diy ।। " এসো নিজে করি" ।। একই ডালে বিভিন্ন রঙের ফুলের একটি অরিগামী ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুগন, আসা করছি সৃষ্টি কর্তার অপার মহিমায় সবাই অনেক ভাল আছেন সুস্থ আছেন । আজ দিনটা খুবই আরাম দায়ক লাগছে । আমি কবি হলে হইতো রাত জেগে কবিতা লিখেই পার করে দিতাম । আবার যদি হতাম কোন ঐপন্যসিক তাহলে এই রাতটা কাটতো কোন রোমান্টিক উপন্যাসের সূচনা দিয়ে । আমি যেহেতু একজন ব্লগার তাই এই রাতটা শুরু করেছি সৃষ্টিশীল সৌন্দর্যের মধ্য দিয়ে । আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি "একই ডালে বিভিন্ন রঙের ফুলের একটি অরিগামী" আশা করি এটা আপনাদের ভাল লাগবে ।

IMG_২০২২০৫১৫_২২৫৬১৭.jpg

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরনঃ

  • রঙিন কাগজ
  • স্কেল
  • কাঁচি
  • আঠা
  • মার্কার পেন
  • কলম
    IMG_২০২২০৫১৫_২০০৭০৭.jpg

ধাপঃ ০১

প্রথমে আমি লাল, নীল ও হলুদ রঙের কাগজ ১০*১০ বর্গ সে.মি আকারে কেটে নিলাম ।

IMG_২০২২০৫১৫_২০১১২৩.jpg

কাগজ গুলো প্রথমে মাঝ বরাবর সমান্তরাল ভাবে একবার ভাজ দিয়ে নিলাম ।
পুনরায় ডানে আরেক বার মাঝ বরাবর ভাজ করে নিলাম ।
এরপর কোনাকুণি আরেকবার ভাজ দিয়ে নিলাম ।

IMG_২০২২০৫১৫_২০৩৭১৭.jpg

ধাপঃ ০২

সব গুলো একই মাপে কেটে নিলাম ।
চিত্র অনুরুপঃ

IMG_২০২২০৫১৫_২০৪৪০১.jpg

এবার ভাঁজ খুলে দেখবো ।
আমাদের এই ফুল গুলো আটটি পাপড়িতে বিভক্ত হয়ে আছে, এখন প্রতিটা ফুল থেকে একটি সম্পুর্ণ পাপড়ি এবং একটি পাপড়ির অর্ধেক কেটে নেব।

IMG_২০২২০৫১৫_২০৪৭০১.jpg

ধাপঃ ০৩

এবার চিত্র অনুরুপ জোড়া লাগিয়ে দেব ।

IMG_২০২২০৫১৫_২০৪৯১৭.jpg

ধাপঃ ০৪

আমি লাল, নীল ও হলুদ রঙের কাগজ ১০*১০ বর্গ সে.মি আকারে কেটে নেব ।

IMG_২০২২০৫১৫_২০৫১১০.jpg

কাগজ গুলো পাইপ আকৃতিতে জড়িয়ে নেব ।

IMG_২০২২০৫১৫_২০৫৬৪৩.jpg

ধাপঃ ০৫

আবার ও প্রতিটা কাগজ ৩*১০ বর্গ সে.মি. আকারে কেটে নেব ।
কাগজের এক প্রান্ত আড়াআড়ি এক পার্শে চিত্র অনুরুপ কেটে নেব ।

IMG_২০২২০৫১৫_২০৫৯৪৯.jpg

ধাপঃ ০৬

প্রতিটা রঙিন পাইপের সাথে একই রঙের কাগজ যা এক পাশে আড়াআড়ি ভাবে কেটে রেখেছি তা চিত্র অনুরুপ জুড়ে দেব ।

IMG_২০২২০৫১৫_২১১১৫৫.jpg

এগুলো একই রঙের ফুলের সাথে জুড়ে দেব ।

IMG_২০২২০৫১৫_২২২৭০৪.jpg

ধাপঃ ০৭

এরপর টিয়া রঙের কাগজ ২টা ১০১০ বর্গ সে.মি আকারে কেটে নেব এবং একটা ২০২০ বর্গ সে.মি আকারে কেটে নেব ।
লম্বা করে জড়িয়ে পাইপ আকৃতি করে নেব ।

IMG_২০২২০৫১৫_২১১১৩০.jpg

বড় পাইপটির মাঝ খানে একটু দুরুত্বে ছোট পাইপ দুইটা আঠা লাইয়ে জুড়ে দেব ।

ধাপঃ ০৮

আবার ও সবুজ রঙের কাগজ নিব ।
পাতা আকৃতিতে কেটে নিব ।
চারিপাশ মার্কার পেন দিয়ে কালো করে দেব ।

IMG_২০২২০৫১৫_২২৪৫১৩.jpg

ধাপঃ ০৯

সবুজ রঙের কাগজ ৫*৫ বর্গ সে.মি আকারে কেটে নেব ।
চিত্র অনুরুপ ভাবে ফুলের বৃত্তি বানিয়ে দেব ।

IMG_২০২২০৫১৫_২২৪৪৫১.jpg

ধাপঃ ০৯

প্রথমে ডালের সাথে ফুল গুলো আঠা লাগিয়ে দেব ।
এরপর বৃত্তি আঠা লাগিয়ে দেব ।
বৃত্তির নিচে সব শেষে পাতা লাগিয়ে দেব ।
IMG_২০২২০৫১৫_২২৫৬৩২.jpg

আমাদের আজকের বিভিন্ন রঙের ফুলের অরিগামী এরই মাঝে তৈরি হয়ে গেল ।

diy প্রজেক্ট গুলো নতুন আঙ্গিকে নিজের মত করে তৈরির চেষ্টা করি।
এটাও তার ব্যতিক্রম নয়।
আশা করি আপনাদের ভাল লেগেছে ।
সবার জন্য দোয়া কামনা করে আজ এখানেই সমাপ্ত করছি ।
ধন্যবাদ ।

নামঃ @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 2 years ago 

ঠিকই বলেছেন একই ডালে বিভিন্ন রঙের ফুল। সত্যিকারে কিন্তু এইরকম ফুল সচরাচর দেখা যায় না। কিন্তু আপনার ফুলগুলো ছিল অসাধারণ। রঙিন কাগজের তৈরি ফুল গুলো দেখতে ভালই লাগে। আপনি অনেক সুন্দর ভাবে ফুল তৈরি করলেন। তাছাড়া বিভিন্ন কালারের হওয়াতে দেখতেও সুন্দর লাগছে।

 2 years ago 

একই ডালে বিভিন্ন রঙের ফুলের অরিগামি তৈরি দারুন ছিল। যেটার মাধ্যমে নিজের দক্ষতার প্রমাণ দিলেন ।আপনাদের বিভিন্ন কিছু তৈরি দেখে আমার খুবই ভালো লাগে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার পোষ্টের সাথে তো আমার আজকের পোষ্ট প্রায় একদম মিলে গেল। আমিও আজকে রঙিন কাগজ ব্যবহার করে এই ফুল তৈরি করেছি এবং উপস্থাপন করেছি। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন
কাগজ ব্যবহার করে ফুল তৈরি করেছেন। যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ফুল তৈরি করে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ফুল আমরা সবাই অনেক পছন্দ করি। আর ফুলের প্রতি আমাদের কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। সেটা কাগজের ফুল হোক আর অরিজিনাল ফুলই হোক আমাদের সবার কাছে সমান ভাবে জনপ্রিয়। যাইহোক আপনি খুব চমৎকার করে ফুলের অরিগামি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভিন্ন ভিন্ন কালারের তিনটি ফুল হওয়াতে অরিগামিটি দেখতে বেশ ভালো লাগছে। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর করে ধাপে ধাপে বর্ননা করেছেন।কালারিং ফুলগুলো দেখতে বেশ দারুন লাগছে।একই ডালে বিভিন্ন রঙের ফুলের একটি অরিগামী বেশ সুন্দর হয়েছে দেখতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এক কথায় অসাধারণ ভাই। আমি খুব সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে একটি ফুলের অরিগামি তৈরি করেছেন। সত্যি কথা বলতে যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অসাধারন কারুকাজ দেখেছেন আপনি। প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ফুল গুলো দেখতে বেশ সুন্দর লাগছে। এভাবে ফুল বানিয়ে ফুলদানিতে সাজিয়ে রাখলে দেখতে মন্দ লাগবে না। আমার কাছে খুবই ভালো লাগলো আপনার ফুল বানানোর প্রক্রিয়া এবং আপনার উপস্থাপনা। ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন ।দেখে আমি খুব মুগ্ধ হলাম । আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন । এবং আমাদের মাঝে বেশ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন । এতো ভাই পোস্ট দেখে খুব ভালো লাগলো। আপনাকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

একই ডালে বিভিন্ন রকম ফুলের অরিগামি দেখতে অসাধারণ হয়েছে। আমার কাছে আপনার এই অরিগামি অনেক ভালো লেগেছে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনারা। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে একই ডালে বিভিন্ন রঙের ফুলের একটি অরিগামী করেছন। দেখতে অসাধারণ হয়েছে। এধরনের কাজ গুলো আমার ভিশন ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63748.21
ETH 3314.18
USDT 1.00
SBD 3.90