diy ।। রঙিন কাগজের ফুল তৈরি ।। ১০% বেনিফিসিয়ারী @shy-fox ।। ৫% @abb-school এর জন্য ।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ বৃহস্পতিবার ।। ২৬শে মে ২০২২ ইং ।। ১২ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ ।। ২৪শে শাওয়াল ১৪৪৩ হিজরি ।।

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুরা কেমন আছেন ? আশা করি সবাই অনেক ভাল আছেন । আজ আপনাদের সাথে খুবই সাধারণ ভাবে তৈরি ফুলের একটি diy পোস্ট শেয়ার করতে চলেছি । আশা করি আপনাদের ভাল লাগবে ।

IMG_২০২২০৫২৬_২২০৬২১.jpg

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরনঃ

  • রঙিন কাগজ
  • স্কেল
  • কাঁচি
  • আঠা
  • কলম

IMG_২০২২০৫২৬_২০০০০৪.jpg

ধাপঃ০১

প্রথমে আমি গোলাপি রঙের কাগজ ৭ * ৪ বর্গ সে.মি. আকারে কেটে নিবো । আমার ফুল তৈরিতে ২০টি পাপড়ি প্রয়োজন হবে । তাই ২০টা একে একে ২০ পিস কেটে নিতে হবে ।

IMG_২০২২০৫২৬_২০১৫১৩.jpg

ধাপঃ০২

এরপর প্রতিটা মাঝ দিয়ে লম্বালম্বি ভাজ দিয়ে কলম দিয়ে চিত্র অনুরুপ মার্ক করে নেব ।

IMG_২০২২০৫২৬_২০১৯৪১.jpg

ধাপঃ০৩

এবার মার্ক অনুযায়ী সব গুলো কেটে নেব ।

IMG_২০২২০৫২৬_২০২২৫৬.jpg

ধাপঃ০৪

এবার চিত্র অনুযায়ী সবগুলো আঠা লাগিয়ে কোন আকৃতি করে নিয়েছি ।

IMG_২০২২০৫২৬_২০৫৬৫৬.jpg

ধাপঃ০৫

এবার সবুজ রঙের কাগজ নিবো । কাগজ গুলো মুড়িয়ে পাইপ আকৃতি করে নেব । এগুলো আমাদের ফুলের ডাল হিসেবে ব্যবহৃত হবে ।

IMG_২০২২০৫২৬_২১১১৩৬.jpg

ধাপঃ০৬

আবার ও সবুজ রঙের কাগজ নিবো । প্রতিটার আকৃতি হবে ২ * ১০ বর্গ সে.মি. ।

IMG_২০২২০৫২৬_২১১৫২৮.jpg

ধাপঃ০৭

প্রতিটা মাঝদিয়ে লম্বালম্বি ভাজ দিয়ে নেব । এবং চিত্র অনুযায়ী কলম দিয়ে মার্ক করে নেব ।

IMG_২০২২০৫২৬_২১১৯২৩.jpg

ধাপঃ০৮

কাঁচি দিয়ে মার্ক অনুযায়ী কেটে নেব । ভাজ খুলে ফেলবো এগুলো অলরেডি পাতা আকৃতিতে তৈরি করে ফেলেছি ।

IMG_২০২২০৫২৬_২১২১৫৫.jpg

ধাপঃ০৯

এবার ডালে একে একে উপর থেকে ফুলের পাপড়ি লাগানো শুরু করতে হবে ।

IMG_২০২২০৫২৬_২১২৮২৩.jpg

ধাপঃ০১০

একটির শেষ থেকে আরেকটি শুরু হবে এভাবে একটি ডালে মোট ১০টি আঠা দিয়ে লাগিয়ে নেব ।

IMG_২০২২০৫২৬_২১৪৯৩৫.jpg

ধাপঃ১১

এরপর ফুলের নীচ থেকে শুরু করে পাতা গুলো আঠা দিয়ে লাগিয়ে নেব । পাতা লাগানোর মধ্যদিয়ে আমার আজকের ফুল তৈরি সমাপ্ত হলো ।

IMG_২০২২০৫২৬_২২০৪০৯.jpg

আশা করি খুব সহজে অল্প সময়ে সামান্য পরিশ্রমে আপনারা এই ফুলটি তৈরি করে নিতে পারবেন । ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদাও নিচ্ছি ।

আল্লাহ্‌ হাফেজ ।

নামঃ @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

received_434859771523295.gif

Sort:  
 2 years ago 

রঙ্গিনস কাগজ দিয়ে ফুল তৈরি করা হয় সেগুলো দেখতে আসলে বেশ ভালো লাগে। তবে আপনি যে আজকে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন সেটা একদম ইউনিক এবং দেখতে বেশ চমৎকার লাগছে। আর তৈরি করার ধাপগুলো ভালো ভাবে উপস্থাপন করেছেন

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছেন। খুব সুন্দর করে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে ভালোভাবে দেখিয়েছেন। উপস্থাপনা ও খুব ভাল ছিল ।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এই ফুলটি খুব সহজ ভাবে তৈরি করা যায় দেখতেও দারুন লাগে । আপনাকেও ধন্যবাদ আপু ।

 2 years ago 

আপনার করা রঙিন কাগজের ফুল গুলো অসম্ভব সুন্দর ছিল। খুবই ভালো লেগেছে, আর হাতের কারুকাজ গুলো এমনিতেই খুবই দৃষ্টিনন্দন হয়। আপনার উপস্থাপনা টি ছিল দারুণ। আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে। এরকম ফুল বেশকিছু তৈরি করে ফুলদানিতে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগবে। তাছাড়া আপনি ফুল তৈরির প্রতিটি মেজারমেন্ট খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা দেখে ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ফুল দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। এত সুন্দর একটি রঙিন কাগজের ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ চমৎকার হয়েছে ফুলটা। এইরকম ফুল ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাই। রঙিন কাগজ দিয়ে ফুলটা দারুণ তৈরি করেছেন। প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি চমৎকার একটি ফুল প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে কালার কম্বিনেশন সাধারণভাবে ফুটেছে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলোকে নিয়ে শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনি রঙিন কাগজের ফুল অসাধারণ ভাবে তৈরি করেছেন।দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে এটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

লাল আর সবুজ কাগজের সমন্বয় অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। সবুজ পাতার উপরে লাল ফুল গুলো অনেক সুন্দর ভাবে সাজিয়েছেন। আপনার দক্ষতা ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর দেখতে ফুল তৈরি করেছেন ভাইয়া। রঙিন কাগজের ফুল টি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক ধৈর্য্য ও সময় ব্যয় করে এই সুন্দর ফুল টি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58334.82
ETH 2595.71
USDT 1.00
SBD 2.40