ঈদের তৃতীয় দিনে । অচেনা কোন পরিবেশে ভ্রমণ ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ রবিবার || ১০ই জুলাই ২০২২ ইং || ২৬শে আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ || ১০ই জিলহজ্জ ১৪৪৩ হিজরি ।

আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা, আশা করি খুব খুব ভাল আছেন আর ঈদের আনন্দ উপভোগ করে যাচ্ছেন । আজ ছিল ঈদের তৃতীয় দিন । আজকের দিনে এসেও রাস্তায় মানুষের ঘোরাঘুরি ছিল দেখার মত । এই দুইদিনে দূরে কোথাও না গেলেও আজকে একটু বাইরে যাওয়ার সুযোগ হয়েছিল । এই দুদিন কোথাও যায়নি তার কারণ একাকিত্ব । একা একা আর যায় হোক ভ্রমণের আনন্দটা ঠিক পাওয়া যায় না । সকালে ঘুম থেকে ওঠার আগে আমার ফুফাতো ভায়ের ফোন পেলাম । ঘুমের ঘোরে রিসিভ করেই শূনলাম কোথাও যাওয়ার জন্য বলেছে । হ্যা বলে দিলাম কিন্তু দুইচোখ যেন আলাদা হতে চায় না এইদিকে সে ফোন দিয়ে অস্থির । শেষে ঘুম থেকে উঠে খানিকটা পরেই বেরিয়ে পড়লাম ওদের বাড়ির উদ্দেশ্য নিয়ে । কোন গন্তব্য নেই আজ শুধু ঘুরবো এই মনোভাব নিয়েই বের হয়েছি তাই দুচোখ যেদিকে যায় সেদিকে দিলাম ছুট তবে ক্ষতি হয়নি লাভ হয়েছে অনেক । নতুন কিছুর সন্ধান পেয়েছি যা ছিল অজানা ।

IMG_20220712_141816.jpg
ফটোগ্রাফি ডিভাইসঃ redmi note 10 pro
লোকেশন

তাহলে চলো বন্ধুরা আজ শেয়ার করে ফেলি আজকের দিনের ঘোরাঘুরির সাথে অনেক মজার কিছু দৃশ্য

প্রথমেই গেছিলাম পাশের জেলা কুষ্টিয়ার অন্তর গত মিরপুর উপজেলায় । শুধু ফাঁকা রাস্তাই বাইক চালানো ছাড়া যেন আর কোন কাজ ছিল না এমনি ভাব । তবে কিছুক্ষণ পর ভাবলাম এখন একটু লোকাল রাস্তা বেয়ে চুয়াডাঙ্গার দিকে যাত্রা করলে কেমন হয় । যেই ভাবা সেই কাজ । ভাল রাস্তা দেখে নামিয়ে দিলাম । কিছুক্ষণ এগিয়ে যেতেই পেলাম সে রুপবতীর দেখা । নাম তার পাংসি বিল ।

IMG_20220712_141824.jpg
ফটোগ্রাফি ডিভাইসঃ redmi note 10 pro
লোকেশন

রাস্তার উপর থেকে এতটা মনোমুগ্ধকর লাগছিল তার দৃশ্য না নেমে গিয়ে পারলাম না

IMG_20220712_141856.jpg
ফটোগ্রাফি ডিভাইসঃ redmi note 10 pro
লোকেশন

এর পানি এতটা স্বচ্ছ ছিল ইচ্ছে হচ্ছিলো এখনি নেমে পড়ি গোসলের জন্য । তবে ভেবে পাচ্ছিলাম না এটা বিল কেন দেখে তো নদী নদী লাগছে । পরে অবশ্য দেখলাম এর খানিকটা পরেই বাধ দেওয়া এবং কুমার নদ থেকে এর মাঝের দুরুত্বটা একে বিল হিসেবে পরিচয় দিয়েছে ।

IMG_20220712_141828.jpg
ফটোগ্রাফি ডিভাইসঃ redmi note 10 pro
লোকেশন

IMG_20220712_141835.jpg
ফটোগ্রাফি ডিভাইসঃ redmi note 10 pro
লোকেশন

এখানে আধা ঘন্টা মত অবস্থান করেছিলাম । তবে কালো মেঘের ঘনঘটা দেখে তাড়াতাড়ি উঠে পড়তে হলো ।

আমরা মেঘ দেখে ভয় পেলেও এই রাজ হংসগুলো ছিল মনের সুখে । ভেসে বেড়াচ্ছিলো একুল ওকুল

IMG_20220712_141359.jpg
ফটোগ্রাফি ডিভাইসঃ redmi note 10 pro
লোকেশন

IMG_20220712_141406.jpg
ফটোগ্রাফি ডিভাইসঃ redmi note 10 pro
লোকেশন

প্রিয় বন্ধুরা, এই ছিল আজ আমার সারা দিনের কাজ যদিও দিনের শেষটা কেটেছে বাড়িতেই তবে আনন্দের রেশ ছিল জেগে । যতদিন সুযোগ হয় ঘুরে বেড়ান মনের মত । সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি । ভাল কাটুক সবার ঈদ, স্থায়ী হোক আনন্দ আবেশ । ভাল থাকুক প্রিয় মানুষ গুলো ।
আল্লাহ্‌ হাফেজ
ধন্যবাদান্তে @maruffhh

আমার পরিচয়

IMG_20170303_142442.jpg

আমার নাম মারুফ হাসান । আমি বাংলাদেশী আমার প্রাণের আবেশ বাংলাদেশকে প্রাণের চেয়েও ভালবাসি । ভালবাসি বাংলা ভাষাকে । আমি পড়াশুনা করেছি তড়িৎ প্রোকৌশল বিদ্যায় । তবে বাংলা সাহিত্য পড়তে ভীষণ ভাল লাগে । আমার ভাললাগার মাঝে ভ্রমণ হলো অন্যতম । সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি ঘর ছেড়ে । দু চোখে খুজেফিরি প্রকৃতির সৌন্দর্য । আমি আমার সময় গুলো কাজে লাগায় বিভিন্ন সৃজনশীল কাজের মাঝে । নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে ভাল লাগে খুব । বিশ্ব জোড়া পাঠ শালা মোর সবার আমি ছাত্র ।

ধন্যবাদ সবাইকে

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 2 years ago 

আমিও ভাই ভ্রমণপিপাসু মানুষ। তাই আমিও ভ্রমণ করতে অনেক অনেক ভালোবাসি। তবে অচেনা জায়গায় ভ্রমণ করার মজাটা বেশ অন্যরকম। অনুভূতি গুলো শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ।

 2 years ago 

কাল নিরুদ্দেশ ঘুরতে ঘুরতেই এখানে এসে পৌছে গেছিলাম । তবে বেশ ভাল লেগেছিল ।

 2 years ago 

এমন অচেনা পরিবেশে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। কারণ সেখানে সবকিছুই নতুন মনে হয়। আপনি এমন পরিবেশে গিয়ে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনাকে ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু । আসলে প্রকৃতি রুপে ভরপুর শুধু তার সন্ধান নেওয়া চাই । তাহলেই মন প্রাণ জুড়িয়ে যাবে ।

 2 years ago 

অচেনা কোন জায়গায় ভ্রমণ করতে আমার অনেক বেশি ভালো লাগে ভ্রমণ প্রিয় মানুষদের কাছে অচেনা জায়গা মানেই যেন সুন্দর এক অনুভূতি এই অনুভূতি কখনো বলে শেষ করা যায় না। আপনার সুন্দর এই অনুভূতি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সত্য কথা বলেছেন, অনুভুতি বলে শেষ করা যায়না । শুধু মাত্র সেখানে উপসস্থিত না থাকলে । একসাথে উপভোগেই পাওয়া যায় সে সুখানুভূতি ।

 2 years ago 

এগুলো কি মার্ক ডাউনের ব্যবহার? কি করেছেন আপনি পুরো পোষ্টকে জগা খিচুড়ি বানিয়ে ফেলছেন। যদি মার্ক ডাউনের সঠিক ব্যবহার করতে না পারেন তাহলে এসব পোষ্টের মাঝে ব্যবহার করবেন না। স্বাভাবিকভাবে পোষ্ট করুন।

হ্যাংআউটে বার বার বলা হয়, মার্কডাউনের যথেচ্ছা ব্যবহার না করার জন্য, এটাই আপনার জন্য শেষ ওয়ার্নিং, বিষয়টি যেন মাথায় থাকে।

 2 years ago 

ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধরে নেওয়ার চেষ্টা করেছি জানিনা কতটুকু সফল হলাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59944.92
ETH 2307.28
USDT 1.00
SBD 2.48