DIY "এসো নিজে করি" রঙিন কাগজ এবং কার্টুন বোর্ড দিয়ে গোলাকার শেপের সুন্দর একটি ওয়ালমেট ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

আশা করি ভালো আছেন,
আপনারা সবাই তো নিজেকে অনেক ভালোবাসেন তাই না?
নিজেকে আরো আনন্দময়ী করে তোলার জন্য নিজের চারিপাশের পরিবেশটা সুন্দর রাখা খুব বেশি প্রয়োজন ।
সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো নিজের থাকার জায়গাটি রুচিশীল রাখা ।
নিজের রুমটাকে সাজিয়েগুছিয়ে রাখতে প্রয়োজন ওয়ালমেট যা দিয়ে স্বল্প খরচে নিজের রুমটাকে রাখতে পারেন নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে ।
তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কিভাবে স্বল্প খরচে ওয়ালমেট তৈরি করা যাই তার নিঞ্জা টেকনিক যা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করবো ।
যেটা আমি নিজের জন্য তৈরি করেছি আপনারা চাইলে ট্রাই করতে পারেন ।

IMG_২০২২০৫০২_২৩৪৩২৫.jpg

প্রয়জনীয় যন্ত্রপাতি ও উপকরণ

  • রঙ্গিন কাগজ
  • আঠা
  • স্কেল
  • কাঁচি
  • কার্টুন বোর্ড
  • পুতি

IMG_২০২২০৫০১_১৯৩০৪৮.jpg

ধাপ-১

প্রথমে কার্টুন বোর্ডটি ২০সেমিঃ ব্যাসে গোলাকার শেপে কেটে নিবো।

IMG_২০২২০৫০১_১৯৩৭৩৯.jpg

ধাপ-২

এরপর সাদা কাগজে এক পাশ দিয়ে র‍্যপিং করে নিবো।

IMG_২০২২০৫০১_১৯৪০১৮.jpg

ধাপ-৩

বেগুনী এবং নীল রঙের কাগজটি চিত্রের অনুরূপ কেটে নিবো।

IMG_২০২২০৫০১_২০২০১৮.jpg

ধাপ-৪

এবার হলুদ এবং লাল রঙের কাগজ নিব, নীল এবং বেগুনি রঙের চেয়ে ৫মিলিঃ পরিমাণ জায়গা ফাকা রেখে কেটে নেব ।

IMG_২০২২০৫০১_২০৪২০৫.jpg

ধাপ-৫

এবার নীল কাগজের উপর লাল কাগজ এবং বেগুনী রঙের কাগজের সাথে হলুদ রঙের কাগজ এমন ভাবে লাগিয়ে দিবো যেনো
যেনো চারিদিকে ৫মিলিঃ ফাকা থাকে।

IMG_২০২২০৫০১_২১০১২৬.jpg

ধাপ-৬

এবার র‍্যপিং করা কার্টুন এর উপরে প্রথমে নীল এবং লাল রঙের কাগজ গুলো চিত্রের অনুরূপ করে লাগিয়ে নিবো, এবং হলুদ এবং বেগুনি রঙের কাগজ গুলো তার উপর দিয়ে চিত্রের অনুরূপ লাগিয়ে নিব।

IMG_২০২২০৫০১_২২৩০২৪.jpg

ধাপ-৭

লাল রঙের কাগজ নিয়ে যথাক্রেমে ৮সেমিঃ ,১০সেমিঃ ,১২সেমিঃ করে কেটে নিবো এরপর চিত্রের অনুরূপ ভাবে কাগজ গুলা কেটে লাগিয়ে নিবো। উপরে একটা পুঁতি আঠা দিয়ে লাগিয়ে দেব ।

IMG_২০২২০৫০১_২২৩৮৫২.jpg

ধাপ-৮

এবার নীল রঙের কাগজ থেকে ১ * ৩০ সেমিঃ আকৃতিতে তিনপিস কেটে নিবো, এবার প্রতিটা কাগজের নিচের প্রান্তে পাতা আকৃতির চিত্রের অনুরূপ কাগজ গুলো লাগিয়ে নিবো।

IMG_২০২২০৫০১_২৩০৩১৭.jpg

ধাপ-৯

এবার লাল রঙের কাগজ থেকে ৫সেমিঃ ব্যসে ৩ টুকরো কাগজ কেটে নিয়ে চিত্রের অনুরূপ আঠা দিয়ে লাগিয়ে দিবো এবং মাঝখানে একটা করে
পুতি বসিয়ে দিবো এখন উক্ত কাগজগুলি মূল ওয়ালমেট এর সাথে জুড়ে দিবো এভাবে আমাদের ওয়ালমেটি তৈরি হয়ে গেলো ।

খুব সহজেই কিন্তু এটি তৈরি করে নিলাম । আপনারাও চেষ্টা করতে পারেন । অল্প উপকরণে এমন একটি ওয়ালমেট তৈরি করতে ।
ধন্যবাদ সবাইকে ।

IMG_২০২২০৫০১_২৩১১২০.jpg

নামঃ @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

image.png

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরী করছেন, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। ধাপ গুলো সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে খুবই সুন্দর করে প্রেজেন্ট করছেন এবং সুন্দর বর্ননা ও দিছেন সব মিলিয়ে ভালো একটি ব্লগ তৈরী করছেন। ধন্যবাদ

 2 years ago 

নিজের রুমটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ।এ ধরনের ওয়ালমেট গুলো দেখতে অনেক ভালো লাগে। বিভিন্ন কালারফুল কাগজ দিয়ে আপনি ওয়ালমেট তৈরি করেছেন এ জন্য আরও বেশি ভালো লাগছে ।ধাপগুলো অনেক সুন্দর করে দেখিয়ে দিলেন।

 2 years ago 

আপনার রঙিন কাগজ এবং কার্টুন বোর্ড দিয়ে গোলাকার শেপের ওয়ালমেটটি জাস্ট অসাধারণ হয়েছে।বিশেষ করে অলমেটের সাইটের পাপড়ি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি এই ওয়ালমেটি আমাদের মাঝে ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার ওয়ালমেট তৈরী চমৎকার হয়েছে। আর আপনি ঠিকই বলেছেন চারপাশের পরিবেশ সুন্দর করে সাজিয়ে রাখলে মনও অনেক ভালো থাকে। আর আমরা সবাই চাই আমাদের আশেপাশে সুন্দর করে সাজানো গুছানো রাখতে।

 2 years ago 

রঙ্গিন কাগজ ও কার্টুন বোর্ড দিয়ে আপনি খুব সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন।আপনার ওয়ালমেট খুব সুন্দর হয়েছে। আপনার ওয়ালমেট আমার কাছে দারুন লেগেছে কি দেয়ালে অনেক সুন্দর মানাবে। এত সুন্দর একটি ওয়ালমেট ধাপে ধাপে নিখুঁত ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি ওয়ালম্যাট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ ও কার্টুন বোর্ড দিয়ে আপনি খুব সুন্দর করে একটি ওয়ালমেট বানিয়েছেন ভাইয়া। বেশ ভালো লাগছে এটি দেখতে ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট
টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

ঠিক হই বলেছেন ভাই।নিজের রুম অল্প খরচে সাজানোর জন্য এই ক্রাফটগুলো খুবই কার্যকরী। খুব কম খরচে গুলো তৈরি করা যায়। ওয়ালমেট বানানোর পদ্ধতি গুলো সুন্দর ভাবে তুলে ধরেছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজের প্রজেক্ট গুলো সত্যি অনেক সুন্দর লাগে ভাইয়া, কিছু কিছু পোস্ট যেগুলো দেখলে চোখ ফিরানো দায়, ঠিক আপনিও অনেক সুন্দর করে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন, অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

ওয়াও ভাইয়া আপনি দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন যা দেখতে তো চমৎকার লাগছে। বিশেষ করে আপনার ওয়ালমেট এর ডিজাইন টি আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

কার্টুন বোর্ডের সাহায্যে আপনি গোলাকৃতি একটু ওয়ালমেট তৈরি করছেন তা দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 65717.99
ETH 3412.71
USDT 1.00
SBD 3.20