে এরকম একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কার্টুন বোর্ড ও রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি গোলাকার ওয়ালমেট তৈরি করেছেন। এ ধরনের ওয়ালমেট গুলো দেখতে অনেক ভালো লাগে। বানানটা মনে হয় একটু কঠিন ছিল তারপরও আপনি খুব সুন্দর করে বানিয়ে ফেলেছেন অনেক ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

আমি ওয়ালমেট অনেক পছন্দ করি। আপনার কার্টুন বোর্ডের গোলাকার ওয়ালমেট তৈরি করা দেখে মনে হচ্ছে আমিও এই জিনিস টা তৈরি করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কার্টুন বোর্ডের গোলাকার ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে। এই ধরনের ওয়ালমেট তৈরি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয় যেটা আপনার মধ্যে আছে। আপনি খুব সুন্দর করে নিখুঁতভাবে ওয়ালমেট তৈরি করেছেন। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এ ধরনের কার্টুন গুলো আমরা সাধারণত ফেলে দিতে দেখে থাকি কিন্তু আপনি দেখলাম সেই কার্টুন দিয়ে এই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন। এর আগেও আমি আপনার অনেকগুলো হাতের কাজ দেখেছি সবগুলোই আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে এমন সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করতে অনেক সময় এর প্রয়োজন হয়। আপনার জন্য শুভকামনা রইল পরবর্তীতে আপনার কাছ থেকে এমন সুন্দর সুন্দর কাজ দেখতে চাই।

 2 years ago 

পুরোনো কিছু থেকে নতুন কিছু তৈরি সে যেন বীজ থেকে চারাগাছ হওয়ার মত আনন্দদায়ক । আমি বার সে আনন্দে অভিভুত হতে ভালবাসি । আপনার জন্যেও শুভকামনা রইলো ।

 2 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি অসাধারণ ওয়ালমেট তৈরি করেছেন। সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো দেখলে আমার খুব ইচ্ছে করে তৈরি করার জন্য। ইচ্ছে করে তৈরি করে দেয়ালের লাগিয়ে রাখে দেখতে ভীষণ ভালো লাগে আমার। চমৎকার ওয়ালমেট তৈরি করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

কার্টুন বোর্ডের সাহায্যে খুব সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন।পাতাগুলো বেশ সুন্দর হয়েছে।কালারটাও বেশ সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60061.12
ETH 3196.84
USDT 1.00
SBD 2.45