diy ।। রঙিন কাগজদিয়ে একটি সুন্দর ওয়ালমেট তৈরি ।। ১০% বেনিফিশিয়ারী @shy-fox ।। ৭% @abb-school এর জন্য ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুগন, আশা করছি সবাই ভাল আছেন সুস্থ আছেন । সারাদিনের প্রচন্ড তাপদাহে ঘরে বসে অবসর যাপন করছি । তাই এই অবসর কে কাজে লাগাতে একটি ওয়ালমেট বানিয়ে ফেললাম । এখন আমি এটি আপনাদের সাথে শেয়ার করছি । প্রতিটা ধাপ অনেক গুলো ছবির সমন্বয়ে তুলে ধরার চেষ্টা করেছি । ভাবছি এটা আপনাদের ভাল লাগবে ।

IMG_২০২২০৫০৮_১১১৬০৮.jpg

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরনঃ

  • রঙিন কাগজ
  • স্কেল
  • কাঁচি
  • আঠা
  • মার্কার পেন
  • কলম
  • কার্টুন বোর্ড

IMG_২০২২০৫০৭_২৩১৪৪২.jpg

ধাপঃ ০১

আমি ফুল এবং পাতা দিয়ে এই ওয়ালমেটটি তৈরি করবো ।
তাই প্রথমে আমি ফুলের পাপড়ি তৈরির জন্য গোলাপি রঙের কাগজ ১০*১০ বর্গ সে.মি আকারে কেটে নিলাম ।
কাগজ গুলো প্রথমে কোনাকুণি মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিলাম ।
পুনরায় ডানে আরেক বার মাঝ বরাবর ভাঁজ করে নিলাম ।
এবং আবারো মাঝ বরাবর একবার ভাঁজ দিয়ে নিলাম ।
IMG_২০২২০৫০৭_১৬১১১০.jpg

ধাপঃ ০২

চিত্র অনুরুপ শেপে সব গুলো একই মাপে কেটে নিলাম ।
মার্কার পেন দিয়ে কাটা অংশে কালো করে দিলাম যেন দেখতে আরো বেশি সুন্দর লাগে ।
IMG_২০২২০৫০৭_১৬৩০২০.jpg
এবার ভাঁজ খুলে নেব ।
প্রতিটা পাপড়ি মাঝ দিয়ে ভাঁজ করে নেব ।
আমি এভাবে মোট ১০ টি করে নিয়েছি ।
দেখতেই পারছেন সব গুলো একই রকম এবং সুন্দর আকৃতিতে কাটা হয়েছে ।
IMG_২০২২০৫০৭_১৬৪২১২.jpg

ধাপঃ ০৩

আবার গোলাপি রঙের কাগজ ৫*৫ বর্গ সে.মি আকারে কেটে নিলাম ।
উপরোক্ত কাগজ গুলোর মত করে ভাঁজ দিয়ে নেব ।
চিত্র অনুরুপ ভাবে কেটে নেব ।

IMG_২০২২০৫০৭_১৭০০৩৬.jpg

ভাঁজ খুলে নেব ।
প্রতিটা পাপড়ি মাঝ দিয়ে ভাজ করে নেব ।
আমি এভাবে মোট ৫টি তৈরি করে নিয়েছি করে নিয়েছি ।

IMG_২০২২০৫০৭_১৭০৪২৯.jpg

ধাপঃ ০৪

হলুদ রঙের কাগজ ৩*৪ বর্গ সে.মি আকারে কেটে নিলাম ।
মাঝ দিয়ে লম্বা লম্বি ভাঁজ দিয়ে নেব ।
বিপরিত দিক থেকে চিত্র অনুরুপ কেটে নেব ।
এভাবে ৫টি তৈরি করবো ।

IMG_২০২২০৫০৭_১৭১৩৫৬.jpg

ধাপঃ ০৫

এবার ফুল তৈরি করে নেব ।
একটা পাপড়ি আরেকটার উপরে রেখে জোড়া লাগিয়ে দেব ।
ছোট সাইজের পাপড়ি গুল বিপরীত রঙের উপরে লাগিয়ে দেব ।
আমি এখানে পাশাপাশি রঙ ( মৌসুমি এবং গোলাপি ) ব্যবহার করেছি ।
IMG_২০২২০৫০৭_১৭০৭২৪.jpg
এরপর হলুদ রঙের কাগজ গুলো জড়িয়ে উপরে লাগিয়ে দেব ।
উপরের দিকটা ছড়িয়ে দেব ।

IMG_২০২২০৫০৭_১৭২০২১.jpg

ধাপঃ ০৬

এবার ডাল সহ পাতা তৈরির জন্য সবুজ রঙের কাগজ নেব ।
চিত্র অনুরুপ কলম দিয়ে আঁকিয়ে নেব ।

IMG_২০২২০৫০৭_১৭২৫২৬.jpg

এভাবে দুইটি তৈরি করতে হবে ।

IMG_২০২২০৫০৭_১৭৪৪০৬.jpg

আবারো সবুজ কাগজ নিয়ে চিত্র অনুযায়ী আর্ট করে নেব ।

IMG_২০২২০৫০৭_১৭৩৫৪৯.jpg

কাঁচি দিয়ে সুনিপুণ ভাবে কেটে নেব ।

IMG_২০২২০৫০৭_১৭৪৪৪৮.jpg

আমাদের ডাল সহ পাতা তৈরি শেষ হয়েছে ।

ধাপঃ ০৭

পুরো ওয়ালমেটটি সাজানোর জন্য আমাদের ৩*১০ বর্গ সে.মি. আকারের কার্টুন বোর্ড নিতে হবে ।

IMG_২০২২০৫০৭_১৭৪৬৪০.jpg

টিয়া রঙের কাগজ দিয়ে র‍্যাপিং করে দেব ।
IMG_২০২২০৫০৭_১৭৫৩৫৬.jpg

ধাপঃ ০৮

প্রথমে কার্টুন ফ্রেমে ডাল সহ পাতা গুলো চিত্র অনুরুপ সাজিয়ে নিতে হবে ।

IMG_২০২২০৫০৭_১৭৫৭৪১.jpg

এরপর ফুল গুলো চিত্র অনুরুপ আঠা লাগিয়ে দেব ।

IMG_২০২২০৫০৭_১৮০২২৫.jpg

একটু সৌন্দোর্য বৃদ্ধিতে সবুজ রঙের কাগজ চিত্র অনুরুপ ফুলের মাঝে লাগিয়ে দেব ।
আমাদের ওয়ালমেট তৈরির কাজ সমাপ্ত হলো ।
এখন দেওয়ালে লাগিয়ে রাখবো ।
বেশ ভালই দেখাচ্ছে এটা

IMG_২০২২০৫০৭_১৮১৪০৯.jpg

আশা করি সাবলিল ভাবে আপনাদের সামনে আমার আজকের ওয়ালমেটটি তুল ধরতে পেরেছি ।
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ।
ভালথাকবেন সুসস্থ থাকবেন এই কামনা করি ।
আল্লাহ হাফেজ ।

নামঃ @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

image.png

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে এর কালার কম্বিনেশন টা অসাধারন ছিল ।এত চমৎকার একটি রঙিন কাগজের ওয়ালমেট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে আপনি খুবই সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখতে সত্যিই অসাধারণ হয়েছে। এছাড়াও আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে এটি উপস্থাপন করেছেন। আপনার তৈরি ফুলের ওয়ালমেটটি দেয়ালে টানিয়ে রাখলে খুবই সুন্দর দেখা যাবে। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কি দারুন হয়েছে ভাইয়া আপনার তৈরি রঙিন কাগজের ওয়ালমেটটি। আমার কাছে ওয়ালমেট টি দেখতে অত্যন্ত চমৎকার লাগছে। ওয়ালমেট তৈরি করতে আপনি যে রঙিন কাগজের কালারগুলো নির্ণয় করেছেন তা অত্যন্ত সুন্দর হয়েছে। এরকম একটি ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে অনেকটাই কাজে লাগবে। আপনি অত্যন্ত নিখুঁতভাবে ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে দেখিয়ে দিয়েছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। দারুণভাবে এই ওয়ালমেট তৈরির পদ্ধতি উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন ।এটি যে রঙিন কাগজে বানানো দেখে বোঝাই যাচ্ছে না হঠাৎ করে তাকালে দেখতে মনে হয় যে এটি রং তুলি দিয়ে আঁকা ছবি। খুবই চমৎকার করে আপনি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখতে অনেক ভালো লাগছে।

 2 years ago 

ওয়াও ভাইয়া রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালম্যাট বানিয়েছেন। দেখতে খুব সুন্দর লাগছে ভাইয়া। পাতা ফুল সবকিছু জাস্ট অসাধারণ। কালার পেপারের কালার গুলো খুব সুন্দর ফুটে উঠেছে।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনার হাতের কাজ নিখুঁত।আপনাকে ধন্যবাদ ভাইয়া এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ওয়ালমেট টি চমৎকার হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেখতে বেশ ভালো লাগে। কাগজের কালারটি চমৎকার হয়েছে। যার জন্য আপনার ওয়ালমেট টা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রতিটি ধাপের উপস্থাপন ছিল চমৎকার। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও আপনি রঙিন কাগজ দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখতে মনোমুগ্ধকর হয়েছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ওয়ালমেট আমার খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আমি যদিও কাগজ দিয়ে এই সব বানাতে পারি না। এর আগে চেষ্টাও করেছি তবে পারি না। আপনার ওয়াল মেট তৈরির প্রক্রিয়া দেখে সহজই লাগলো৷ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করলেন। আপনার ওয়ালমেট তৈরি করে উপস্থাপন। আমার খুবই ভালো লেগেছে, আপনার ওয়ালমেট তৈরি করার ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম। পরবর্তীতে আমি তৈরি করব ইনশাআল্লাহ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.031
BTC 68636.49
ETH 3719.81
USDT 1.00
SBD 3.75