রেসিপি ।। আলুপুরি ।। ১০% বেনিফিশিয়ারী @shy-fox ।। ৫% @abb-school এর জন্য ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুগণ আশা করি ভাল আছেন । গ্রীষ্মের এই প্রবল তাপদাহে যদিও একটু কষ্ট হচ্ছে । তারপরেও শান্তি অনুভব করছি এই ভেবে যে "কষ্টের ফল সু-মিষ্ট হয়" এই ভেবে ।

আমিও গরমের এই কষ্ট মেনে নিয়েছি সামনের দিন গুলিতে মিষ্টতায় ভরপুর আম, জাম, লিচু, কাঁঠাল, মজা করে খেতে পাওয়ার আশায় ।
এই বিষয়ে পরে আলাপ করা যাবে । আজ অন্য কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ।
আজ আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তা হলো আলুপুরি ।
আমাদের আশে পাশের হোটেল গুলোতে ডাল্পুরি খুবই কমন একটা আইটেম। কিন্তু সেই তুলনায় আলুপুরি অচেনা হয়েই রয়েছে ।
ঠিক এই কারণেই বাড়িতে মাঝে মাঝেই আমি এটা তৈরি করে থাকি ।
আজও তেমনি ভাবে তৈরি করলাম ।
অল্প কয়েকটি উপাদান দিয়ে আপনিও তৈরি করে নিতে পারবেন ।

IMG_২০২২০৪২৮_১৮২৮২৬.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • সাদা আটা
  • আলু
  • পেঁয়াজ
  • মরিচ
  • লবণ
  • ভোজ্যতেল

IMG_২০২২০৪২৮_১৬১৪৪৯.jpg

ধাপঃ ০১

প্রথমে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি । এখন দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব ।
হাত দিয়ে পুরো আটা মাখিয়ে নেব ।
মাখানো হয়ে গেলে দেখা যাবে আটা কিছুটা মসৃণ চকচকে লাগছে ।
হাত দিয়ে চেপে দলা পাকানো যাচ্ছে তখনি বোঝা যাবে ঠিকমত ময়ান দেওয়া হয়েছে ।

IMG_২০২২০৪২৮_১৬২২২২.jpg

ধাপঃ ০২

পরিমাণ মত লবণ মিশিয়ে নেব ।
এবার অল্প অল্প করে পানি মিশিয়ে দো তৈরি করে নেব ।

প্লেট বা সূতি কাপড় দিয়ে ঢেকে রেখে পুর তৈরি করে নিব ।

ধাপঃ ০৩

আলু কেটে সিদ্ধ করে নিয়েছি ।

IMG_২০২২০৪২৮_১৬৫২২২.jpg

এখন চালনী দিয়ে চেলে নিতে হবে যেন পুরটা মিহি হয় ।
বড় কোন দানা না থাকে ।

IMG_২০২২০৪২৮_১৭০০০৯.jpg

ধাপঃ ০৪

কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে ।

IMG_২০২২০৪২৮_১৬৪১৪৪.jpg

ধাপঃ ০৫

কুচি করে কাটা পেঁয়াজ এবং মরিচ লবণ দিয়ে হাল্কা তেলে ভেজে নিতে হবে ।
আলুর সাথে ভাল ভাবে মিশিয়ে নিব ।
আমাদের পুর তৈরি হয়ে গেল ।

IMG_২০২২০৪২৮_১৭০২০৭.jpg

ধাপঃ ০৬

দো গুলো প্রায় একি পরিমাণে গোলাকার শেপে কেটে নেব ।

IMG_২০২২০৪২৮_১৭১০০৬.jpg

ধাপঃ ০৭

প্রতিটা টুকরা করে রাখা দো এর ভিতরে আলূ পুরে মুখ বন্ধ করে দেব ।
বেলার সুবিধার জন্য চেপ্টা করে রাখবো ।

IMG_২০২২০৪২৮_১৭১৮১৭.jpg

ধাপঃ ০৮

একটা একটা করে পিঁড়ির উপরে নিয়ে নিব ।
বেলন দিয়ে যতটা পাতলা করা সম্ভব হয় তা করে নিব ।
খেয়াল রাখতে হবে পুর যেন বাইরে বের না হয়ে আসে।

IMG_২০২২০৪২৮_১৭২২০৭.jpg

ধাপঃ ০৯

কড়াইয়ে পরিমাণ মত তেল দিয়ে দিব ।
পর্যাপ্ত গরম হয়ে গেলে একটা একটা করে তেলে ছেড়ে দিব ।
দুই পাশ হালকা রঙে ভেজে নিব ।

IMG_২০২২০৪২৮_১৭৩২৪৪.jpg

ধাপঃ ১০

ছাঁকনি দিয়ে ভাল ভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নেব ।
আমাদের আলুপুরি গুলো একে একে সব ভেঁজে নিব ।

IMG_২০২২০৪২৮_১৯০১১৮.jpg

এভাবেই খুব সহজে আমাদের পুরি তৈরি হয়ে যাবে ।
খুবই অল্প সময়ে অল্প উপকরণে এটা তৈরি করা সম্ভব ।
বাড়িতে ভাঁজা পুরি হোটেলের চেয়ে অনেকটা স্বাস্থ্যকর ।
তাই নিশ্চিন্তে এটা বানিয়ে খেতে পারবেন ।

ধন্যবাদ সবাইকে

আল্লাহ্‌ হাফেজ

নামঃ @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

পোস্টটি যত্ন সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

image.png

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 2 years ago 

আলু পুরি মজাদার একটি রেসিপি। আলু পুরি আমি অনেক পছন্দ করি। আপনার আলু পুরি টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। পরিটা ভাজার পদ্ধতি অনেক ভাল ছিল ।আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে কোয়ালিটি সম্পন্ন একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আলু ও পুরি আমার ভীষণ ভালো লাগে খেতে। আপনি অনেক সুন্দরভাবে রান্নার প্রতিটি ধাপ তুলে ধরেছেন। দেখেই আমার জিভে জল এসে গেল। মনে হয় অনেক মজাদার হয়েছে আপনার এই রেসিপিটি। আপনার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

 2 years ago 

এইভাবে তো কখনো ভাবি নি। গরম মানেই আম, লিচু খাওয়া। এখন থেকে গরম বেশি হলেই আম লিচুর কথা মনে করে কষ্ট ভুলে যাবো। আপনার আলু পুরির রেসিপিটি দেখে মনে হচ্ছে যে খুবই সুস্বাদু হয়েছে। বানানোর পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে খুব মজাদার হয়েছে।

 2 years ago 

আর মায়ের হাতে তৈরি আলু পুরি অনেক সুস্বাদু হয়, আলু পুরী আমার সব সময় একটি প্রিয় খাবার, আপনি অনেক সুন্দর ভাবে আলু পুরি তৈরি ধাপটি উপস্থাপন করেছেন, দেখে আমার অনেক ভালো লেগেছে, আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

খুবই সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, প্রথম ধাপ থেকে প্রতি ধাপ আমার খুবই ভালো লেগেছে। আসলে ইউনিক একটি পোস্ট নিয়ে শেয়ার করেছেন অনেকে হয়তো এই সম্পর্কে ধারণা নেই,আপনার দিখে শিখে যাবে।

 2 years ago 

আলু পুরি আমার খুবই প্রিয় খাবার। তবে এটা বানানো খুব একটা সহজ না। অনেক সময় আলু পুরি বানানোর পর দেখা যায় ভিতরে বেশি তেল রয়ে গিয়েছে। তখন খেতে ভালো লাগে না। তবে আপনার বানানো আলু পুরি দেখে মনে হচ্ছে খেতে মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশি তেল অবশ্যই আমাদের জন্য হানিকর । তবে তেলের তাপমাত্রা অনুযায়ী ভেঁজে নিতে পারলে অতিরিক্তটা ঝরিয়ে নেওয়া সম্ভব ।
তবে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি । লো ফ্লেমের কারণে অনেক সময় ভোজ্য খাবার গুলো তৈলাক্ত হয়ে যায় ।

তবে ভাইয়া এই আলুপুরিটা দারুণ হয়েছিল ।

 2 years ago 

আলু পুরি আমার সকাল বেলা প্রিয় খাবার, আমি প্রায় সময় সকাল বেলা আলু পুরি খেয়ে থাকি, সকাল বেলার আলু পুরির স্বাদ যেনো লেগেই থাকে, যাই হোক আপনি অনেক সুন্দর করে আপু পুরি তৈরি পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন, সত্যি আমার খুবই ভালো লেগেছে আপনার রেসিপিটি, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

সন্ধ্যার সময় আলু পুরি দিয়ে নাস্তা করতে খুব ভাল লাগে। আপনার আলুপুরি প্রস্তুত প্রণালীঃ অসাধারণ দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। সত্যি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে প্রস্তুত প্রণালীঃ প্রক্রিয়ায় উপস্থাপন করেছেন। এত অসাধারণ রেসিপি পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আলুপুরি খেতে অনেক মজা লাগে। আপনি আজকে চমৎকার ভাবে রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে আলু পুরি রেসিপি শেয়ার করেছেন। যদিও এই রেসিপি বাসায় তৈরি করে খাওয়া হয়নি কখনো তবে মাঝে মাঝে দোকান থেকে খাওয়া হয় আলু পুরি সঙ্গে টক খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। আপনার এই রেসিপিটি দেখে জিভে জল এসে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63095.58
ETH 2475.10
USDT 1.00
SBD 2.64