একটি বৃষ্টি মুখর সন্ধ্যা ও কিছু স্মৃতি ।। ১০% বেনিফিশিয়ারী @shy-fox ।। ৫% @abb-school এর জন্য ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ মঙ্গলবার ।। ৩১শে মে ২০২২ ইং ।। ১৭ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ ।। ২৯শে শাওয়াল ১৪৪৩ হিজরি ।।

আসসালামু আলাইকুম


আজ সারাদিন খেলছি যেন
মেঘের সাথে খেলা
এই বুঝি সে নামালো বৃষ্টি
ফুরিয়ে এলো বেলা ।

IMG_২০২২০৫৩১_১৪৪৫৩৮.jpg

প্রিয় বন্ধুরা একটি বৃষ্টি ভেজা বিকেলের শুভেচ্ছা রইলো ।যদিও এখনো বর্ষাকাল শুরু হয়নি তবুও আজ সারাদিন ধরেই চলেছে এই মেঘ বৃষ্টির খেলা । সাদা কালো মেঘ যেন সারা আকশ জুড়ে নিয়েছে । সুর্য মামাকে উপেক্ষা করে তাদের রাজত্ব্য চালিয়ে যাচ্ছে ।

IMG_২০২২০৫৩১_১৪৫১৩২.jpg

বৃষ্টির দিন গুলো আসলেই খুব দারুন । কবি মনে এনে দেয় কবিতা । শিল্পী মনে এনেদেয় সুন্দর দৃশ্যপট । প্রেমিক মন চায় প্রেমিকার সান্নিধ্য । এ যেন সব খানেই রোমাঞ্চের ছোয়া ।
ধুলিমাখা গাছ-গাছালি স্নানে মেতে উঠে । কতদিনের তাপদাহের কথা ভেবে হয়তো এই বৃষ্টিতে ভেজার অপেক্ষায় ঠাই দাঁড়িয়ে থাকে ।

ছোট বেলায় নানাবাড়িতে বৃষ্টির দিন গুলো ছিল একটু অন্য রকম । আমাদের অঞ্চলে তখন ও গমের শুকনো গাছ দিয়ে ঘরের চালা তৈরির প্রচলন ছিল বেশ বৃষ্টি শুরু হলেই অল্প সময়ের মাঝে চালা গড়িয়ে আসা পানির রঙ হয়ে উঠত লালোচে । মায়ের শত বাধা সত্বেও পানির ধারায় হাত ভেজাতে ভুল হতো না । উঠোন গড়িয়ে ধুলা মিশ্রিত পানি অল্প অল্প করে মিশতে থাকতো রঙিন পানি গুলোর সাথে । শেষ প্রান্ত পর্যন্ত চেয়ে থাকতাম সে দিকে ।
কতদিন আগে থেকে শুরু করেছি জানিনা । তবে বৃষ্টি হলেই ঘরে মন টেকেনা । আজ ও একবার দুপুর বেলাতে ভিজেছি টিপটিপ বৃষ্টিতে ।

IMG_২০২২০৫৩১_১৪৪৭৫১.jpg

ঝম ঝমিয়ে বৃষ্টি আসে,
দাঁড়িয়ে আছি তোমার পাশে,
তোমার সাথে ভিজছি বেশ
এ যেন এক নতুন আবেশ ।

স্কুল জীবন থেকে মনের মাঝে এমন সুপ্ত চাওয়া ছিল । একসাথে বৃষ্টিতে ভিজবো । তখন ভাবতাম এখনো সে সময় হয়নি । এখন এসে মনে হয় বড় দেরি করে ফেলেছি । বৃষ্টিতে ভেজার আকুতি যেন সারাকাল মনে থেকে গেল ।

বাড়ি তো নয় পাখির বাসা
ভেন্না পাতার ছানি
একটু খানি বৃষ্টি হলেই
গড়িয়ে পড়ে পানি ।

বৃষ্টির দিন সবার জন্য আনন্দ বয়ে নিয়ে আসলেও আসমানীদের জন্য আসে একরাশ দুঃখ নিয়ে । জীর্নশীর্ন খড়ের চালা দিয়ে পুর্ণিমার চাঁদের আলো যেমন ঘর আলোকিত করে । অবুঝ বৃষ্টি ও বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করে আপন মনে ভিজিয়ে দিয়ে নিজের করে নিতে চায় সব কিছু ।

IMG_২০২২০৫১৭_১৭৫৮০৩.jpg

সারাদিনের কোলাহল অনেকটা থামিয়ে দেয় বৃষ্টি । শহুরে জীবন কতটা অপরিকল্পিত তা জানান দেয় রাস্তা গুলোকে নদী বানিয়ে দিয়ে । নদী পাড়ের মানুষ গুলোর সাথে নদীর যে মিতালি সেখানে অতিবৃষ্টি ডেকে আনে বন্যা খড় কুটোর মত ভাসিয়ে নিয়ে যায় সব কিছু ।

IMG_২০২২০৫০৯_১১৩৯০৭.jpg

এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন,
কাছে যাব কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ ?

নিমন্ত্রণের অপেক্ষার তাড়াতাড়ি সমাপ্তি ঘটুক এই আশা মনে রেখে আজ বৃষ্টির দিনটা খুব উপভোগ্য মনে হচ্ছে । ইচ্ছে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে । আজ এখানেই ইতি টানছি । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আপনাদের প্রতিটা মুহুর্ত আনন্দময় হয়ে উঠুক এই কামনা করে আজকের মত ইতি টানছি ।

ব্লগার @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

আল্লাহ্‌ হাফেজ ।

image.png

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

received_434859771523295.gif

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর গুছিয়ে সব কিছু উপস্থাপন করেছেন। আর ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো আসলেই বৃষ্টির দিনের ফটোগ্রাফি খুব ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম সেই মুহুর্তে বৃষ্টি নামলো। তখন মনের অনুভুতি গুলো লিখে ফেললাম। সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আসলে বৃষ্টির দিন গুলো খুবই ভালো লাগে। আমিও ছোটবেলায় অনেক উপভোগ করতাম। বিশেষ করে আপনার পোস্টে যে কবিতাগুলো লিখেছেন সেগুলো কিন্তু দারুণ হয়েছে। সাথে ফটোগ্রাফি হলো চমৎকার ছিল। অনেক ধন্যবাদ আপনাকে আর শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার কাছে বৃষ্টির দিন খুবই ভালো লাগে। বৃষ্টির দিনের সকাল-দুপুর-বিকেল দেখতে অন্যরকম সুন্দর দেখায়। এবং বাহিরের ঝুম বৃষ্টি পড়ছে বারান্দায় বসে এই মুহুর্তটা উপভোগ করতে আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দর একটি পোষ্ট লিখেছেন ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর লিখেছেন আপনি।ছবি গুলোও বেশ সুন্দর লাগছে দেখতে।

 2 years ago 

ধন্যবাদ আপু। পোস্টে ভেরিয়েন্ট আনার চেষ্টা করছি।

 2 years ago 

হাতে খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে একটি বৃষ্টিমুখর সন্ধ্যা ও কিছু স্মৃতি শেয়ার করেছেন ।যে গুলো সত্যি অনেক বেশি ভালো ছিল ,হঠাৎ করেই কাল সন্ধ্যায় বৃষ্টি নেমেছিল আমাদের এদিকে অনেক বেশি ভালো লাগ ছিল এবং সেই সাথে অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল ঠিক আপনার মতই। ধন্যবাদ শেয়ার করার জন্য

 2 years ago 

আপনার পুরো পোস্টটি দেখে সত্যিই খুব ভালো লাগলো। বৃষ্টির মুহূর্ত খুব অসাধারণ ভাবে ক্যামেরাবন্দি করেছেন। ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ হয়েছে। আপনার অনুভূতি গুলো খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59836.36
ETH 2365.02
USDT 1.00
SBD 2.47